তাপমাত্রার পারদ বাড়ছে হুড়মুড়িয়ে, লু-র সতর্কতা জারি কলকাতা সহ দেশের একাধিক অংশে

Wednesday, March 30 2022, 10:51 am
highlightKey Highlights

তাপমাত্রার পারদ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সতর্কতা জারি করল আইএমডি৷ নাগরিকদের আগাম সতর্ক করে দেওয়া হল।


দেশের বেশিরভাগ অধিকাংশ এলাকায় তাপমাত্রা হুড়মুড়িয়ে বাড়ছে৷ ওয়েদার আপডেটে আগামী কয়েক দিনে কলকাতা , পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ সহ দেশের বেশিরভাগ অংশে তাপপ্রবাহ শুরু হচ্ছে৷ সূর্যের তাপ বেড়ে একেবারে লু -র মতো বইতে শুরু হয়েছে৷ দিল্লি সহ একাধিক রাজ্যে তাপমাত্রা প্রচণ্ড বেড়ে গেছে৷

মৌসম ভবন জানিয়েছে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং পশ্চিম ভারতে আগামী পাঁচদিন অবধি বইবে লু

মৌসম ভবন অনুযায়ি আগামী পাঁচদিনে দেশের বিস্তৃর্ণ এলাকায় লু বইবে৷ আগামী ২ দিনে জম্মু , হিমাচল প্রদেশ, গুজরাতের সৌরাষ্ট্রের কচ্ছ এলাকায় লু বইবে৷ এর সঙ্গে পশ্চিমী মধ্যপ্রদেশ, বিদর্ভ, রাজস্থানেও আগামী ৪-৫ দিনে লু বইবে৷ এই সময়ে লোককে সচেতন থাকতে বলা হয়েছে। 

Trending Updates

মৌসম বিভাগ জানিয়েছে আগামী পাঁচদিনে উত্তর পূর্ব ভারতের রাজ্যে বৃষ্টি হতে পারে৷ এর জন্য অসম, মেঘালয়, এবং অরুণাচল প্রদেশে ৩১ মার্চ ও ১ এপ্রিল বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ আইএমডি জানিয়েছে রাষ্ট্রীয় রাজধানী দিল্লিতে মঙ্গলবার সারাদিন আকাশ পরিষ্কার থাকবে অধিকতম তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷ 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File