Navratri 2023 | নবরাত্রির পঞ্চম দিনে পূজিত হন দেবী স্কন্দমাতা! সমৃদ্ধি এবং শক্তি আশীর্বাদ করেন দেবীর এই রূপ!

Thursday, October 19 2023, 12:26 pm
highlightKey Highlights

১৯সে অক্টোবর পঞ্চমী, নবরাত্রির পঞ্চম দিনে পুজো করা হয় মা স্কন্দমাতাকে। আগুনের দেবী হিসাবে পরিচিত স্কন্দমাতা দেবী প্রেম এবং মাতৃত্বের প্রতীক। জানুন স্কন্দমাতা মন্ত্র ও দেবীর এই রূপকে পুজো করবেন কীভাবে।


শারোদোৎসবে মেতে উঠেছে গোটা বঙ্গ। আজ, ১৯সে অক্টোবর, বৃহস্পতিবার, মহাপঞ্চমী। এদিন সকাল থেকেই প্রতিমা ও মণ্ডপ পরিদর্শনে বেরিয়ে পড়েছেন দর্শকরা। হিন্দু রীতি অনুযায়ী, পঞ্চমীর দিনই সন্ধ্যায় দেবীর আগমনী মন্ত্র অণুরণিত হয়। এরপরেই শুরু হয়  ষষ্ঠীর পুজো ৷ ষষ্ঠীর দিন মা দুর্গার বোধন শুরু হয় আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে৷ তারপর একে একে আসে সপ্তমীতে নবপত্রিকা স্নান, অষ্টমীতে পুষ্পাঞ্জলি, নবমীর সন্ধিপুজো, আর দশমীতে দেবীর নিরঞ্জন। মহালয়ার পরের দিন থেকেই অর্থাৎ প্রথমা হিন্দু অবাঙালিরা পালন করেন নবরাত্রি। চলতি বছর অর্থাৎ নবরাত্রি ২০২৩ (Navratri 2023) তেও প্রত্যেক ন'দিন পুজো করা হয় দেবীর নয় রূপকে। আজ, নবরাত্রির পঞ্চম দিনে পূজিত হন মা স্কন্দমাতা (Maa Skandamata)।

নবরাত্রির পঞ্চম দিনে পূজিত হন মা স্কন্দমাতা
নবরাত্রির পঞ্চম দিনে পূজিত হন মা স্কন্দমাতা

 নবরাত্রির নয় দিনের উৎসবে দেবী দুর্গার নয়টি রূপ - শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুশমণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রীকে উৎসর্গ করা হয়। আজ নবরাত্রি ২০২৩ (Navratri 2023) এর পঞ্চম দিনে স্কন্দমাতা দেবী (Skandamata Devi)র পূজা করার নিয়ম রয়েছে। দেবীকে খুশি করার জন্য প্রায় সবাই এই দিনে সাদা রঙের পোশাক পরেন। সাদা রঙ বিশুদ্ধতা, শান্তি এবং ধ্যানের প্রতীক হিসেবে বিবেচিত। বাংলায় যেমন দুর্গাকে গণেশজননী হিসেবে পূজো করার রীতি রয়েছে, তেমনই  পশ্চিম ভারতে তেমনি আবার দেবী দুর্গাকে কার্তিকের মা হিসেবে পূজোর রীতি প্রচলিত। মা দূর্গার এই রূপ ভগবান স্কন্দ অর্থাৎ দেব সেনাপতি কার্তিকের মায়ের। শাস্ত্র মতে বিশ্বাস করা হয়, মা এই রূপেই শিশু কাল থেকে কার্তিকের সঙ্গে থেকেছেন। কার্তিকের আরেক নাম স্কন্দ। নবরাত্রির পঞ্চম রাতে দুর্গা পূজিত হন স্কন্দমাতা রূপে। ত্রিনয়নী দেবী এই দেবী চার হাতবিশিষ্টা। দেবীর ডানদিকের উপরের হাতে ধরে থাকেন শিশু কার্তিককে। প্রস্ফুটিত পদ্ম থাকে আর এক দক্ষিণ হস্তে। বাঁ দিকের একটি হাত বরাভয় দিচ্ছে। আর এক হাতে ধরে থাকেন পদ্ম। 

 হিন্দু মতে মনে করা হয়, নবরাত্রির পঞ্চম দিন ভগবান কার্তিক-এর মা দেবী স্কন্দমাতাকে উৎসর্গ করা হয়। এই কারণেই তিনি দেবী স্কন্দমাতা নামে পরিচিত। বিশ্বাস করা হয় যে, ভক্তরা যখন দেবীর পূজা করেন তখন মায়ের কোলে বসে থাকা ভগবান কার্তিকের আশীর্বাদও মেলে। দয়ার প্রতীক হিসেবে পঞ্চমীর দিন পূজিত হন মা স্কন্দমাতা (Maa Skandamata)। এটা বিশ্বাস করা হয় যে বুধ গ্রহ দেবী স্কন্দমাতার দ্বারা শাসিত হয়। ভক্তদের বিশ্বাস, মা স্কন্দমাতা গৃহের যে কোনও রকম অশান্তি নাশ করেন।

বিশ্বাস করা হয় যে বুধ গ্রহ  স্কন্দমাতা দেবীর দ্বারা শাসিত হয়
বিশ্বাস করা হয় যে বুধ গ্রহ  স্কন্দমাতা দেবীর দ্বারা শাসিত হয়

দেবী দুর্গার স্কন্দমাতা রূপের পুজো পদ্ধতি । The Method of Worship of Skandamata form of Goddess Durga :

স্কন্দমাতা দেবী (Skandamata Devi)র পুজোর জন্য মা স্কন্দ মাতার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো শুরু করুন। পরে গঙ্গা জল বা গোমূত্র দিয়ে প্রতিমা শুদ্ধ করুন। এরপর জলে ভরা রূপা, তামা বা মাটির পাত্রে একটি নারকেল রেখে একটি কলস স্থাপন করুন। পুজোর জন্য সংকল্প নিন এবং উপবাস করুন। তারপর সমস্ত প্রতিষ্ঠিত দেবতার সঙ্গে  নবরাত্রির পঞ্চম দিন মায়ের ষোড়শোপচার পুজো করুন। বৈদিক ও দুর্গা সপ্তসতীর মন্ত্র জপ করুন। তারপর, সমস্ত প্রাসঙ্গিক উপাসনা সামগ্রী সমস্ত মাকে নিবেদন করুন। সবশেষে স্কন্দমাতার আরতি করুন এবং স্কন্দমাতার ব্রতকথা পাঠ করুন, স্কন্দমাতা মন্ত্র (Skandamata Mantra) জপ করুন।

মা স্কন্দমাতা মন্ত্র । Devi Skandamata Mantra :

ওম দেবী স্কন্দমতয়ে নমঃ

ওম দেবী স্কন্দ মাতায়াই

শুভদাস্তু সদা দেবী স্কন্দমাতা যশস্বিনী

মা স্কন্দমাতার প্রার্থনা

সিংহাসনগত নিত্যম পদ্মঞ্চিত করদ্বয়

শুভদাস্তু সদা দেবী স্কন্দমাতা যশস্বিনী

স্কন্দমাতার পুজো পদ্ধতি

নবরাত্রির পঞ্চম দিনে দেবীর এই রূপের পুজোর জন্য স্কন্দমাতা মন্ত্র জপ করতে হয়
নবরাত্রির পঞ্চম দিনে দেবীর এই রূপের পুজোর জন্য স্কন্দমাতা মন্ত্র জপ করতে হয়

হিন্দু পুরাণ অনুসারে, তারকাসুর দানব ভগবান ব্রহ্মাকে তীব্র তপস্যা এবং ভক্তিতে সন্তুষ্ট করেছিলেন। তিনি ভগবান ব্রহ্মাকে অমরত্বের আশীর্বাদ করতে বলেন। কিন্তু ব্রহ্মা তা দিতে অস্বীকার করেছিলেন। কিন্তু তারকাসুর ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেন যে, ভগবান শিবের পুত্র ছাড়া আর কেউ তাঁকে হত্যা করতে পারবে না। ভগবান শিব কখনও বিয়ে করবেন না, এই ভেবে তিনি এমনটি করেছিলেন বলে মনে করা হয়। এরপর মর্ত্যের মানুষের ওপর অত্যাচার করা শুরু করে তারকাসুর। তাঁর শক্তি এবং তান্ডবের ভয়ে দেবতারা ভগবান শিব এবং দেবী পার্বতীকে বিয়ে করতে অনুরোধ করেন। এরপরে তাঁদের সন্তান ভগবান কার্তিক বা স্কন্দকুমার তারকাসুরের অবসান ঘটান। দেবী স্কন্দমাতার গল্প হল, মা-সন্তানের সম্পর্কের প্রতীক। নবরাত্রির পঞ্চম দিনে ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরার নিয়ম রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File