WB Weather Update | দক্ষিণবঙ্গে ৭০-৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস! সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও!

Friday, May 26 2023, 1:51 pm
highlightKey Highlights

সন্ধে নামতেই দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। ৮০ কিমি পর্যন্ত বইতে পারে ঝোড়ো হাওয়া।


শুক্রবারও প্রবল ঝড় বৃষ্টির (Thunderstorm) পূর্বাভাস দিলো আবহাওয়া দফতর। সন্ধ্যায় প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Office)। যার গতিবেগ পৌঁছতে পারে ৮০ কিলোমিটার পর্যন্ত।

প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস
প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ অর্থাৎ ২৬ সে মে শুক্রবার সন্ধের মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সন্ধ্যায় পূর্ব বর্ধমান (East Burdwan) ও পশ্চিম মেদিনীপুর (West Midnapur) জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও খবর। জানা গিয়েছে, হাওড়া (Howrah) এবং হুগলিতে (Hoogly) ঝড়ের গতিবেগ উঠতে পারে ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত। ফলে ঝড়ের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।

Trending Updates
হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি
হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

সূত্রের খবর, এদিন প্রবল বৃষ্টিপাত হবে পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদে (Murshidabad)। বৃষ্টি হতে পারে হুগলিতেও। হাওয়া অফিসের পূর্বাভাস, ৭০-৮০ কিমি গতিবেগে ঝড় হতে পারে। এমনকি শিলাবৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ৮০ কিমি বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতেও (Kolkata)।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রচন্ড বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রচন্ড বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

এছাড়াও জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের পশ্চিমে জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বেশি বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম (Jhargram), বীরভূমে (Birbhum)। ইতিমধ্যেই বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি শুরু হয়েছে ঝাড়গ্রামে। এই ঝড়-বৃষ্টির দাপট চলবে উত্তরবঙ্গেও। উল্লেখ্য, এর আগেই শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Coochbihar) এবং জলপাইগুড়িতে (Jalpaiguri) ভারী বৃষ্টিপাত হওয়ার সতর্কতা জারি করেছিল হাওয়া দফতর। জানানো হয়েছে, এই পাঁচ জেলায় আগামী দুই থেকে তিন দিন বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে।

৮০ কিমি পর্যন্ত বইতে পারে ঝোড়ো হাওয়া
৮০ কিমি পর্যন্ত বইতে পারে ঝোড়ো হাওয়া

তবে হাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে ২৮ তারিখ অর্থাৎ চলতি সপ্তাহের রবিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। ফলে পরের সপ্তাহ থেকে দিনের তাপমাত্রা আবার ধীরে ধীরে বাড়বে কলকাতা-সহ দক্ষিণ বঙ্গে। তাপমাত্রা বৃদ্ধি পাবে পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রাম, বীরভূমের মতো জেলাগুলিতেও। তবে জুন মাসের শুরু থেকে ফের শুরু হবে বৃষ্টি বলে খবর। এতো বৃষ্টিপাতের হলেও আদতে বঙ্গে বর্ষা ঢুকতে আরও বেশ খানিকটা দেরি আছে বলে জানিয়ে আলিপুর হাওয়া দফতর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File