রাজনৈতিক

কমছে না বুকের ব্যথা, এসএসকেএম থেকে রামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হল অনুব্রতকে

কমছে না বুকের ব্যথা, এসএসকেএম থেকে রামরিক হাসপাতালে  স্থানান্তরিত করা হল অনুব্রতকে
Key Highlights

হাসপাতাল থেকে বের করা হচ্ছে অনুব্রত মণ্ডলকে। কিছু বিশেষ শারীরিক পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় অ্যানেক্স রামরিক হাসপাতালে।

দু’সপ্তাহ আগে কলকাতায় এসে সিবিআই দফতরে যাওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। তবে শারীরিক অসুস্থতার কারণে তাকে সেই মুহূর্তে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। বুকের চাপ এবং ব্যথা না কমায় বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রতকে সিটি অ্যানজিও করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ওই পরীক্ষার জন্য বুধবার এসএসকেএম থেকে অ্যাম্বুল্যান্সে করে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমের অ্যানেক্স রামরিক হাসপাতালে। 

কী কী সমস্যায় ভুগছেন তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল? জেনে নিন সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপ

বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে দু’সপ্তাহ আগে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন অনুব্রত। এছাড়াও উচ্চ রক্তচাপ, স্লিপ অ্যাপনিয়া ও সংক্রমণ-সহ  তাঁর শরীরে একাধিক সমস্যা রয়েছে। এর আগে ফুসফুসের পরীক্ষা করা হয়েছিল অনুব্রতর। কিন্তু বুকে ব্যাথা এবং শ্বাসকষ্ট না কমায় সিটি অ্যানজিও করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যাচ্ছে সিটি অ্যান্জিও-র রিপোর্ট আসতে সময় লাগবে দিন দুয়েক। মূলত হৃদ্‌যন্ত্রে কোনও ব্লকেজ আছে কি না, রক্ত সরবরাহের ধমনীতে ক্যালসিয়াম জমছে কি না, সেটা দেখার জন্য আজ সিটি অ্যান্জিও কারার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও অল্প হাঁটাচলা করলেই হাঁফ ধরে যাওয়ার সমস্যা হচ্ছে সভাপতি অনুব্রত মণ্ডলের। এই পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।


Narendra Modi | ছাব্বিশের নির্বাচনই পাখির চোখ, চতুর্থবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী মোদী
Arunachal Pradesh | অরুণাচলের সরকারি স্কুলে লাগলো আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত তৃতীয় শ্রেণীর ছাত্র, আহত ৩
Sourav Ganguly | নতুন ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়, দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে কোচ হিসেবে যোগ দিলেন তিনি
Ukraine-Russia War | রাশিয়ার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট লক্ষ্য করে ড্রোন হামলা করলো ইউক্রেন
SSC | পরীক্ষার ডেট পেছোতে নারাজ এসএসসি, সুপ্রিম দরবারে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ
Barasat-Bangaon Flyover | বারাসাত থেকে বনগাঁ অবধি হবে নতুন ফ্লাইওভার, দুঘন্টার বদলে ৪০ মিনিটে পৌঁছবেন গন্তব্যে
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla