Breaking News | উত্তেজনা ছড়ানোর অভিযোগে ৮০০০ ভারতীয় অ্যাকাউন্ট বন্ধ করতে চলেছে X !

খবরের দুনিয়ার প্রতিটি দিক – রাজ্য, দেশ, বিশ্ব, খেলা, বিনোদন ও আরও অনেক কিছুর তাজা ব্রেকিং খবর সরাসরি বেঙ্গলBYTE-এ!
সকাল ০৯:৫৫: ৯ই মে | উত্তেজনা ছড়ানোর অভিযোগে ৮০০০ ভারতীয় অ্যাকাউন্ট বন্ধ করতে চলেছে X !
এবার ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া কোম্পানি Xকে ভারতে ৮০০০এর কাছাকাছি অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। নির্দেশ না মানলে এক্স এর বিরুদ্ধেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এক্স এর গ্লোবাল গভর্মেন্ট অ্যাফেয়ার্স টিম সূত্রে খবর, শুধুমাত্র ভারতে ৮ হাজারেরও বেশি অ্যাকাউন্ট ব্লক করছে এক্স।

সকাল ০৯:৫৫: ৯ই মে | 'সরাসরি হস্তক্ষেপ করবে না আমেরিকা', ভারত-পাক যুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
ভারত পাকিস্তান সংঘাতে এবার আমেরিকার অবস্থান স্পষ্ট করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ”আমরা যেটা করতে পারি সেটা হল ওদের উত্তেজনা প্রশমিত করতে চেষ্টা করা। কিন্তু এমন সংঘাতে জড়াব না যা আমাদের বিষয় নয়। এর সঙ্গে আমেরিকার নিয়ন্ত্রণ করার ক্ষমতার কোনও সম্পর্ক নেই।"

সকাল ০৯:১২: ৯ই মে | যুদ্ধকালীন পরিস্থিতিতে চাপের মুখে পাকিস্তান, বদলে গেলো পাক-সেনাপ্রধান
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনীরকে নাকি সর্বোচ্চ পদ থেকে সরানো হচ্ছে। তাঁর জায়গায় শামশাদ মির্জাকে করা হতে পারে নতুন পাক সেনাপ্রধান। মুনীরের বিরুদ্ধে পাক সেনার অন্দরে বিদ্রোহ ঘোষণা হতেই এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান কতৃপক্ষ। অভিযোগ, নিজের স্বার্থসিদ্ধি করতে দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিলেন যাচ্ছিলেন মুনীর।

সকাল ০৮:৪০: ৯ই মে | নিরাপত্তার কড়াকড়ির মাঝেও খোলা দিল্লি এয়ারপোর্ট, পরিস্থিতি স্বাভাবিক! দাবি উড়ান সংস্থাগুলির
দেশের সমস্ত বিমানবন্দরে রেড এলার্ট জারি করেছে কেন্দ্র। দিল্লি বিমানবন্দর অফিশিয়াল বিবৃতিতে জানিয়েছে, ‘দিল্লি বিমানবন্দরের অপারেশন স্বাভাবিক রয়েছে। নিরাপত্তার কড়াকড়ি এবং এয়ারস্পেসের বর্তমান পরিস্থিতির জন্য কিছু ফ্লাইটের উপর প্রভাব পড়ছে।’ অন্যদিকে ইন্ডিগো, স্পাইসজেট,এয়ার ইন্ডিয়ার মতো উড়ান সংস্থাগুলির তরফে যাত্রীদের বিমানবন্দরে ফ্লাইটের শিডিউল টাইমের অন্তত তিন ঘণ্টা আগে পৌঁছনোর পরামর্শ দেওয়া হয়েছে।

সকাল ০৭:০০: ৯ই মে | ড্রোন হামলার ক্ষতি পরিদর্শনে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা
জম্মুতে ড্রোন হামলায় কী ক্ষতি হয়েছে তা পরিদর্শনে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বৃহস্পতিবার রাতে পাক সেনার ড্রোন হামলায় জম্মু শহর এবং আশেপাশের এলাকায় ক্ষতি হয়েছে।