আবহাওয়া

বঙ্গে ধেয়ে আসছে বৃষ্টি! আগামী শুক্রবারই এই গরমের জ্বালা জুড়িয়ে যাবে বলে জানাল আবহাওয়া দফতর

বঙ্গে ধেয়ে আসছে বৃষ্টি! আগামী শুক্রবারই এই গরমের জ্বালা জুড়িয়ে যাবে  বলে জানাল আবহাওয়া দফতর
Key Highlights

কবে নামবে স্বস্তির বৃষ্টি? আবহাওয়া দফতরের খবরে শান্তির পূর্বাভাস। আর দুদিনের অপেক্ষা তারপরই দেখা দিতে পারে বৃষ্টি।

এপ্রিল মাসেই গায়ে জ্বালা ধরানো গরম তার ওপর দেখা নেই বৃষ্টির। কালবৈশাখিও আশা করা যাচ্ছে না। আর কতদিন চলবে এমন তাপপ্রবাহ? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গে আরও দু-দিন চলবে এমন তাপপ্রবাহ।

বৃষ্টির পূর্বাভাস! প্রচন্ড গরমের হাত থেকে খানিক মুক্তির আশ্বাস পাওয়া গেল হাওয়া অফিস সূত্রে

কলকাতায় তাপ প্রবাহের মতো পরিস্থিতি। শুক্রবার আবহাওয়া পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী সোমবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে আগামীকাল অর্থাৎ ২৮ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং শহর ও উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে ২৯শে এপ্রিল থেকে।