নয়া আচরণবিধি জারি, স্কুল চলাকালীন শিক্ষকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল রাজ্য

Wednesday, April 13 2022, 11:08 am
highlightKey Highlights

সকল সরকারি স্কুলের শ্রেণিকক্ষ-সহ ল্যাব এবং লাইব্রেরীতেও শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের মোবাইল ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার


স্কুলশিক্ষা দপ্তরে মাঝেমধ্যেই শিক্ষকদের মোবাইল আসক্তি নিয়ে অভিযোগ জমা পড়ে। ক্লাস চলাকালীন শিক্ষক-শিক্ষিকাদের একটি অংশ সোশ্যাল মিডিয়ায় সময় কাটান বলে অভিযোগ। এবার সেই সব অভিযোগের মীমাংসা করলো রাজ্য সরকার। 

ক্লাস চলাকালীন শিক্ষাকর্মীদের মোবাইল ব্যবহারে জারি করা হল কঠোর নিষেধাজ্ঞা

নয়া নির্দেশিকায় জানানো হয়েছে হেডফোন, ব্লু টুথ বা কোনও ধরনের ইলেকট্রনিক ডিভাইস কানে গুঁজে ক্লাসে ঢুকতে পারবেন না শিক্ষক-শিক্ষিকারা। সবার জন্যই এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে শুধুমাত্র শিক্ষা সংক্রান্ত কোনও কাজে মোবাইল ব্যবহার করা যাবে। এর জন্য স্কুল কর্তৃপক্ষের লিখিত অনুমতি থাকতে হবে।

Trending Updates

গত মঙ্গলবার রাজ্যের উচ্চপ্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলগুলিকে এ বিষয়ে কড়া নির্দেশিকা পাঠানো হয়েছে। কোভিড পরবর্তী সময়ের দিকে লক্ষ্য রেখে ২২ দফা আচরণবিধি তৈরি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সেখানেই স্কুলে ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য জারি হয়েছে মোবাইল নিষেধাজ্ঞা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File