লাইফস্টাইল

WBTDCL | এসি বাসে চড়ে বারোয়ারি থেকে বনেদি বাড়ির প্রতিমা দর্শন! দুর্গাপুজোয় আকর্ষণীয় প্যাকেজ আনলো পর্যটন দফতর!

WBTDCL | এসি বাসে চড়ে বারোয়ারি থেকে বনেদি বাড়ির প্রতিমা দর্শন! দুর্গাপুজোয় আকর্ষণীয় প্যাকেজ আনলো পর্যটন দফতর!
Key Highlights

প্রতিমা দর্শনের জন্য ৩টি আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা ডব্লুবিটিডিসিএল-র। ডব্লুবিটিডিসিএল অনলাইন বুকিং-র মাধ্যমে কম খরচে বুক করতে পারবেন এই প্যাকেজ। প্রতিমা দর্শনের সঙ্গে থাকছে খাওয়া দাওয়াও।

আর এক মাসও বাকি নেই। এখন থেকেই গোটা বাংলা ধীরে ধীরে সেজে উঠছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, দূর্গা পুজোর জন্য। আকাশে ধরা দিচ্ছে  নীল আকাশ, পেঁজা তুলোর মতো মেঘের ভেলা। শহরের অলিতে গলিতে শুরু হয়েছে মণ্ডপ বাঁধার কাজ। আঁধার নামলেই বেশ কিছু এলাকায় দেখা যাচ্ছে আলোকসজ্জা। এখন থেকেই পুজোর আমেজে গোটা রাজ্য। পুজোতে অনেকেই গাড়ি বুক করে শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন করে থাকেন। তবে এক্ষেত্রে গুনতে হয় ভালো পরিমাণ অঙ্ক। তবে যারা পুজোতে শহর ঘুরে আনন্দে মাততে চান তাঁদের জন্য একাধিক আকর্ষণীয় প্যাকেজ আনতে চলেছে ডব্লুবিটিডিসিএল (WBTDCL)।

এবার দূর্গা পুজোকে আরও আকর্ষণীয় ও আনন্দিত করে তুলতে একাধিক প্যাকেজে অভিনব পুজো পরিক্রমার আয়োজন করেছে রাজ্যের পর্যটন দফতর (WBTDCL)। জানা গিয়েছে, যে কেউ ডব্লুবিটিডিসিএল অনলাইন বুকিং (WBTDCL Online Booking) এর মাধ্যমে এই প্যাকেজ বুক করতে পারবেন। ফলে যারা পুজোর ছুটিতে দূর পাহাড়-সমুদ্র-জঙ্গলে বেড়াতে না গিয়ে শহর ঘুরে আনন্দে মাততে চান তারা কীভাবে এই প্যাকেজের জন্য ডব্লুবিটিডিসিএল অনলাইন বুকিং (WBTDCL Online Booking) করবেন এবং এই প্যাজেকে কী কী চমক রয়েছে তা দেখে নেওয়া যাক।

ডব্লুবিটিডিসিএল (WBTDCL) জানিয়েছে, শহর কলকাতায় মাতৃদর্শনে দু’টি আলাদা প্যাকেজে পুজো পরিক্রমা বা দুর্গাপুজো ট্যুরের সুযোগ দেওয়া হচ্ছে। যার নাম হল ‘উদ্বোধনী’ এবং ‘সনাতনী’। জানা গিয়েছে, প্রথমটি বারোয়ারি, দ্বিতীয়টি বনেদি বাড়ির পুজো দেখার প্যাকেজ। এছাড়াও থাকছে ‘হুগলি সফর’-এরও ব্যবস্থা।

'উদ্বোধনী' পুজো পরিক্রমা ডব্লুবিটিডিসিএল বুকিং । 'Udbodhoni' Pujo Parikrama WBTDCL Booking :

ডব্লুবিটিডিসিএল (WBTDCL) জানিয়েছে, এই প্যাকেজে ১৭ই ও ১৮ই অক্টোবর অর্থাৎ তৃতীয়া ও চতুর্থীতে সারা রাত এসি বাসে (AC bus) কলকাতার প্রখ্যাত বারোয়ারি পুজোর দেখানো হবে। জানা গিয়েছে, রাত ১০টা থেকে ভোর ৫টা অবধি চলবে মাতৃদর্শন। রবীন্দ্রসদন চত্বর থেকে বাস ছাড়বে যা উত্তর ও দক্ষিণের প্রায় অধিকাংশ বড় পুজো ঘুরিয়ে দেখাবে। এই প্রখ্যাত পুজোর মধ্যে রয়েছে কলেজ স্কোয়ার, মহম্মদ আলি পার্ক, কাশী বোস লেন, বাদামতলা আষাঢ় সংঘ, ৬৬-র পল্লী, মুদিয়ালী, শিব মন্দির, একডালিয়া, সিংহী পার্ক, হিন্দুস্তান রোড এবং রাজডাঙা নবদয় সংঘ। কেবল প্রতিমা দর্শনই নয়, এই প্যাকেজের মধ্যে থাকছে রাতে খাওয়া দেওয়ার ব্যবস্থাও। 'উদ্বোধনী' পুজো পরিক্রমা প্যাকেজের জন্য সব মিলিয়ে মাথাপিছু খরচ ২,০৯৯ টাকা

'সনাতনী' পুজো পরিক্রমা ডব্লুবিটিডিসিএল বুকিং । 'Sanatani' Pujo Parikrama WBTDCL Booking :

'সনাতনী' প্যাকেজ অনুযায়ী, ২১, ২২ এবং ২৩ অক্টোবর অর্থাৎ সপ্তমী, অষ্টমী ও নবমীতে দিনের বেলা এসি বাসে চেপে কলকাতার বনেদি বাড়ির ঠাকুর দেখানো হবে। এই দিনগুলিতে সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা অবধি চলবে সাবেকি প্রতিমা দর্শন। এক্ষেত্রেও রবীন্দ্রসদন চত্বর থেকে বাস ছাড়ার কথা। এরপর ঘুরিয়ে দেখানো হবে খেলাত ঘোষ বাড়ি, শোভাবাজার রাজ বাড়ি, ছাতুবাবু লাটুবাবুর বাড়ি (অষ্টমীতে বাদ), চন্দ্র বাড়ি, রানি রাসমণির বাড়ি, ঠনঠনিয়া দত্ত বাড়ি এবং জোড়াসাঁকো দাঁ বাড়ি। এই প্যাকেজের মধ্যেও থাকছে খাওয়াদাওয়ার ব্যবস্থা। সকালের জলখাবারের বন্দোবস্ত করবে ডব্লুবিটিডিসিএল। 'সনাতনী' পুজো পরিক্রমা প্যাকেজের জন্য মাথাপিছু খরচ পড়বে ১,৯৯৯ টাকা।

উপরোক্ত দুই পুজো পরিক্রমা প্যাকেজ ছাড়াও ২১, ২২ এবং ২৩ অক্টোবর অর্থাৎ সপ্তমী, অষ্টমী ও নবমীতে ‘হুগলি সফরে’ জেলার একাধিক বনেদি তথা জমিদার বাড়ির পুজো দেখার সুযোগ থাকছে। জানা গিয়েছে, সকাল ৭টা থেকে সাড়ে ৮টা অবধি চলা ওই পুজো পরিক্রমা। এই প্যাকেজে থাকছে জলখাবার ও মধ্যাহ্নভোজের আয়োজন। এতে খরচ পড়বে মাথাপিছু ৩,৪৯৯ টাকা।

পুজো পরিক্রমার জন্য কীভাবে করবেন ডব্লুবিটিডিসিএল অনলাইন বুকিং? How to do WBTDCL Online Booking for Puja Parikrama?

পুজোর প্যাকেজ ট্যুর এবং জেলা ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য মিলবে পর্যটন দফতরের অর্থাৎ ডব্লুবিটিডিসিএল অনলাইন বুকিং (WBTDCL Online Booking) ওয়েবসাইট wbtdcl.com-এ। এখানে গিয়ে আপনার পছন্দের প্যাকেজ ডব্লুবিটিডিসিএল বুকিং (WBTDCL Booking) করতে পারবেন।

উল্লেখ্য, কলকাতা ও হুগলিতে পুজো পরিক্রমা প্যাকেজ ছাড়াও পুজো উপলক্ষে আরও ৬৫টি আলাদা জেলার ট্যুর প্যাকেজ ঘোষণা করেছে রাজ্যের পর্যটন দফতর। এই ট্যুর প্যাকেজে ভ্রমণ পিপাসুদের পছন্দের ১৬টি জেলাকে বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সবুজ জঙ্গল, পাহাড় ও সমুদ্রসৈকতের পাশাপাশি ধর্মীয় তথা ঐতিহাসিক স্থানও। মোট কথা, কম খরচে দুর্দান্ত সব প্যাকেজের ব্যবস্থা করেছে ডব্লুবিটিডিসিএল (WBTDCL)।