দেশ

West Bengal Weather | বড়দিনের আগেই আবহাওয়ায় বড় বদল! বাড়তে চলেছে কয়েক ডিগ্রি তাপমাত্রা! কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া?

West Bengal Weather | বড়দিনের আগেই আবহাওয়ায় বড় বদল! বাড়তে চলেছে কয়েক ডিগ্রি তাপমাত্রা! কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া?
Key Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করায় বাড়তে চলেছে বঙ্গের তাপমাত্রা। সপ্তাহান্তেই বদল পশ্চিমবঙ্গের আবহাওয়ায়।

বছর শেষে বেশ শীতের আমেজ বঙ্গে। হু হু করে বইছে উত্তুরে হাওয়া। ইতিমধ্যেই উত্তর ভারতের একাধিক রাজ্যের সমতলভাগে ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে তাপমাত্রার পারদ। বঙ্গেও রয়েছে ভালো শীত। তবে উৎসবের মরশুমে খারাপ খবর বঙ্গবাসীদের জন্য। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, বাড়তে পারে তাপমাত্রার পারদ।

পশ্চিমবঙ্গের আবহাওয়া :

 আলিপুর আবহাওয়া দফতর অনুযায়ী খবর, বড়দিনের আগেই তাপমাত্রার পারদ চড়তে পারে অনেকটাই। বছরের শেষে বদলে যেতে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal weather)। সপ্তাহান্তে অর্থাৎ শনি এবং রবিবার তাপমাত্রা ছুঁতে পারে ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রার পারদ। আবহবিদরা জানাচ্ছেন, বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে জলীয় বাষ্প। আর সেই কারণেই রাতের তাপমাত্রায় হেরফের হচ্ছে। আগামী কয়েকদিন শীতের দাপট অপেক্ষাকৃত কম থাকবে বাংলায়। তবে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই এ রাজ্যে। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ বজায় রয়েছে।

পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী,  দক্ষিণবঙ্গে আপাতত শীতের স্পেল জারি থাকবে। শনিবার থেকে বাড়বে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস ও পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কোথাও আবার তাপমাত্রা থাকবে ১০-এর নীচে। পশ্চিমের জেলাগুলিতে শীতের কাঁপুনি বজায় থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার তাপমাত্রা অনেকটাই কম থাকবে বলে খবর।

হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবারের চেয়ে বুধবার কলকাতার তাপমাত্রার হেরফের হয়েছে অতি সামান্য। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। ডিসেম্বর মাসের শেষের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে থাকা স্বাভাবিক বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস কম। বুধবার আকাশ মূলত পরিষ্কারই থাকবে।

বছর শেষে মূলত দক্ষিণবঙ্গেই তাপমাত্রা বাড়বে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। কুয়াশার বেশি সম্ভাবনা থাকবে কোচবিহারে।

ভারতের আবহাওয়া :

 উত্তর ভারতের একাধিক রাজ্যের সমতলভাগে ইতিমধ্যেই ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে পারদ। পাশাপাশি আইএমডি সূত্রে খবর,  শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে উত্তর ভারতের রাজ্যগুলিতে। দক্ষিণ ভারত ভাসবে বৃষ্টিতে। জানা গিয়েছে, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশেক অধিকাংশ অংশেই ৫ থেকে ১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তর পশ্চিম রাজস্থান, পূর্ব মধ্য প্রদেশ, উত্তর ছত্তিশগড় এবং পশ্চিম বিহারেও কনকনে শীত পড়তে শুরু করেছে। একইভাবে পূর্ব ভারতের অসম এবং মেঘালয়েও আগামী ২১সে ডিসেম্বরের মধ্যে কুয়াশার দেখা মিলবে। উত্তর পশ্চিম এবং মধ্য ভারতে আগামী দুই থেকে তিনদিনের মধ্যে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়াবিদরা। এদিকে রাজস্থানের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ৩.৯ ডিগ্রি সেলসিয়াসে।

অন্যদিকে, বাণভাসী দক্ষিণ তামিলনাড়ু। এ রাজ্যের দক্ষিণের অংশে টানা বৃষ্টিপাত চলছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে দক্ষিণ কেরালাতেও। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ তামিলনাড়ু, কেরালা এবং মাহেতে। মঙ্গলবার থেকেই ভারী বর্ষণ শুরু হয়েছে লাক্ষাদ্বীপে। যদিও ২০ই ডিসেম্বরের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে বলে খবর।


Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Myanmar Update | ভূমিকম্পে মৃত্যুপুরী মায়ানমার, তছনছ জনজীবন, গৃহযুদ্ধে বিরতি ঘোষণা সরকার বিরোধী পক্ষের
Weather Update | তাপমাত্রার পারদ চড়চড় করে চড়ছে, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Amazon-Flipkart | মিক্সার গ্রাইন্ডার থেকে গিজার সবই নকল! আমাজন ও ফ্লিপকার্টের গুদাম অভিযানে চক্ষু ছানাবড়া পুলিশের
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
ক্রিকেট খেলার খুঁটিনাটি, ইতিহাস, নিয়ম কানুন | Everything about Cricket, game rules, history, details in Bengali [ With PDF Download]
মীন ( Pisces) রাশির জাতক, জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক