Behala Fire | বেহালার নার্সিংহোমে অগ্নিকান্ড! তড়িঘড়ি রোগীদের সরানো হল অন্য হাসপাতালে
Sunday, April 27 2025, 6:14 pm
Key Highlightsবেহালার বরিশায় এক বেসরকারি নার্সিংহোমে আগুন। আতঙ্কে রোগী ও রোগীর আত্মীয়রা।
ভরসন্ধ্যায় বেহালার নার্সিংহোমে আগুন। রবিবার সন্ধ্যা ৭টা ২০ নাগাদ বেহালার বরিশায় এক বেসরকারি নার্সিংহোমের তিন তলার সার্ভার রুমে আগুন লাগে। মুহূর্তে আতঙ্ক ছড়ায় রোগীদের পরিবার পরিজনদের মধ্যে। তড়িঘড়ি নার্সিংহোমের পাশের ক্লিনিকে কয়েকজনকে স্থানান্তরিত করা হয় কয়েকজন রোগীকে। দ্রুত অ্যাম্বুল্যান্স এনে রোগীদের অন্যত্র স্থানান্তরিত করা হয়। তড়িঘড়ি দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। এখনো অবধি হতাহতের কোনো সন্ধান পাওয়া যায়নি।
- Related topics -
- শহর কলকাতা
- অগ্নিকান্ড
- বেহালা
- বেসরকারি হাসপাতাল

