লাইফস্টাইল

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে হেলথ ম্যানেজার পদে নিয়োগ | West Bengal Health Manager Recruitment 2021

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে হেলথ ম্যানেজার পদে নিয়োগ |  West Bengal Health Manager Recruitment 2021
Key Highlights

রাজ্যে পাবলিক হেলথ ম্যানেজার পদের জন্য বিস্তারিত উল্লেখ করা হল

ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে এই চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানেই এক বিজ্ঞপ্তিতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে পাবলিক হেলথ ম্যানেজার পদের নিয়োগের তথ্য ও প্রকাশিত হয়েছে।

এই নিয়োগ সম্পর্কিত সব তথ্য জানুন বিস্তারিতভাবে:

পদের নামঃ

পাবলিক হেলথ ম্যানেজার (Public Health Manager)

নিয়োগের নোটিশ নম্বর:

SHFWS/2021/237 (এস এইচ এফ ডব্লিউ এস /২০২১/২৩৭)

শুন্যপদঃ

৬৭ (SC-22, ST-8, OBCA-10, OBCB-4, UR-19, PWD-4)

বয়স:

আবেদনকারীর বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।

বেতনঃ 

৩৫,০০০ টাকা প্রতি মাস পিছু।

শিক্ষাগত যোগ্যতাঃ

  • সোশ্যাল সায়েন্সে গ্র্যাজুয়েশন পাশ সঙ্গে পাবলিক হেলথ/কমিউনিটি হেলথ/প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে মাস্টার্স করা থাকতে হবে।
  • নার্সিং/ডেন্টালে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
  • জীবন বিজ্ঞান/ইকোনমিক্স  বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ করতে হবে।
  • সোশ্যাল সায়েন্স গ্র্যাজুয়েশন পাস করার সাথে হিউম্যান রিসোর্স/হেলথ কেয়ার বিষয়ে MBA করা থাকতে হবে।

উক্ত ৪টি পয়েন্টের মধ্যে যেকোনও একটি যোগ্যতা থাকলেই আবেদনকারী আবেদন করতে পারবেন। 

নিয়োগ প্রক্রিয়াঃ

  • শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
  • মোট ১০০ নম্বরের মতলিখিত পরীক্ষায় থাকবে ৭৫ নম্বর, কম্পিউটার টেস্টে ১৫ নম্বর এবং অভিজ্ঞতায় থাকবে ১০ নম্বর।
  • যারা মোট নম্বরের ৫০% পাবে তারা চাকরির জন্য নির্বাচিত হবেন।

নিয়োগের স্থানঃ

পশ্চিমবঙ্গের যেকোনো মিউনিসিপাল কর্পোরেশনে নিয়োগ করা হবে। 

আবেদন প্রক্রিয়াঃ

  1. পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  2. আবেদন করার লিংকে ক্লিক করে প্রথমে আবেদনকারীকে তার মোবাইল নম্বর এবং একটি ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  3. তারপর দরকারি এবং সঠিক তথ্য পূরন করে আবেদন করতে হবে।
  4. ওয়েবসাইটটি হল https://www.wbhealth.gov.in/ 

আবেদন ফি: 

জেনারেল প্রার্থীদের জন্য মাথাপিছু আবেদন ফি বাবদ লাগবে ১০০ টাকা এবং ST, SC, OBC অর্থাৎ সংরক্ষিত শ্রেনিদের জন্য লাগবে ৫০ টাকা।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হল ২৬শে নভেম্বর, ২০২১। 

আপনি যদি উক্ত পদের জন্য যোগ্য প্রার্থী হন, তাহলে আর অপেক্ষা না করে আবেদন করে ফেলুন। 

বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।


RG Kar Doctor Death | অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষ খাইয়ে খুন? আরজি কর হাসপাতালের চিকিৎসককের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য
Weather Update | কাটছে ঘূর্ণাবর্ত, স্বস্তিতে মহানগর, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Kolkata Metro | কবি সুভাষের পর এবার শহীদ ক্ষুদিরাম! পুজোর মুখে টালিগঞ্জ থেকেই ফিরে যাবে ৩২টি ট্রেন
UNESCO | UNESCO-র মেমোরি অব ওয়ার্ল্ড রেজিস্টারে জায়গা করলো শ্রীমদ্ভগবৎ গীতা ও ভরত মুনির নাট্যশাস্ত্র!
Mahatma Gandhi | ৩০সে জানুয়ারির দশ দিন আগেও গান্ধীজির ওপর হামলা করে নাথুরামরা! জানুন 'মহাত্মা'র মৃত্যু ও তাঁর ওপর হওয়া হামলা সম্পর্কে না জানা তথ্য!
Basic Mountaineering Course | পাহাড় ছোঁয়ার স্বপ্ন পূরণ করতে চান? দেখুন কীভাবে করবেন বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স!
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo