WB Free Tablet Scheme | 'ফ্রি ট্যাবলেট স্কিম ২০২১'~ ছাত্রছাত্রীদের জন্য এক অভিনব উদ্যোগ !

Wednesday, May 11 2022, 7:16 am
highlightKey Highlights

রাজ্যের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চালু হল ওয়েস্ট বেঙ্গল ফ্রি ট্যাবলেট স্কিম।


ভূমিকা | Introduction of WB Free Tablet Scheme

ওয়েস্ট বেঙ্গল ফ্রি ট্যাবলেট স্কিম ২০২১ বা তরুনের স্বপ্ন” প্রকল্প হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি অভিনব উদ্যোগ যার মাধ্যমে রাজ্যের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ১০ হাজার টাকা করে প্রদান করা হয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। বিশেষ তাৎপর্যপূর্ণ এই তরুনের স্বপ্ন প্রকল্পটি (Taruner Swapno Scheme) গত বছর থেকে রাজ্য সরকার চালু করেছে। করোনা পরিস্থিতির জেরে স্কুলের স্বাভাবিক ক্লাস বন্ধ , তাই পরিস্থিতি বিচার করে পড়াশোনার ধরন ধারণ বর্তমানে অনলাইন ক্লাসের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। মহামারীর কারণে সারা বিশ্বে যে যে বিভাগগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে শিক্ষা হল অন্যতম । তাই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন পঠন পাঠনে সাহায্য করার জন্য, পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন স্কুলে অধ্যয়নরত প্রায় 9.5 লক্ষ শিক্ষার্থীদের বিনামূল্যে ট্যাবলেট সরবরাহ করছে। সরকারের দ্বারা পরিচালিত এই ফ্রি ট্যাবলেট স্কিমে, বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে ১২ ম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা অনলাইনে তাদের শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য এভাবে বিনামূল্যে ট্যাবলেট লাভ করে প্রভূত উপকৃত হবে এবং অনলাইনে ক্লাস করতে যাতে পড়ুয়াদের অসুবিধার সম্মুখীন হতে না হয় তাই সরকার ট্যাব বা স্মার্টফোন (West Bengal Free Tab scheme) কিনতে এই অর্থ প্রদান করছে ।

প্রকল্পটির শুভারম্ভ | The launch of the Free Tablet Scheme

Trending Updates

ফ্রি ট্যাবলেট স্কিম ২০২১, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ৩রা ডিসেম্বর ২০২০ তে ঘোষণা করা হয়। এই স্কিমে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ট্যাব সরবরাহ করবে।

WB Free Tablet Scheme
WB Free Tablet Scheme

পশ্চিমবঙ্গ বিনামূল্যে ট্যাবলেট প্রকল্প 2021এর উদ্দেশ্য | The purpose of Free Tablet Scheme

পশ্চিমবঙ্গে দারিদ্র্যের হার অনেক বেশি এবং প্রতিটি শিক্ষার্থীর পরিবার শুধুমাত্র অনলাইন অধ্যয়নের কারণে ট্যাবলেট বা কম্পিউটার ক্রয় করার খরচা বহন করতে পারে না। ট্যাবলেট স্কিমের প্রধান উদ্দেশ্য হল সরকারী বিদ্যালয়, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসার ক্লাস ১২ 'র শিক্ষার্থীদের শিক্ষা সম্পূর্ণ করার জন্য বিনামূল্যে ট্যাবলেট সরবরাহ করা। আরেকটি উদ্দেশ্য হল যে কোনও পরিস্থিতিতেই ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করা কারণ এটি একজন শিক্ষার্থীর জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। দারিদ্র্যের কারণে যে সকল শিক্ষার্থীরা শিক্ষা লাভ করতে পারছি না অর্থের অভাবে ,তাদের সবাইকে অনলাইন শিক্ষা প্রদান করা হবে। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী এই অঞ্চলের বাসিন্দাদের আরও অনেক সুবিধা প্রদান করার পরিকল্পনা নিয়েছে যেমন আসন্ন বিধানসভা নির্বাচনের কারণে, সরকার পশ্চিমবঙ্গ রাজ্যের কয়েকটি শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি সংস্থাকে সম্প্রসারণ করার পরিকল্পনা নিয়েছে। সরকার বেঙ্গল সিলিকন ভ্যালি হাব -এ আইটি অফিস স্থাপনের জন্য ২০ টি প্রস্তাবও দিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দাদের আইটি সুবিধা প্রদানের জন্য 3000 কোটি টাকা বিনিয়োগ করবে।

পশ্চিমবঙ্গ রাজ্যের অফিসিয়াল সাইট | Official website of WB Free Tablet Scheme

ট্যাবলেটের মাধ্যমে পড়ুয়ারা শিক্ষা নিচ্ছে 
ট্যাবলেটের মাধ্যমে পড়ুয়ারা শিক্ষা নিচ্ছে 

পশ্চিমবঙ্গ বিনামূল্যে ট্যাবলেট স্কিম ২০২১ এর সুবিধা | Benefits of Free Tablet Scheme in West Bengal

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় প্রবর্তিত এই প্রকল্পের অধীনে মানুষকে অনেক সুবিধা প্রদান করা হবে।

  1. এই প্রকল্পে, প্রায় ৯.৫ লক্ষ শিক্ষার্থীরা বিনামূল্যে ট্যাবলেট পাবে। 
  2. সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসায় পড়াশোনা করা শিক্ষার্থীরাও বিনামূল্যে ট্যাবলেট পাবে। এটাও বলা হয় যে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার দেওয়া হবে যাতে অনলাইন শিক্ষা সম্ভব হয়ে ওঠে। 
  3. ৩৬০০০ সরকারী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়কে এই সুবিধা প্রদান করা হবে।
  4. ১৪০০০ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ৬০০ টিরও বেশি মাদ্রাসাকে এই প্রকল্পের সুবিধা প্রদান করা হবে।
  5. বরাদ্দ ১০,০০০ টাকা দিয়ে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা একটি স্মার্টফোন বা ট্যাব কিনতে পারবে এবং সেটি দিয়ে অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য এবং বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য অনলাইনে পড়াশোনা করতে ব্যবহার করতে পারে।
  6. শিক্ষার্থীদের এই ট্যাব আজীবন প্রদান করা হবে এবং শিক্ষার্থীরা এই সুবিধার মাধ্যমে তাদের স্নাতক পর্যন্ত শিক্ষা লাভ করতে পারবে।
  7. আগামী ২০২১ সালের জানুয়ারি মাস থেকে রাজ্য সরকারী কর্মচারীদের জন্য পার্থক্য মহার্ঘ ভাতা সহ অন্যান্য সুবিধাও দিচ্ছেন মুখ্যমন্ত্রী।
রাজ্য শিক্ষা দপ্তর
রাজ্য শিক্ষা দপ্তর

ফ্রি ট্যাবলেট স্কিমটির ক্ষেত্রে যোগ্যতার মানদণ্ড | Eligibility criteria for Free Tablet Scheme

স্কিমের জন্য আবেদন করার জন্য আবেদনকারীদের নিম্নলিখিত যোগ্যতার মানদণ্ড অনুসরণ করতে হবে:-

  1. আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. একজন আবেদনকারীকে অবশ্যই একটি সরকারী স্কুল বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বা মাদ্রাসায় পড়াশোনা করতে হবে।
  3. আবেদনকারীকে অবশ্যই দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করতে হবে।
  4. সমস্ত উৎস থেকে আবেদনকারীর বার্ষিক আয় বার্ষিক ২০০০০০ টাকার বেশি হওয়া উচিত নয়।
  5. আবেদনকারীকে অবশ্যই পূর্বের সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

প্রয়োজনীয় নথি | Required documents for Free Tablet Scheme

বিভিন্ন ধরণের আই-প্যাড 
বিভিন্ন ধরণের আই-প্যাড 

স্কিমের জন্য আবেদন করার সময় নিম্নলিখিত নথির প্রয়োজন:-

  1. আধার কার্ড
  2. স্কুল আইডি কার্ড
  3. আবাসনের সার্টিফিকেট
  4. ঠিকানা প্রমাণ
  5. কার্যকরী মোবাইল নম্বর
  6. পাসপোর্ট সাইজের ছবি
  7. স্ক্যান করা স্বাক্ষর

পশ্চিমবঙ্গ ফ্রি ট্যাবলেট স্কিম 2021 এর আবেদন প্রক্রিয়া | Application process for Free Tablet Scheme

পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা চালু পশ্চিমবঙ্গ ফ্রি ট্যাবলেট স্কিম ২০২১ এর জন্য একটি নিজস্ব পোর্টাল এখনও সাধারণ মানুষের জন্য চালু করা হয়নি। শিক্ষার্থীরা এই স্কিমের জন্য আবেদন করতে আগ্রহী কিন্তু পোর্টালের অনুপলব্ধির কারণে তারা তা করতে পারছে না। পোর্টালটি বের হওয়ার সাথে সাথেই সেই ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খ ভাবে জানানো হবে সরকারি তরফ থেকে।

পশ্চিমবঙ্গ তরুনের স্বপ্ন প্রকল্প ২০২১ এর রূপায়ণ | Implementation of WB Taruner Swapno Scheme

অনলাইনে ক্লাস করার জন্য বর্তমানে যারা দ্বাদশ শ্রেনীতে পড়াশোনা করেছে তাদের “তরুনের” স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ১০ হাজার টাকা দেওয়া হয়ে থাকে। এই টাকা যাতে দ্রুত পড়ুয়াদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা চালাচ্ছে শিক্ষা দপ্তর।

বিভিন্ন ধরণের ট্যাবলেট 
বিভিন্ন ধরণের ট্যাবলেট 

শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে যে এর মধ্যে প্রায় ৩ লক্ষ পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জমা পড়েনি। রাজ্যের মাদ্রাসা ছাড়া ৬৪০৭ টি স্কুলের দ্বাদশ শ্রেনীর ছাত্র ছাত্রীরা এই অনুদান পাবে।এমন মোট ছাত্র সংখ্যা প্রায় ৮.১৪ লক্ষ উপস্থিত পশ্চিমবঙ্গে। এদের মধ্যে প্রায় ৫.২০ লক্ষ পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দপ্তরের জমা পড়েছে। তবে এখনও পর্যন্ত প্রায় ৩ লক্ষ পড়ুয়াদের তথ্য জমা পড়েনি। সমস্ত স্কুল তথ্য জমা না পড়ায় “তরুনের স্বপ্ন” প্রকল্পের কাজ স্থগিত রয়েছে।তাই যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকাউন্টের তথ্য জমা করার জন্য দপ্তরের পক্ষ থেকে “অতীব জরুরী” নির্দেশ জারি করা হয়েছে।

পশ্চিমবঙ্গ ফ্রি ট্যাবলেট স্কিম ২০২১ বা তরুনের স্বপ্ন প্রকল্প ২০২১ এর আবেদন| Application for West Bengal Free Tablet Scheme 2021 or Taruner Swapno Scheme 2021

উক্ত স্কিমের জন্য আবেদন করার জন্য, আবেদনকারীর ব্যাঙ্কের ডিটেলসের বিস্তারিত তথ্য স্কুল প্রশাসনের কাছে জমা দিতে হবে যখন তারা তা চেয়ে পাঠাবেন।

প্রকল্পের প্রাথমিক কর্মসূচি | Preliminary program of Taruner Swapno Scheme

প্রকল্পটি রূপায়ণ হওয়ার সাথে সাথে এ বছরের দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্র ছাত্রীদের প্রকল্পের (Taruner Swapno) নির্ধারিত অর্থ দেওয়ার প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। ২০২১ সালে যেসব পড়ুয়ারা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেনীতে উত্তীর্ণ হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষা দপ্তরে জমা করা হয়েছে এবং এখনো সেই প্রক্রিয়া চালু আছে ।

আবেদন করার নিয়ম | Application process for Taruner Swapno Scheme

এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য আলাদা ভাবে আবেদন করার প্রয়োজন নেই।সমস্ত দ্বাদশ শ্রেণীর ব্যাঙ্কের অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ স্কুল কর্তৃপক্ষ ছাত্রদের কাছ থেকে সংগ্রহ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্ৰহণ করবেন। যেসমস্ত ছাত্র ছাত্রীরা তাদের অ্যাকাউন্টের বিবরনী স্কুলে জমা করেনি তাদের নিজের স্কুলে উক্ত তথ্যাবলী জমা করলেই হবে।

প্রশ্নোত্তর - Frequently Asked Questions

পশ্চিমবঙ্গ তরুনের স্বপ্ন প্রকল্প বা ফ্রি ট্যাবলেট স্কিম ২০২১ কি?

ফ্রি ট্যাবলেট স্কিম ২০২১ বা তরুনের স্বপ্ন প্রকল্প হল পশ্চিমবঙ্গের দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের বিনামূল্যে ট্যাব বা স্মার্টফোন দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প।

ফ্রি ট্যাবলেট স্কিম ২০২১ প্রকল্পের অধীনে শিক্ষার্থিদের কত টাকা দেওয়া হয়?

উপরোক্ত প্রকল্পে, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন শিক্ষার জন্য ট্যাব কেনার জন্য ১০০০০ টাকা প্রদান করা হয়।

ফ্রি ট্যাবলেট স্কিম ২০২১ পশ্চিমবঙ্গ সরকার কবে ঘোষণা করে?

ফ্রি ট্যাবলেট স্কিম ২০২১ পশ্চিমবঙ্গ সরকার ৩রা ডিসেম্বর ২০২০ তে ঘোষণা করে।

স্কিমের জন্য আবেদন করার সময় কি কি নথির প্রয়োজন ?

**আধার কার্ড **স্কুল আইডি কার্ড **আবাসনের সার্টিফিকেট **ঠিকানা প্রমাণ **কার্যকরী মোবাইল নম্বর **পাসপোর্ট সাইজের ছবি **স্ক্যান করা স্বাক্ষর




Contents ( Show )

পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File