Winter Face Pack | শীত আসার আগেই নিন ত্বকের বিশেষ যত্ন! রুক্ষ্মতা ও শুষ্কতা থেকে রক্ষা পেতে মাখুন শীতের ফেস প্যাক!

Friday, December 8 2023, 1:19 pm
highlightKey Highlights

শীতকালে ত্বকের দরকার বিশেষ যত্ন। ত্বকের আদ্রতা ও উজ্জ্বলতা ধরে রাখতে শীতকালীন ত্বকের যত্নের রুটিনে রাখা দরকার শীতের ফেস প্যাক। এই হার্বাল ফেস প্যাক বাড়িতে বানিয়ে মাখলেই সুস্থ্য ও সুন্দর থাকবে ত্বক।


দুর্গাপুজোর ইতি হতেই বদল আবহাওয়ায়। সকাল ও রাতের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে। এমনকি দিনের বেলাতেও শীতকালের মতো মুখ-গা-হাত-পায়ে আসছে টান। শীতের মরশুমে ত্বকের বেশি যত্ন নেওয়া প্রয়োজন। তবে জাকিয়ে শীত না পড়া পর্যন্ত অনেকেই মুখের তেমন যত্ন নেন না। কিন্তু এতেই হয় ভুল। এই সময়ে সুস্থ থাকার জন্যে শরীরের যেমন বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন, তেমনই ত্বককে ভালো রাখাও গুরুত্বপূর্ণ। বিশেষ করে রুক্ষ এবং সংবেদনশীল ত্বকের বেশি খেয়াল রাখা জরুরি। শীতের আবহে ত্বকের দরকার হয় বেশি কোমলতা, আদ্রতা,  ময়েশ্চরাইজার। তবে অনেক ক্ষেত্রেই বাজার চলতি ময়েশ্চরাইজারগুলি বেশিক্ষন ত্বকের আদ্রতা ধরে রাখতে পারে না। ফলে দীর্ঘ সময়ের জন্য ত্বকের আদ্রতা বজায় রাখতে বেশ কার্যকর  হার্বাল ফেস প্যাক (Herbal Face Pack)।

আদ্র কমল ত্বক পেতে শীতকালীন ত্বকের যত্নের রুটিনে রাখা দরকার হার্বাল ফেস প্যাক 
আদ্র কমল ত্বক পেতে শীতকালীন ত্বকের যত্নের রুটিনে রাখা দরকার হার্বাল ফেস প্যাক 

শীতকালে ত্বক, চুল, নখ সবই যেন কেমন ফ্যাকাসে হয়ে যায়। স্বাভাবিক ঔজ্জ্বল্য হারায়। তবে, একটু বিশেষ যত্ন নিলেই কিন্তু আর এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না। এই সময়ে বাতাসে আর্দ্রতার মাত্রা হেরফের হয় আর তার প্রভাব পড়ে ত্বকের উপরে। আর ত্বকের আদ্রতা নষ্ট হলেই ত্বকের ক্ষতি হয়, উজ্জ্বলতা নষ্ট হয়। তবে শীতের ফেস প্যাক (Winter Face Pack) ত্বকের আদ্রতা ধরে রাখার পাশাপাশি উজ্জ্বলতা বৃদ্ধি করে। ত্বক বিশেষজ্ঞরা বলেন, শীতকালীন করিম লাগানোর পাশাপাশি ত্বকের এক্সট্রা প্রোটেকশনের জন্য শীতকালীন ত্বকের যত্নের রুটিন (Winter Skin Care Routine)এ থাকা দরকার ফেস প্যাক। দেখে নিন কীভাবে বাড়িতে বানাবেন শীতের ফেস প্যাক (Winter Face Pack) যা কাজ করে উজ্জ্বল ত্বকের জন্য ফেসপ্যাক (Face Pack for Glowing Skin) হিসেবেও।

Trending Updates

দুধের ফেস প্যাক :

ফুল ফ্যাট মিল্ক ত্বকের স্বাভাবিক ময়েশ্চারাইজার হিসেবে গন্য করা হয়। এই উপাদান ত্বককে অনেকক্ষণের জন্য আদ্র করে রাখে। তাই যাঁদের ত্বক শীতকালে বেশিই শুকনে হয়ে পড়ে তাঁরা দুধের মালাই তুলে নিয়ে মুখে লাগাতে পারেন। দুধের মালাই যেমন সরাসরি ত্বকে লাগানো যায়, তেমনই বেসনের সাথে মিশিয়ে ফেস প্যাক তৈরী করেও লাগাতে পারেন।

শীতের ফেস প্যাকে দুধ থাকলে তা ত্বক আদ্র করার সঙ্গে করে তুলবে কোমল  
শীতের ফেস প্যাকে দুধ থাকলে তা ত্বক আদ্র করার সঙ্গে করে তুলবে কোমল  

নারকেল তেলের ফেস প্যাক :

 শীতকালীন ত্বকের যত্নের রুটিন (Winter Skin Care Routine)এ নারকেল তেলের ভূমিকা অনস্বীকার্য। নারকেল তেল যেমন এই সময়ে চুলের বিশেষ যত্ন নিয়ে চুলকে মজবুত করে তোলে, তেমনই শীতকালে ত্বকের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করে নারকেল তেল। ত্বকের আদ্রতা বজায় রাখতে নারকেল তেলের সাথে কফির গুঁড়ো মিশিয়ে ফেস প্যাক বানিয়ে নিন। এটি মুখে লাগিয়ে শোকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ধুয়ে নিন।

মধুর ফেস প্যাক:

যাদের শুষ্ক ত্বক তাদের শীতকালে ত্বকের সমস্যা বেশি দেখা দেয়। আদ্রতার অভাবে ত্বক ফেটে যাওয়ার সমস্যাও দেখা দেয়। তবে শীতকালে শুষ্ক ত্বকের সমস্যা দূর করতে পারে বাড়িতে তৈরী ফেসপ্যাক। আর এই ফেস প্যাকের অন্যতম উপাদান হলো মধু। প্রথমে এক চামচ মধুর সঙ্গে এক চামচ গোলাপ জল মিশিয়ে ভালো করে একটি পেস্ট তৈরি করে নিন। এবার সেই ফেসপ্যাক আপনার মুখে এবং গলায়, ঘাড়ে ব্যবহার করুন। মধু, গোলাপ জলের ফেসপ্যাক শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মিনিট ২০ পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে যদি অন্তত দুবার এই ফেসপ্যাক ব্যবহার করলে, শুষ্ক ত্বকের সমস্যা অনেকটা দূর হবে। ত্বকের নানা সমস্যা দূর করতেও গোলাপ জলের জুড়ি মেলা ভার। তার সঙ্গে যোগ্য সঙ্গ দেয় মধু। তাই ত্বকের পরিচর্যায় বিশেষজ্ঞরা এই দুই উপকারী উপাদান ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন। মধু গোলাপজলের সঙ্গে মেশানো ছাড়াও লেবুর রসের সাথে মধু, পাকা পেঁপে সাথে মধু, টক দইয়ের সাথে মধু মিশিয়েও তৈরী করতে পারবেন হার্বাল ফেস প্যাক (Herbal Face Pack)

শীতে ত্বকের বিশেষ যত্ন নিতে বাড়িতে বানানো  হার্বাল ফেস প্যাকে রাখুন মধু 
শীতে ত্বকের বিশেষ যত্ন নিতে বাড়িতে বানানো হার্বাল ফেস প্যাকে রাখুন মধু 

অলিভ অয়েল এবং কফির তৈরির ফেস প্যাক :

এই ফেসপ্যাকটি তৈরি করতে এক থেকে দুই চামচ অলিভ অয়েল নিয়ে তাতে এক চামচ কফি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই ফেসপ্যাকটি আপনার মুখ এবং ত্বকে লাগান। ১৫ মিনিটের জন্য এটি ত্বকের ওপর রেখে দিন। এরপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি উজ্জ্বল ত্বকের জন্য ফেসপ্যাক (Face Pack for Glowing Skin) হিসাবেও ব্যবহার করা যায়।

চন্দনের ফেস প্যাক :

শীতকালেও উজ্জ্বল ত্বক পেতে এক চা চামচ চন্দন গুঁড়ো এক চা চামচ মধুর সাথে মিশিয়ে নিন। এতে ১ থেকে ২ চা চামচ অ্যালোভেরা জেল মেশান। এবার এই প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিটের জন্য রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ত্বককে হাইড্রেট করবে।

চন্দন দিয়ে তৈরী ফেস প্যাক উজ্জ্বল ত্বকের জন্য ফেসপ্যাক হিসেবেও বেশ কার্যকর 
চন্দন দিয়ে তৈরী ফেস প্যাক উজ্জ্বল ত্বকের জন্য ফেসপ্যাক হিসেবেও বেশ কার্যকর 

শীতের মরসুম শুরু হওয়া মানেই ত্বকের শুষ্কভাব, রক্ষতার সমস্যা শুরু হয়ে যাওয়া। ফলে শীতের মরশুম শুরু হওয়ার আগেই ত্বকের বিশেষ যত্ন নিতে হবে। বাজার চলতি নানান ময়েশ্চারাইজার পাওয়া গেলেও অনেক সময় তা  ত্বকের ওপর প্রভাব ফেলে। এছাড়াও এই ময়েশ্চারাইজারগুলি দীর্ঘক্ষণের জন্য ত্বকের আদ্রতাও ধরে রাখতে পারে না। ফলে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই শীতকালে ত্বক যত্নের ঢাল প্রাকৃতিক উপাদানে তৈরী ফেস প্যাক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File