Darjeeling Snowfall | দার্জিলিঙে মরশুমের প্রথম তুষারপাত! পেঁজা তুলোর মতো সান্দাকফুর চারিদিক ঢাকলো বরফে! দেখুন ছবি!

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

মরশুমের প্রথম তুষারপাত দার্জিলিং-সান্দাকফুতে। চারিদিক ঢাকলো সাদা বরফে। দেখুন তুষারপাতের ছবি।


চারিদিক যেন সাদা চাদরে মোরা। স্বপ্নের মতো মনে হলেও এ কিন্তু স্বপ্ন নয়, সত্যিই!  প্রথম তুষারপাত হল দার্জিলিঙে। বুধবার বিকেল থেকেই দার্জিলিংয়ে তুষারপাত (Darjeeling Snowfall) শুরু হয়েছে। সাদা বরফে ঢেকে গিয়েছে সেখানকার রাস্তাঘাট, বাড়িরই ছাদ, গাছের ডালপালা। দার্জিলিং শহর ও আশপাশের এলাকায় দিনভর মেঘলা আকাশ, সারাদিনে বেশ কয়েক পশলা বৃষ্টিও হয়েছে পাহাড়ে। বৃষ্টি নেমেছে সান্দাকফু (sandakphu) তেও।

দার্জিলিং শহরের তাপমাত্রা বর্তমানে ৫ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। টাইগার হিলে তাপমাত্রা আরও অনেক কম। পাশাপাশি সন্ধ্যাবেলা থেকেই শিলিগুড়িতে ঝিরি ঝিরি বৃষ্টি পড়তে শুরু করে। এই সময় শীত উপভোগ করতে অনেকেই দৌড় লাগান দার্জিলিং অফবিট জায়গা (Darjeeling Offbeat Places)তে বা সান্দাকফু ট্রেক (Sandakphu Trek) এ। দার্জিলিং অফবিট জায়গা (Darjeeling Offbeat Places) হিসেবে সান্দাকফু বেশ জনপ্রিয়। প্রত্যেক বছরের মতই এবছরেও এখানে ভিড় জমিয়েছেন বহু পর্যটকরা। ফলে যারা এই সময়ে ওই অঞ্চলে রয়েছেন তাদের এখন সোনায় সোহাগা।

Trending Updates

জানা গিয়েছে, ঘূর্ণাবর্তের জেরেই বিকেল থেকে পাহাড়ের কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। এদিকে পাহাড় ও সমতলেও অনেক জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মানেভঞ্জন থেকে সান্দাকফু (sandakphu) পর্যন্ত হচ্ছে বৃষ্টিপাত। শুক্রবারও বহু জায়গায় বৃষ্টিপাত হতে পারে বলে খবর। জানা গিয়েছে, সাদা বরফের আস্তরণে ঢেকেছে ফালুট , সিঙ্গলিলা রেঞ্জের একাধিক এলাকা। শুধু দার্জিলিং নয়, লেপচাজগৎ, সান্দাকফু, সিটং, ফালুটেও এই সময় বহু পর্যটক ভিড় সমান। ফালুটের আশেপাশেও হয়েছে তুষারপাত। উল্লেখ্য, সাধারণত মাঝ ডিসেম্বরের দিকে পাহাড়ে তুষারপাত হতে শুরু করে। তবে এবার বৃষ্টিপাতের কারণে ডিসেম্বরের শুরু থেকেই পাহাড়ে তুষারপাতের অনুকুল পরিবেশ তৈরি হয়েছিল। উত্তরের হোটেল ব্যবসায়ীরা জানাচ্ছেন, গত কয়েক দিন ধরেই হোটেল ব্যবসা বেশ রমরমিয়ে চলছে। স্বাভাবিকভাবেই দার্জিলিং তুষারপাত (Darjeeling Snowfall) ও সান্দাকফু তুষারপাত (Sandakphu Snowfall) খবর পেয়ে এই পাহাড়মুখী পর্যটকের ভিড় আরও বাড়তে চলেছে।

আজ বৃষ্টি নামতেই সান্দাকফু, ফালুট ও আশপাশের এলাকায় তুষারপাত হয়েছে। ট্রেকারদের স্বর্গরাজ্য সান্দাকফু-ফালুট। সান্দাকফু থেকে একশো আশি ডিগ্রিতে দেখা যায় বিশ্বের সর্বোচ্চ পাঁচ শৃঙ্গের মধ্যে চারটি। কাঞ্চনজঙ্ঘা-সহ গোটা স্লিপিং বুদ্ধা রেঞ্জ যেন হাতছানি দিয়ে ডাকে গোটা ট্রেক রুটে। আর সান্দাকফু পর্যন্ত পৌঁছলেই আকাশ পরিষ্কার থাকলে দেখা মিলে যায় এভারেস্ট, লোথসে, মাকালুর। ফলে প্রত্যেক বছরই সান্দাকফু ট্রেক (Sandakphu Trek) এ যান বহু ভ্রমণ পিপাসু। এ বছরেও ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছেন অনেকেই। তাদেরই হয়তো 'স্পেশ্যাল গিফট' এই তুষারপাত। তবে তুষারপাতের জেরে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে। ফলে সান্দাকফুতে এখন পর্যটকেরা অনেকেই ঘরবন্দি। রাতের দিকে তাপমাত্রা আরও কমতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File