Operation Sindoor | ‘অপারেশন সিঁদুরই স্বামীর মৃত্যুর সুবিচার দিল'! প্রধানমন্ত্রী মোদিকে 'ধন্যবাদ' জানালেন বিতান-সমীরের স্ত্রীরা!

Wednesday, May 7 2025, 7:23 am
highlightKey Highlights

পহেলগাঁও হামলার জবাব 'অপারেশন সিন্দুরে'র মাধ্যমে দিলো ভারতীয় সেনা। ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হলো।


পহেলগাঁও হামলার জবাব 'অপারেশন সিন্দুরে'র মাধ্যমে দিলো ভারতীয় সেনা। ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হলো। পহেলগাঁও জঙ্গি হানায় নিহত হয়েছে ২৬টি নিরীহ প্রাণ। আজ কিছুটা স্বস্তি সেই হামলায় মৃতদের স্ত্রী পরিবারের সদস্যদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন তাঁরা। "কোনওদিন যেন পহেলগাঁওয়ের পুনরাবৃত্তি না হয়। ‘অপারেশন সিঁদুর’ই স্বামীর মৃত্যুর সুবিচার দিল", কান্নায় ভেঙে পড়ে বলছেন পহেলগাঁওয়ে মৃত বাংলার তিনজন বিতান-সমীর গুহর স্ত্রীরা। প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন মনীশরঞ্জন মিশ্রর পরিবারও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File