আবহাওয়া

কালীপুজোর আগেই কি আঘাত হানবে সাইক্লোন সিতরাং? একনজরে জেনে নিন আবহাওয়া দফতরের পূর্বাভাস

কালীপুজোর আগেই কি আঘাত হানবে সাইক্লোন সিতরাং? একনজরে জেনে নিন আবহাওয়া দফতরের পূর্বাভাস
Key Highlights

দীপাবলির আগেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। ২০ অক্টোবর নিম্নচাপ তৈরি, তারপর তা ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়।

শেষ পর্যন্ত যদি বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড় তৈরি হয়, তার নাম হবে সিতরাং। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় কতটা পড়বে, আদৌ পড়বে কিনা, তা নিয়ে এখনই কোনও পূর্বাভাস দিতে নারাজ। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কালী পুজোয় বাংলার আবহাওয়ার পূর্বাভাস আলাদা করে দেওয়া হবে।

আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত, এখনই এই ঘূর্ণিঝড়কে সুপার সাইক্লোন আখ্যা দেওয়া হচ্ছে না

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে যে ঘূর্ণাবর্ত তৈরির কথা বলা হচ্ছিল, তা এদিন তৈরি হয়েছে। ২০ অক্টোবর নাগাদ তা একটি নিম্নচাপে পরিণত হবে। এবং ২১ তারিখে তা সুস্পষ্ট নিম্নচাপ এবং ২২ অক্টোবর গিয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এখনও পর্যন্ত এর গতিবিধি সম্পর্কে যতটুকু জানা গিয়েছে, তা প্রাথমিকভাবে উত্তর-পশ্চিম মুখী।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে এদিন জানানো হয়েছে, বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হবে, এটা যেমন ঠিক, তবে এখনই সুপার সাইক্লোন নিয়ে কোনও কথাই বলা হচ্ছে না। কেননা এখনও প্রচুর সময় রয়েছে। এর মধ্যে আবহাওয়ার নতুন আপডেটও পাওয়া যাবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে সাধারণ মানুষের কাছে আইএমডির পূর্বাভাসের ওপরে ভরসা রাখতে অনুরোধ করা হয়েছে। কালীপুজো এবং দিওয়ালির আবহাওয়া নিয়ে স্পেশাল বুলেটিন দেওয়া হবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।


West Bengal Weather | চতুর্থ দফা তাপপ্রবাহের স্পেলের মধ্যে বৃষ্টির পূর্বাভাস! আগামী সপ্তাহেই বঙ্গের একাধিক জেলায় হতে পারে বৃষ্টি!
ORS and Glucose Drink | গরমে উপকারের বদলে বিপদ ডেকে আনছে অতিরিক্ত ওআরএস-গ্লুকোজ! জানুন কতটা খেলে শরীর সুস্থ্য থাকবে?
Tan Removal Pack | ট্যান দূর না করলে ত্বক পুড়ে কালো তো হবেই, সঙ্গে হতে পারে ত্বকের নানা সমস্যাও! দেখুন বাড়িতে কীভাবে বানাবেন ট্যান রিমুভ্যাল প্যাক!
Summer Plants | গরমে ঘরে যেন জ্বলছে আগুন! আবহওয়া শীতল করতে এসি নয়, লাগান গাছ! গরমে ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে এই গাছগুলো!
R Praggnanandhaa | বিশ্বের এক নম্বর দাবাড়ুকেও চমক দিচ্ছে সাদামাটা ১৮ বছরের তরুণ! কে এই প্রজ্ঞানন্দ?
১০০ টি প্রয়োজনীয় ফ্যাক্ট| 100 interesting life hack in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla