আবহাওয়া

ফের বৃষ্টির আশঙ্কা বঙ্গে! শীত বিদায় নেওয়ার মুখে গত রবিবার বৃষ্টিপাত হতে পারে দুই বঙ্গ

ফের বৃষ্টির আশঙ্কা বঙ্গে! শীত বিদায় নেওয়ার মুখে গত রবিবার বৃষ্টিপাত হতে পারে দুই বঙ্গ
Key Highlights

মেঘাচ্ছন্ন দক্ষিণবঙ্গ, ঘূর্ণাবর্তের জেরে রবিবার সকাল থেকেই বৃষ্টিপাত হতে পারে বঙ্গে।

বেশ কিছুদিন বিরামের পর এবার ফের বৃষ্টির সম্ভাবন দেখা দিচ্ছে বাংলায়। শীত বিদায় নেওয়ার মুখে বঙ্গবাসী ফের ভোগান্তির স্বীকার হতে পারে।

কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, জেনে নেওয়া যাক

রবিবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি হতে পারে কালিম্পং ও দার্জিলিংয়ে। আগামী ৫ দিন সর্বনিম্ন তাপমাত্রা একই থাকবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে আগামিকাল থেকে বৃষ্টি শুরু হতে পারে দুই বঙ্গে। বৃষ্টি হতে পারে হালকা ও মাঝারি ধরনের। তবে তাপমাত্রা কমার তেমন কোনও সম্ভাবনা নেই।

কেন এমন বৃষ্টিপাত? কী বলছেন বিশেষজ্ঞরা

এ প্রসঙ্গে বিশেষজ্ঞদের দাবি, এর কারণ একটি বিপরীত ঘূর্ণাবর্ত। পাশাপাশি বঙ্গোপসাগরের উপর থেকে আসা জলীয় বাষ্প।  এর ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে গিয়ে রবিবার সিকিমের উপরে থাকবে। মঙ্গলবার থেকে আকাশ সাফ হতে শুরু করবে।