মমতা ব্যানার্জী

রাজ্যের মুকুটে ফের নয়া পালক, মমতা বন্দ্যোপাধ্যায়ের "লক্ষ্মীর ভাণ্ডার" প্রকল্প স্কচ অ্যাওয়ার্ড পেল

রাজ্যের মুকুটে ফের নয়া পালক, মমতা বন্দ্যোপাধ্যায়ের "লক্ষ্মীর ভাণ্ডার" প্রকল্প স্কচ অ্যাওয়ার্ড পেল
Key Highlights

স্কচ অ্যাওয়ার্ডে সম্মানিত করা হল রাজ্যের সাধারণ গৃহবধূদের জন্য তৈরী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে। এই সম্মান লাভের পর কী জানালেন রাজ্যের উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী?

রাজ্যের মুকুটে যুক্ত হল আরও এক নয়া পালক। এবার স্কচ অ্যাওয়ার্ডে ভূষিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরী বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। নারী ও শিশুকল্যাণ বিভাগে এই পুরস্কার লাভ করলো বাংলার এই সমাজকল্যাণমূলক প্রকল্পটি। শুক্রবার রাতে টুইট করে রাজ্যবাসীকে সেই সুখবর দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বিশেষ সম্মান লাভের পর লক্ষ্মী ভান্ডার নিয়ে আর কী কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী আসুন জেনে নেওয়া যাক

গর্বের এই মুহূর্তের কথা টুইট করে রাজ্যবাসীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি, পশ্চিমবঙ্গ সরকারের সমাজকল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নারী ও শিশুকল্যাণ বিভাগে স্কচ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে। নারী ক্ষমতায়ন সবসময়ই আমাদের কাছে অগ্রাধিকার। এই স্বীকৃতি শুধুমাত্র সরকারের নয়, রাজ্যের ১ কোটি ৮০ লাখ ক্ষমতাশালী মহিলার।"

উল্লেখ্য, ২০২০ সালে 'দুয়ারে সরকার' কর্মসূচির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। রাজ্যের মহিলাদের হাতে মাসিক ৫০০ টাকা করে তুলে দেওয়ার এই প্রকল্প মাত্র এক মাসের মধ্যেই জলপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়। এক মাসেই দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনপত্রের সংখ্যা ছাড়ায় প্রায় এক কোটি। ২০২১ সালে অ্যাওয়ার্ড অব এক্সেলেন্সে সম্মানিত করা হয় দুয়ারে সরকার কর্মসূচিকেও। দুয়ারে সরকারের ক্যাম্পে প্রকল্পের নিরিখে এগিয়ে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত গৃহকর্ত্রীদের হাতে সামান্য ক্ষমতা দেওয়ার লক্ষ্যে এবং মহিলাদের সাবলম্বী করার জন্য এই প্রকল্প চালু করা হয়।

আগামী ১ নভেম্বর থেকে ফের একবার রাজ্যে শুরু হতে চলেছে 'দুয়ারে সরকার' কর্মসূচি। যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। ফলে ফের একবার মমতা সরকারের এই মাসিক হাতখরচের প্রকল্পের জন্য আবেদনের সুযোগ পাবেন 'ঘরের লক্ষ্মীরা'। উল্লেখ্য, এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাবদ ৫০০ টাকা করে পান মহিলারা। তবে সম্প্রতি একাধিক সূত্র মারফত দাবি করা হয়েছে, এই টাকার পরিমাণ বাড়তে চলেছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অঙ্ক মাসিক ৫০০টাকা থেকে বেড়ে তা ৭০০ কিংবা ৭৫০ টাকা হতে পারে। যদিও এই মর্মে সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও তথ্য দেওয়া হয়নি। ফলে আগামী পর্বের লক্ষ্মীর ভাণ্ডারেও আপাতত ৫০০ টাকা করেই পাবেন মহিলারা। 



International Space Station | 'স্পেস স্টেশন' ধ্বংস করে প্রশান্ত মহাসাগরে ফেলে দেবে NASA! মহাকাশে তৈরী হবে 'নতুন শহর'!
India vs Singapore | সিঙ্গাপুরের কাছে ২:১এ হার, এশিয়া কাপে স্বপ্ন শেষ ভারতীয় দলের
Arshad Nadeem | পিএসবির বিরোধিতা, জ্যাভলিন তারকা আরশাদের কোচকে আজীবন নির্বাসন পাকিস্তান স্পোর্টস বোর্ডের!
Border Security Force | বিএসএফের প্রথম মহিলা ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত হলেন ভাবনা চৌধুরী!
Artificial Intelligence | এবার ক্লাস 'থ্রি' থেকেই দেওয়া হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI-র) পাঠ, উদ্যোগী শিক্ষামন্ত্রক
Afghanistan–Pakistan | অশান্ত পাক-আফগান সীমান্ত ডুরান্ড লাইন, দুপক্ষের গোলা-গুলিতে মৃত ১২ পাক-সেনা
Weather Update | বৃষ্টির করাল কবল থেকে রেহাই? একনজরে কলকাতার আজকের আবহাওয়া