আবহাওয়া

Weather of West Bengal | বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড় মিগজাউম-এ! বঙ্গে মেঘলা আকাশে কমবে শীতের আমেজ!

Weather of West Bengal | বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড় মিগজাউম-এ! বঙ্গে মেঘলা আকাশে কমবে শীতের আমেজ!
Key Highlights

বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে পরিণত হবে অতি গভীর নিম্নচাপে, যা পরে পরিণত হবে ঘূর্ণিঝড় মিগজাউম-এ। পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, চলতি সপ্তাহে কিছুটা কমতে চলেছে শীতের আমেজ।

শীতের আবহে ঘূর্ণিঝড়ের সতর্কতা। ভারতীয় মৌসম ভবন সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগরের নিম্নচাপ বর্তমানে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ,২৯সে নভেম্বর, বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তা অতি-গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর আগামীকাল, ৩০ সে নভেম্বর, বৃহস্পতিবার সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এখন বঙ্গবাসীর প্রশ্ন, এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়তে চলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal) এর ওপর?

ঘূর্ণিঝড়ের অবস্থান :

দক্ষিণ আন্দামান সাগরের নিম্নচাপ ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এদিন এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তা অতি-গভীর নিম্নচাপে পরিণত হবে। জানা গিয়েছে, প্রাথমিকভাবে এর অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিক।‌ এই নিম্নচাপ পরে আরও শক্তি বাড়িয়ে গতিপথ পরিবর্তন করতে পারে। অতি গভীর নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে শুক্রবার ১লা ডিসেম্বর। তখন এটি মিগজাউম (Cyclone Michaung) নাম নিয়ে এগোবে। যদিও বা নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলেও কোন পথে বা কোথায় ল্যান্ডফল করবে সে বিষয়ে এখনও সুনিশ্চিতভাবে কিছু জানায়নি আবহাওয়া দফতর। তবে বিভিন্ন আবহাওয়ার মডেল জানিয়েছে, এই ঘূর্ণিঝড় অন্ধপ্রদেশ উপকূলে বিজয়ওয়াড়া অথবা ওড়িশা উপকূলের ভুবনেশ্বরের মাঝামাঝি কোথাও ল্যান্ডফল করতে পারে।

 পশ্চিমবঙ্গের আবহাওয়া :

পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, এই মিগজাউম ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal weather)তে তেমনভাবে পড়বে না। এই ঘূর্ণিঝড়ের ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও আগামী ৩রা ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী, বুধবার থেকে রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal weather) শুষ্ক থাকবে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহান্তে আবহাওয়ার বদল হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। দিন কয়েক পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী,  বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জেলাতে। এদিকে রাতের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে। তবে পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে।  পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে বলে খবর। পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, আগামী পাঁচ সাত দিনে শীতের আমেজ বাড়ার সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে। বাড়বে রাতের তাপমাত্রা।

হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে তাপমাত্রার পারদ। আপাতত আংশিক মেঘলা থাকবে শহরের আকাশ। সকাল সন্ধ্যা শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে গরম থাকবে। তবে সপ্তাহ শেষে বদলাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal)। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে। আগামী তিন চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলাতে একই রকম পরিবেশ শুকনো আবহাওয়া থাকবে আরও চার-পাঁচ দিন। উল্লেখ্য, ঘূর্ণিঝড়ের ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ভারী বৃষ্টি ও হালকা ঝড়ের আশঙ্কা রয়েছে। নভেম্বরের শেষে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। মৎস্যজীবীদের আন্দামানসাগরে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় বুধবার থেকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা রয়েছে। একইভাবে দক্ষিণ-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে।


Router WiFi | রাউটার হ্যাক হয়ে হচ্ছে ব্যক্তিগত তথ্য চুরি! সতর্ক করলো কেন্দ্রীয় সংস্থা CERT-IN! WiFi সুরক্ষিত রাখতে কী করবেন?
Mother’s Day | যত্ন নিন মায়ের স্বাস্থ্যের! জানুন মায়েদের জন্য রয়েছে কী কী স্বাস্থ্যবিমা এবং ৫০ পেরোলেই করাবেন কোন স্বাস্থ্য পরীক্ষা!
Taam Ja' Blue Hole | জলের মধ্যে বিশালাকার, গভীর গর্ত! সিঙ্কহোলের গভীরে রয়েছে কোন রহস্য এখনও সম্ভব হয়নি আবিষ্কার করা!
আজকের সেরা খবর | ২০১৯ সালের তুলনায় কম! ২০২৪ এর লোকসভার চতুর্থ দফার ভোটে বাংলার আট আসনে ভোটদানের হার জানালো কমিশন!
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla