IPL | 'অপারেশন সিঁদুর'-এর প্রভাব IPLএ! অনিশ্চয়তা তৈরী পঞ্জাব-মুম্বইয়ের ম্যাচ নিয়ে!

Wednesday, May 7 2025, 11:19 am
highlightKey Highlights

'অপারেশন সিঁদুর' এর প্রভাব এবার পড়তে চলেছে IPLএ। আসলে এই হামলার পরই ভারত পাক সীমান্তের কাছাকাছি থাকা অসংখ্য বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।


'অপারেশন সিঁদুর' এর প্রভাব এবার পড়তে চলেছে IPLএ। আসলে এই হামলার পরই ভারত পাক সীমান্তের কাছাকাছি থাকা অসংখ্য বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে ধরমশালার পাশাপাশি চণ্ডীগড় ও অমৃতসর বিমানবন্দরও। ফলে ১১ মে পঞ্জাব কিংসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ খেলতে যাওয়া নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। এই বিষয়ে বোর্ডের এক সদস্য জানিয়েছেন, ‘এখন আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। দিল্লি এয়ারপোর্ট সবচেয়ে নিকটবর্তী বিকল্প। তবে দিল্লি হয়ে পঞ্জাব পৌঁছতে গেলে অনেকটা সফর করতে হবে প্লেয়ারদের।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File