অতি প্রবল বৃষ্টি, ঘণ্টায় ৮৫ কিমি বেগে ঝড় - উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় ‘অশনি’
উপকূলের আরও কাছে এগিয়ে গেল সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অশনি’। যা আগামী ১২ ঘণ্টায় অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। পরবর্তী ১২ ঘণ্টায় পরিণত হবে ঘূর্ণিঝড়ে।
রবিবার রাত ৮ টা ৩০ মিনিটের বুলেটিনে জানানো হয়েছে, ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে এসেছে গভীর নিম্নচাপটি। যা বিকেল ৫ টা ৩০ মিনিটে উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে।
আপাতত নিকোবর দ্বীপপুঞ্জের উত্তর ও উত্তর-পূর্বে ২০০ কিলোমিটার, পোর্ট ব্লেয়ারের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ১০০ কিলোমিটার এবং মায়ানমারের ইয়াঙ্গনের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ৭৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে।আগামী ১২ ঘণ্টায় অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। পরবর্তী ১২ ঘণ্টায় পরিণত হবে ঘূর্ণিঝড়ে।
সোমবার উত্তর আন্দামান দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে। নিকোবর দ্বীপে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
- Related topics -
- আবহাওয়া আপডেট
- বৃষ্টিপাত
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
- নিম্নচাপ