স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত হয়ে গেল বর্ধমান-হাওড়া লোকাল, আপাতত ট্রেন পরিষেবা ব্যাহত থাকছে

Monday, June 27 2022, 12:02 pm
highlightKey Highlights

বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে গেল বর্ধমান হাওড়া লোকাল ট্রেন। কারশেড থেকে প্ল্যাটফর্মে ঢোকার মুখে ঘটে যাওয়া এই ঘটনার জেরে ব্যাহত হয় ট্রেন পরিষেবা।


বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে গেল বর্ধমান হাওড়া লোকাল ট্রেন। সোমবার সকাল ১০টা ০৫ মিনিটে বর্ধমান হাওড়া লোকাল ট্রেনটি কারশেড থেকে প্ল্যাটফর্মের (Platform) দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় ট্রেনের একটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। কার্যত পাশের লাইনের উপর পড়ে যায় সেই কামরাটি। তবে সেই সময় ট্রেন কোনও যাত্রী না থাকায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেল কর্মী ও আধিকারিকরা। লাইনচ্যুত হয়ে যাওয়া কামরাটি সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে বলে জানা গিয়েছে। তবে সপ্তাহের প্রথম দিন এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ ছিল বর্ধমান হাওড়া কর্ড ও মেইন লাইনের ট্রেন চলাচল। পরে দ্রুততার সঙ্গে ট্রেন পরিষেবা স্বাভাবিক করা হয়। তবে কী কারণে এই ধরনের ঘটনা ঘটল তা জানা যায়নি। স্বাভাবিকভাবেই এই ব্যাপারে রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Trending Updates



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File