BCCI-Dream11 | অনলাইন গেমিং বিলের জের, Dream11-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে BCCI!

Monday, August 25 2025, 7:23 am
highlightKey Highlights

এশিয়া কাপের আগেই ড্রিম ইলেভেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।


সম্প্রতি পাস হয়েছে অনলাইন গেমিং প্রোমোশন অ্যান্ড রেগুলেশন বিল। এরপরেই বিপাকে ড্রিম ইলেভেনের মতো একাধিক অনলাইন বেটিং গেমগুলি। এবার এশিয়া কাপের আগেই ড্রিম ইলেভেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সোমবার এক সাক্ষাৎকারে BCCI এর সেক্রেটারি দেবজিৎ সইকিয়া বলেন, ‘BCCI এবং ড্রিম ইলেভেন তাদের সম্পর্ক ছিন্ন করছে। অনলাইন গেমিং প্রোমোশন অ্যান্ড রেগুলেশন বিল, ২০২৫ পাস হওয়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ভবিষ্যতে এই ধরনের কোনও সংস্থার সাথে জড়িত না হওয়ার বিষয়টিও নিশ্চিত করবে BCCI।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File