Weather | চোখ রাঙাচ্ছে নিম্নচাপ! গোটা রাজ্যে বৃষ্টির পূর্বাভাস! কেমন থাকবে আগামী ২০ দিনের আবহাওয়া?

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

প্রকট হয়েছে নিম্নচাপ। আগামী ২০ দিনের আবহাওয়া অনুযায়ী, গোটা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাঁকুড়া পশ্চিমবঙ্গের আবহাওয়া অনুযায়ী, এদিন সেখানে হবে প্রবল বৃষ্টি।


 জন্মাষ্টমী ২০২৩ (Janmashtami 2023) উপলক্ষে  সাজো সাজো রব গোটা পশ্চিমবঙ্গে (West Bengal)। তবে বাংলার একাধিক জেলা ছেয়ে রয়েছে কালো মেঘে। সকাল থেকেই রাজ্যের অধিকাংশ অঞ্চলের আকাশের মুখ গোমড়া। কেবল মেঘলা আকাশই নয়, এদিন বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আগামী ২০ দিনের আবহাওয়া অনুযায়ী, গোটা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে (weather 20 days)
আগামী ২০ দিনের আবহাওয়া অনুযায়ী, গোটা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে (weather 20 days)
Trending Updates

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department ) পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তবে পশ্চিমবঙ্গ উপকূলের অনেকটাই নীচে অবস্থান করছে সেই নিম্নচাপ। জানা গিয়েছে, পশ্চিম দিকে সেই নিম্নচাপ অগ্রসর হবে। অর্থাৎ ওড়িশা (Odisha) দিয়ে দক্ষিণ ছত্তিশগড় হয়ে পশ্চিম দিকে সরে যাবে নিম্নচাপ। ফলে এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মূলত নিম্নচাপের জেরে অতিরিক্ত বৃষ্টি হবে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh)। আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই  আবহাওয়া ২০ দিন (Weather 20 Days) এর জন্য।

বাঁকুড়া পশ্চিমবঙ্গের আবহাওয়া অনুযায়ী,ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জেলায়
বাঁকুড়া পশ্চিমবঙ্গের আবহাওয়া অনুযায়ী,ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জেলায়

দক্ষিণবঙ্গে মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে নিম্নচাপের ফলে জলীয় বাষ্প বাংলার উপর দিয়েই যাবে। ফলত দক্ষিণবঙ্গে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা।  আগামী ৮ তারিখ অর্থাৎ শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে ফের একবার হাওয়া বদলের সম্ভাবনা বাংলায়। তবে পশ্চিমবঙ্গে ২০ দিন আবহাওয়া (Weather 20 Days) সময়ে সময়ে পরিবর্তন হবে। এদিন প্রায় গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টিপাত হবে। তবে শুক্রবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কমবে বলে জানা গিয়েছে। যদিও তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে পারে। উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া (Weather Howrah West Bengal), হুগলি, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস।

আবহাওয়া অফিস জানিয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি হবে রাজ্যে 
আবহাওয়া অফিস জানিয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি হবে রাজ্যে 

এদিন বাঁকুড়ায় সকাল থেকেই আকাশের মুখ গোমড়া। সারাদিনই বিক্ষিপ্ত ভাবে মেঘলা থাকবে বাঁকুড়া,পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather Bankura West Bengal)। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। তবে ফিল লাইক তাপমাত্রা থাকবে ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াস যা আবহাওয়া গরম হওয়ার সঙ্গে বৃদ্ধি পাবে। এদিন বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে প্রায় ৯০ শতাংশে দাঁড়িয়েছে।  তবে বাঁকুড়া পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather Bankura West Bengal) ২৪ঘন্টায় বদল হতে চলেছে বলে জানা গিয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে।

শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

অন্যদিকে, বৃষ্টির জেরে শহরের তাপমাত্রা একধাক্কায় বেশ কিছুটা কমেছে। কিন্তু, আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েই চলেছে সময়ের সঙ্গে সঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিন শহর কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। তবে এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৭৩ শতাংশ।

দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি বেশি হলেও উত্তরবঙ্গে বৃষ্টির কার্যত আকাল দেখা যাবে
দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি বেশি হলেও উত্তরবঙ্গে বৃষ্টির কার্যত আকাল দেখা যাবে

দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি বেশি হলেও উত্তরবঙ্গে বৃষ্টির কার্যত আকাল দেখা যাবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা জানিয়েছেন, বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি প্রায় হবে না। মূলত থাকবে উত্তরের শুষ্ক আবহাওয়া। দু'একটি জায়গায়  হালকা বৃষ্টি হতে পারে।  উপরের পাঁচ জেলা দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি (Jalpaiguri), আলিপুরদুয়ার (Alipurduar) এবং কোচবিহারে (Cooch Behar ) হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, যতদিন নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখা নীচের দিকে থাকছে, ততদিন উত্তরবঙ্গে বৃষ্টি কম থাকবে। পশ্চিমবঙ্গে আগামী ২০ দিন আবহাওয়া (weather 20 days) রিপোর্ট অনুযায়ী, কিছু সময়ে বৃষ্টির পূর্বাভাস থাকবে আবার কিছু সময় মাত্রারিক্ত বাড়বে গরম।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File