West Bengal Weather Report | ক্রমশ বঙ্গে শীতের আগমন! আগামী দুই-তিনদিনের মধ্যে ২-৩ ডিগ্রি কমবে তাপমাত্রার পারদ!
পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েকদিনের মধ্যেই কমবে বঙ্গের তাপমাত্রা। বৃহস্পতিবার রাতের পর থেকে আরও বইবে উত্তুরে হাওয়া। দেখুন পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর এক নজরে।
দূর্গা পুজো কাটতেই শীত শীত আমেজ। সকালে ও রাতে রীতিমত শীতকালের মতো ঠান্ডা অনুভব হচ্ছে দক্ষিণবঙ্গে। এর মধ্যে হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গে জাকিয়ে শীত পড়তে বেশি দেরি নেই। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, আগামী দুই -তিন দিনে রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। এমনকি ক্রমশ বঙ্গে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রার পারদও কমবে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)।
পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) সম্পর্কে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা কমবে। পাশাপাশি রাজ্যে প্রবেশ করতে চলেছে উত্তুরে হাওয়া। ঘূর্ণিঝড়ের চাপ সরে যেতেই উত্তুরে হাওয়া প্রভাব বিস্তার করবে। আগামী দুই -তিন দিনে রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী, আজ অর্থাৎ ২৬সে অক্টোবর, বৃহস্পতিবার থেকে আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া শুষ্কই থাকবে। পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal) পূর্বাভাস বলছে, এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশে কালো মেঘের দেখা মিলবে না।
আরও পড়ুন : শীত আসার আগেই নিন ত্বকের বিশেষ যত্ন! রুক্ষ্মতা ও শুষ্কতা থেকে রক্ষা পেতে মাখুন শীতের ফেস প্যাক!
হাওয়া অফিস পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) সম্পর্কে আরও জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরী হওয়া ঘূর্ণিঝড় 'হামুনে'র প্রভাবে দুর্গাপুজোর সময় হালকা বৃষ্টি হয়েছিল বঙ্গে। তবে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করে বাংলাদেশে। ফলে ঘূর্ণিঝড় 'হামুন' বাংলাদেশে সরে যাওয়ায় জন্য নতুন করে বঙ্গে ঝড়-বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়াবিদ জানিয়েছেন, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রিতে নামতে পারে। কেবল এদিনই নয়, আগামী কয়েকদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। পরে আগামী সপ্তাহের মঙ্গলবারে শহরের সর্বোচ্চ পারদ চড়ে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়াতে পারে।
কয়েকদিনের মধ্যেই ভালোরকম শীত পড়বে শহরে। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, আগামীকাল ২৭সে অক্টোবর শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রিতে নামতে পারে। পরে যা ২৮সে অক্টোবর নেমে ছুঁতে পারে ২২ ডিগ্রি। এরপর ফের কিছু বাড়তে থাকবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। ৩১ তারিখে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৫ ডিগ্রি ছুঁতে পারে। ১লা নভেম্বরেও কলকাতার সর্বিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির আশেপাশেই থাকবে। কেবল কলকাতাতাই নয়, পশ্চিমের জেলাগুলিতে আগামী দু'তিন দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে তাপমাত্রার পারদ। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই শীত আসার বার্তা।
পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal) অনুযায়ী, উত্তরের আবহাওয়াও মোটের ওপর শুষ্কই থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আজ, ২৬সে অক্টোবর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুধুমাত্র আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টির খুব ক্ষীণ সম্ভাবনা আছে। এরপর আগামী কয়েকদিন উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন-চার দিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে। বিশেষত পশ্চিমের জেলায় ভোরের দিকে উত্তুরে হাওয়ার প্রভাব দেখা যাবে বৃহস্পতিবার রাতের পর থেকেই। বিশেষ করে রাতের তাপমাত্রা অনেকটা কমে যাওয়ায় শীতের আমেজ অনুভূত হবে। আপাতত এক সপ্তাহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পরিষ্কার আবহাওয়াতেই হবে শীতের আগমন। কিন্তু একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলে। পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর কেরালা ও সংলগ্ন এলাকায়। ফলে কেরল, মাহে, তামিলনাডু, কড়াইকাল, পন্ডিচেরিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কেরল, মাহে, তামিলনাড়ুতে।