আবহাওয়া

সাগরে ঘূর্ণাবর্তের জেরে বৃদ্ধি পেল কলকাতার তাপমাত্রা! একনজরে দেখে নিন বাংলার জেলাগুলির আবহাওয়া

সাগরে ঘূর্ণাবর্তের জেরে বৃদ্ধি পেল কলকাতার তাপমাত্রা! একনজরে দেখে নিন বাংলার জেলাগুলির আবহাওয়া
Key Highlights

রাজ্য জুড়ে বর্তমানে হালকা শীতের আমেজ বিরাজ করছে। আগামী দুদিন সেরকম কোনও পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের আবহাওয়ার তবে তাপমাত্রা খানিক কমবে বলেই জানা গিয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন কোথাও কোথাও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তবে সেক্ষেত্রে কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।এদিন বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২২ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রারও বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

ফের ঘূর্ণাবর্ত দেখা দিল বঙ্গোপসাগরে, জানুন কলকাতার আবহাওয়া কেমন থাকবে

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে ২২ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দিন দুয়েক রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। দিন দুয়েক পর থেকে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলি বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে শীতের স্পেল বজায় থাকবে।

এদিন বিকেলে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শনিবার এই তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৮ শতাংশ।

এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ অবস্থান করছে। যার জেরে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশে হাল্কা থেকে মাঝারি, কোথাও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও ২৪ নভেম্বর নাগাদ উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

জানুন উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা

আসানসোল ১২.৪
বহরমপুর ১৪.৪
বাঁকুড়া ১৩.৯
বর্ধমান ১৬.২
কোচবিহার ১৩.২
দার্জিলিং ১০
কালিম্পং ১১.৫
দিঘা ১৭.৪
কলকাতা ১৯.২
দমদম ১৮.৬
কৃষ্ণনগর ১৭
মালদহ ১৭.৪
মেদিনীপুর ১৬.৬
শিলিগুড়ি ১৫.৮
শ্রীনিকেতন ১৩.৭
সুন্দরবন ১৭.৫

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা জেনে নিন একনজরে

আসানসোল (২৮.৪)
বহরমপুর (২৮)
বাঁকুড়া (২৮.৬)
বর্ধমান (৩০)
কোচবিহার (৩১.১)
দার্জিলিং (১৮.৪)
কালিম্পং (২১)
দিঘা (২৮.৭)
কলকাতা (২৮.৬)
দমদম (২৮.৫)
কৃষ্ণনগর (২৮.২)
মালদহ (২৮.৩)
মেদিনীপুর (২৮)
শিলিগুড়ি (৩১.৭)
শ্রীনিকেতন (২৮)
সুন্দরবন (২৮.৫)




Tripura-Bangladesh | হোটেল ও ফুড আউটলেটে পরিষেবা নয়! বাংলাদেশিদের জন্য দরজা 'বন্ধ' করলো ত্রিপুরা
Kolkata Metro | আর ৫টাকা নয়, মেট্রোতে উঠলেই নূন্যতম ভাড়া পড়বে ১৫টাকা! কোন রুটে, কবে থেকে লাগু হবে নিয়ম?
Uber in Dal Lake | ডাল লেকেও এবার Uber! এশিয়ায় এই প্রথম জলপথে ভ্রমণের জন্য নৌকা পরিষেবা দেবে Uber
East Bengal | 'পূর্বপুরুষের শিকড় পূর্ববঙ্গ'..বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন 'ওপার বাংলার দল' ইস্টবেঙ্গল
Devendra Fadnavis | মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবীশের নাম ঘোষণা! উপমুখ্যমন্ত্রী পদ পেয়ে ক্ষুব্ধ একনাথ শিন্ডে?
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo