রাজ্য

বড়সড় রদবদল রাজ্যের মন্ত্রিসভায়, মন্ত্রী হবার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টার

বড়সড় রদবদল রাজ্যের মন্ত্রিসভায়, মন্ত্রী হবার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টার
Key Highlights

কারা আজ নতুন মন্ত্রী হবেন এবং কাদের দলের কাজে নিয়ে আসা হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে।

বুধবার রাজ্য মন্ত্রিসভার রদবদল হল। আজ বিকেল চারটে নাগাদ রাজভবনে শপথ নেয় রাজ্যের কয়েকজন নতুন মন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই রদবদলের কথা জানিয়ে দিয়েছিল। তবে কারা নতুন মন্ত্রী হচ্ছেন, তা তখন তিনি জানাননি।

কারা নতুন মন্ত্রী হলেন এবং দলের কাজে কাদের নিযুক্ত করা হল, তা নিয়ে যথেষ্ট কৌতূহলী রাজনৈতিক মহল

সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডের প্রয়াণ এবং পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারির পর অনেকগুলি দপ্তরের মন্ত্রীত্বের আসন শূন্য পড়ে রয়েছে। সেই দায়িত্ব সামলাতেই নতুন পাঁচ-ছ'জনকে মন্ত্রিসভায় আনা হবে। আর বর্তমান মন্ত্রিসভা থেকে চার-পাঁচজনকে দলের কাজে ব্যবহার করা হবে বলে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য মন্ত্রিসভায় ৪৪ জন সদস্যের মধ্যে আপাতত তিনটি আসন শূন্য রয়েছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, কয়েকজন বিধায়ককে আজ শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ফোন করা হয়েছিল মুখ্যসচিবের অফিস থেকে। এই তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, পাঁশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী এবং হুগলির জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। তাঁরা ফোন পাওয়ার কথা স্বীকারও করেছেন। এ ছাড়াও উত্তর ২৪ পরগনার পার্থ ভৌমিক, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, কোচবিহারের উদয়ন গুহ, হরিশচন্দ্রপুরের তাজমুল হোসেন, উত্তর দিনাজপুরের সত্যজিত বর্মনের মতো বেশ কয়েকজনের নাম নিয়েও জল্পনা রয়েছে। যদিও এঁরা কেউই রাজভবনে আমন্ত্রণ প্রাপ্তির কথা স্বীকার করেননি। তবে সত্যজিৎ জানান, তাঁকে আজ কলকাতায় থাকতে বলা হয়েছে।


Kolkata Drug Ring | খাস কলকাতায় রমরমিয়ে চলছিল আন্তর্জাতিক মাদকচক্র! গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার ৩ মহিলা সহ ১০
Dakhineswar Metro Murder | ভরসন্ধ্যায় দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পড়ুয়াকে কুপিয়ে খুন! বিধ্বস্ত পরিবার
Diabetes Cure | ডায়াবিটিস রোগকে সম্পূর্ণভাবে নিরাময় করার যুগান্তকারী আবিষ্কার করলেন চীনা গবেষকরা
Basic Mountaineering Course | পাহাড় ছোঁয়ার স্বপ্ন পূরণ করতে চান? দেখুন কীভাবে করবেন বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স!
জলের পাইপ ফেটে উত্তর ও মধ্য কলকাতার একাংশে পানীয় জলের সঙ্কট
রাতভর বোমাবাজি পটাশপুরে, প্রথম দফার ভোট শুরুর আগেই উত্তপ্ত বঙ্গ
ঊর্ধ্বমুখী সোনা-রূপোর দাম ,শনিবার ও রবিবার কাটিয়ে সোমবার সোনার বাজার কিছুটা চড়া