চূড়ান্ত বৃষ্টিপাতের সতর্কতা উত্তরবঙ্গের জেলায় জেলায়, দক্ষিণবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত
ফের নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরে। আমাদের রাজ্যে কী এই নিম্নচাপের প্রভাব পড়বে?
রাজ্যজুড়ে তীব্র দাবদাহের মধ্যেই এবার বৃষ্টি জারি উত্তরবঙ্গে। যদিও দু-একটি জেলা ছাড়া কার্যত বৃষ্টিহীন দক্ষিণবঙ্গ। আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না আগামী কয়েকদিন।
এপ্রিলে রাজ্যজুড়ে তাপমাত্রা কীরূপ থাকবে? বৃষ্টিপাতের সম্ভাবনা কী রয়েছে
সোমবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি উপরে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি নিচে অর্থাৎ ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৫৭ থেকে ৮৭ শতাংশ।
অন্যদিকে আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে। এছাড়াও মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত।
- Related topics -
- আবহাওয়া
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- বৃষ্টিপাত
- আবহাওয়া আপডেট
- রাজ্য