আবহাওয়া

West Bengal Weather | বঙ্গোপসাগরে তৈরী হওয়া ঘূর্ণাবর্ত পরিণত হবে নিম্নচাপে! মঙ্গলবার থেকেই গোটা বঙ্গে বাড়বে বৃষ্টি!

West Bengal Weather | বঙ্গোপসাগরে তৈরী হওয়া ঘূর্ণাবর্ত পরিণত হবে নিম্নচাপে! মঙ্গলবার থেকেই গোটা বঙ্গে বাড়বে বৃষ্টি!
Key Highlights

বঙ্গোপসাগরে তৈরী হয়েছে ঘূর্ণাবর্ত। এর ফলে সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এই বর্ষণের পরিমাণ ক্রমশ বাড়বে সময়ের সঙ্গে।

 একদিন আগেই বঙ্গোপসাগরে তৈরী ঘূর্ণাবর্ত। যার জেরে সকাল থেকেই কয়েক ঘন্টা পর পর কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ ঢেকে যাচ্ছে কালো মেঘে। বিক্ষিপ্তভাবে হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও। বুধবার থেকে রবিবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। তবে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়লেও আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে।  জানুন পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) সম্পর্কে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) সূত্রে খবর, ইতিমধ্যেই পূর্ব মধ্য বঙ্গোপসাগরে মায়ানমার উপকূলে সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্ত। যা আগামী তিন দিনের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। এরপর শক্তি বাড়িয়ে ওড়িশা উপকূলের দিকে এগোতে থাকবে ঘূর্ণাবর্তটি। বিগত কয়েকদিন বঙ্গে সেভাবে বৃষ্টির দেখা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও দিনের বেলায় সঙ্গে সঙ্গে দেখা গিয়েছে চড়া রোদ, তীব্র গরম। তবে এবার বঙ্গোপসাগরে তৈরী হওয়া ঘূর্ণাবর্তের জেরে আগামী বেশ কয়েকদিন গোটা বঙ্গেই বৃষ্টি হবে (West Bengal Weather)।

 কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? । Weather in South Bengal:

এদিন, মঙ্গলবার সকালের দিকে বেশ কয়েক জেলায় আংশিক মেঘলা আকাশ ছিল।  ক্রমশ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। এদিন সারাদিনই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায়। এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব মেদিনীপুর, হাওড়া‌(Weather Howrah West Bengal), কলকাতা , হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া‌, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে দক্ষিণবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এক থেকে দুই দিনের মধ্যে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বুধবার থেকে শনিবারের মধ্যে আরও একটি বৃষ্টির স্পেল পেতে পারে দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবার ও শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই (West Bengal Weather) হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূল সংলগ্ন কলকাতা, হাওড়া (Weather Howrah West Bengal), হুগলি, সহ বেশ কয়েকটি জেলাতে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। জানা গিয়েছে, চলতি সপ্তাহ জুড়ে অর্থাৎ রবিবার পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে পারে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? । Weather in North Bengal:

দক্ষিণের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস (West Bengal Weather)। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং , আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর , দক্ষিণ দিনাজপুর , মালদায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মূলত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গল এবং বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া? । Weather in Kolkata :

কলকাতায় এদিন সকাল থেকে একবার মেঘাচ্ছন একবার রৌদ্রজ্বল আকাশ দেখা গিয়েছে। সকালে শহরের বেশ কিছু অংশে বৃষ্টিপাতও হয়েছে। তবে কমেনি আদ্রতাজনিত অস্বস্তি। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৩ থেকে ৯২ শতাংশ।

এদিন কলকাতায় দুপুর গড়াতেই কয়েক পশলা বৃষ্টি হয় শহরে। মঙ্গলবার, হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বৃহস্পতি অথবা শুক্রবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরী হওয়া ঘূর্ণাবর্তের জেরে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে (Andaman-Nicobar Islands) ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, আগামী তিন থেকে চার দিন, মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে এই অঞ্চলে। ফলে উত্তাল থাকবে আন্দামান সাগর। ইতিমধ্যেই আবহাওয়ার এই পরিস্থিতিতে আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের ১৪ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জার্ফি করা হয়েছে।