কলকাতা হাইকোর্ট

শুকনো নদীতে জলদূষণ! মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সভার অনুমোদনে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

শুকনো নদীতে জলদূষণ! মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সভার অনুমোদনে হস্তক্ষেপ করল না হাইকোর্ট
Key Highlights

আগামী ১লা জুন বাঁকুড়ার সতীঘাটে দলীয় কর্মিসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সতীঘাটের এই সভাস্থল ঘিরেই ইতিমধ্যে বিতর্কও শুরু হয়ে গিয়েছে।

বাঁকুড়ায় গন্ধেশ্বরীর চরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আর কোনও বাধা থাকল না। সভাস্থল বদলের আর্জি জানিয়ে যে জনস্বার্থ মামলা হয়েছিল, তাতে কোনও অন্তবর্তী নির্দেশ দিল না কলকাতা হাই কোর্ট।


২০২১-এর বিধানসভা নির্বাচনের পর এই প্রথম বার বাঁকুড়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী ৩১ মে পুরুলিয়া থেকে তিনি বাঁকুড়ায় যাবেন। ওই দিন বাঁকুড়ার রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি ১ জুন বাঁকুড়ার সতীঘাটে দলীয় কর্মিসভা করবেন মুখ্যমন্ত্রী। সতীঘাটের এই সভাস্থল ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

আদালত জানিয়ে দিল, এই মামলায় এখনই হস্তক্ষেপের প্রয়োজন নেই। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, যেখানে সভা হওয়ার কথা, সেই জায়গা এখন শুকনো। তাই, নদীর জল দূষিত হওয়ার প্রশ্নই নেই।