আবহাওয়া

West Bengal Weather News | প্রবল বেগে ধেঁয়ে আসছে ঝড়! শনিবার পর্যন্ত একাধিক জেলায় সতর্কতা! কলকাতায় বৃষ্টির জেরে ভেস্তে যেতে পারে সেমিফাইনাল!

West Bengal Weather News | প্রবল বেগে ধেঁয়ে আসছে ঝড়! শনিবার পর্যন্ত একাধিক জেলায় সতর্কতা! কলকাতায় বৃষ্টির জেরে ভেস্তে যেতে পারে সেমিফাইনাল!
Key Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরী হয়েছে গভীর নিম্নচাপ। যার ফলে উপকূলবর্তী এলাকা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস। বর্ষণের জেরে ভেস্তে যেতে পারে ইডেন গার্ডেন্স কলকাতায় অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালের ম্যাচ।

শীতের অপেক্ষায় গোটা দক্ষিণবঙ্গ। তবে এর মধ্যেই ফের নিম্নচাপের ভ্রুকুটি। শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস। ১৬ই নভেম্বর, বৃহস্পতিবার বেলা বাড়তেই কালো মেঘে ছেয়ে গেলো কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। যত আকাশ অন্ধকার হয়ে পড়ছে ততই মেঘ ঘনাচ্ছেক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (Cricket World Cup 2023) এর ভবিষ্যৎ নিয়েও। কারণ আজ, ইডেনে দ্বিতীয় সেমী ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা (Australia vs South Africa)। দেখে নিন আবহাওয়া সম্পর্কে কী জানাচ্ছে আবহাওয়া অফিস।

পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী,  বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ঘনিয়েছিল, তা ইতিমধ্যেই পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। যার ফলে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে রাজ্যে। এদিন ভারী বৃষ্টি হতে পারে বাংলার দুই জেলায়। পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, ১৬ই নভেম্বর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় ৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফেল এই দুই জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়া আজ পূর্ব মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে বজ্রপাত সহ হালকা বৃষ্টি হবে। মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়াতেও হালকা বর্ষণ হতে পারে বলে খবর। আবহাওয়াবিদরা বলছেন আগামী কয়েক ঘণ্টায়  কলকাতা, হাওড়া, সল্টলেক ,দমদম, কল্যাণী, কৃষ্ণনগর, বসিরহাট, নবদ্বীপ, চন্দনগর, শ্রীরামপুর, আমতা, বাগনান, বর্ধমান, ডায়মন্ড হারবার, ক্যানিং, তমলুক, হলদিয়া, সাগরদ্বীপ, খেজুড়ি, কাঁথি, দিঘা এবং তাজপুরে বৃষ্টি হবে। এছাড়া ভিজবে খড়গপুর, মেদিনীপুর, বাঁকুড়া, মুকুটমণিপুর, শালবনি, বিষ্ণুপুর এবং বেলদা।

তবে কেবল বৃহস্পতিবারই নয়, শুক্রবারও বর্ষণ হবে দক্ষিণবঙ্গে। বরং শুক্রবার বৃষ্টি আরও বাড়তে পারে। সেদিন উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় অতিভারী বৃষ্টি নামতে পারে। যার ফলে এই দুই জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। অপরদিকে পূর্ব মেদিনীপুর এবং হাওড়ায় হতে পারে ভারী বৃষ্টি। এই দুই জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা।  নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং হুগলিতে বজ্রপাত সহ হালকা বৃষ্টি হবে বলে খবর। তবে শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। পূর্বাভাস অনুযায়ী, ১৮ই নভেম্বর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু এদিন কোথাও কোনও সতর্কতা জারি করা হয়নি। এদিন সেদিন ঝাড়গ্রাম, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদের আবহাওয়া শুষ্ক থাকবে। এরপর পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, রবিবার আরও কমবে বর্ষণ। সেদিন বজ্রপাত সহ হালকা বৃষ্টি জারি থাকতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, এবং নদিয়ায়।  সেদিন আবহাওয়া শুষ্ক থাকবে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে। পরে সোমবারও কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টিপাত জারি থাকবে। সঙ্গে বর্ষণ হতে পারে পূর্ব মেদিনীপুর এবং নদিয়াতেও।

উল্লেখ্য, এদিন ইডেন গার্ডেন্স কলকাতা (Eden Gardens Kolkata)তে ম্যাচ রয়েছে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের। ফলে কলকাতায় এদিনের আবহাওয়ার ওপর নির্ভর করছে অনেক কিছু। পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী,  শনিবার পর্যন্ত উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভানা রয়েছে। শুধু তাই নয়, উপকূলের জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। এর প্রভাব পড়বে কলকাতাতেও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় যত বেলা গড়াবে, বৃষ্টিপাতের সম্ভাবনা ততই বাড়তে পারে। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। ফলে আবহাওয়াবিদদের আশঙ্কা, ইডেনে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা (Australia vs South Africa) সেমি ফাইনাল ম্যাচ বিঘ্নিত হতে পারে বৃষ্টির জন্য।

হাওয়া অফিস জানিয়েছে, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.২ ডিগ্রির কাছে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ। এদিন দিনের বেলার থেকেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়বে কলকাতায়। ফলে এদিন অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা (Australia vs South Africa) ভেস্তে যেতে পারে। জানা গিয়েছে যদি ১৬ তারিখের ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায় তাহলে যেখানে এদিন খেলা শেষ হবে সেখান থেকে আগামীকাল অর্থাৎ ১৭ই নভেম্বর ফের খেলা হবে ইডেন গার্ডেন্স কলকাতা (Eden Gardens Kolkata)তে। তবে শুক্রবারও দুই এক পশলা মাঝারি বৃষ্টিপাতর সম্ভাবনা রয়েছে। ফলে শুক্রবারও ম্যাচ না খেলা হলে পয়েন্ট টেবিলের রাঙ্কিং অনুযায়ী বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলবে দক্ষিণ আফ্রিকা।

প্রসঙ্গত, বর্তমানে গভীর নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এই মুহূর্তে অবস্থান করছে মধ্য বঙ্গোপসাগরে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর তা উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। ওড়িশা উপকূলে অবস্থান করার পর তা এগোবে উপকূল বরাবর বাংলাদেশের দিকে। পরে যা শনিবার সন্ধ্যেয় বাংলাদেশের সুন্দরবন এলাকা দিয়ে বরিশালের দিকে যাবে। এই আবহে উপকূলবর্তী অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদের দ্রুত ফিরে আসার নির্দেশও দেওয়া হয়েছে। জানা গিয়েছে, উপকূলের এলাকাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।


IPL 2024 | বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে ইডেনের মুম্বই-কলকাতার ম্যাচ! খেলা না হলে প্রথম দল হিসাবে প্লে-অফ পাকা করতে পারবে কেকেআর?
Electric Bill Saving | গরমে নিশ্চিন্তে চালান এসি, ফ্যান, ফ্রিজ! কয়েকটি টোটকা মাথায় রাখলেই আসবে না ভয় ধরানো ইলেকট্রিক বিল!
Vande Bharat Metro | ৪৩৯.৫৭ কিমি রেলপথ পাড়ি দেবে মাত্র সাড়ে ৭ ঘণ্টায়! প্রকাশ্যে এলো বন্দে ভারত মেট্রোর প্রথম ঝলক! দেখুন ভিডিও!
Detox Water | তীব্র তাপদাহে বাড়ির বানানো ডিটক্স ওয়াটার খেয়ে চাঙ্গা করুন শরীর! কমবে ওজনও!
ছট পূজার ইতি বৃত্তান্ত | Everything about Chhat Puja in bengali
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download