দক্ষিণবঙ্গের ফের কয়েকটি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মৎস্যজীবীদের তীরে ফেরার পরামর্শ
পূর্ব-মধ্য ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ।শনিবার মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জোড়া নিম্নচাপের জেরে কিছুদিন বৃষ্টির মুখ দেখার পর আপাতত গরমে হাঁসফাঁস বঙ্গবাসী। এরমাঝেই আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ । যার জেরে আগামী কয়েকদিনের মধ্যে আছড়ে পড়তে পারে প্রবল বৃষ্টি।
ফের নিম্নচাপের ভ্রুকুটি! আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব-মধ্য ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যার প্রভাবে শনিবার মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী ও উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেরও এক জেলায় হতে পারে ভারী বৃষ্টি। এর পাশাপাশি, মৎস্যজীবীদের আগামীকালের মধ্যে গভীর সমুদ্র থেকে ফিরে আসার পরামর্শ দিয়েছেন আবহবিদরা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার দক্ষিণবঙ্গের ৩ জেলা- দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতার কিছু অংশ, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
- Related topics -
- আবহাওয়া
- দক্ষিণবঙ্গ
- আলিপুর আবহাওয়া দপ্তর
- নিম্নচাপ