Board Exam 2024 | মাধ্যমিক পরীক্ষার আগে অভিভাবকদের জন্য পর্ষদের একাধিক নির্দেশিকা! মিলবে বাস-ট্রেন-মেট্রোর বিশেষ পরিষেবাও!

Thursday, February 1 2024, 3:25 pm
highlightKey Highlights

২রা ফেব্রুয়ারি শুরু হতে চলেছে মাধ্যমিক ২০২৪। মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে একাধিক নিয়ম মানতে হবে পরীক্ষার্থীদের। বোর্ড পরীক্ষা ২০২৪ এর জন্য মিলবে বাস-ট্রেন-মেট্রোর বিশেষ পরিষেবা।


 ২রা ফেব্রুয়ারি, শুক্রবার থেকে শুরু হচ্ছে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2024)।  চলতি বছরে ৯ লাখেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিতে চলেছেন। স্বভাবতই জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ঘিরে রয়েছে অনেক পরীক্ষার্থীর মনেই টেনশন। এক্ষেত্রে সুষ্ঠু পরীক্ষা পরিচালনার একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার ক্ষেত্রে এক গুচ্ছ নিয়ম জারি করেছে পর্ষদ। পাশাপাশি পাশাপাশি, পড়ুয়াদের যাতায়াতের সুবিধার জন্যেও একাধিক ব্যবস্থা করছে রাজ্যের পরিবহণ দফতর। আগামীকাল থেকে কলকাতায় নামছে অতিরিক্ত যানবাহন। বাস-ট্রেন থেকে শুরু করে মেট্রোতেও মিলবে অতিরিক্ত পরিষেবা। দেখে নিন মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত নিয়ম ও পরীক্ষার জন্য পরিবহন ব্যবস্থায় কী কী সুবিধা পাওয়া যাবে।

মাধ্যমিক রুটিন ২০২৪ :

Trending Updates

মাধ্যমিক রুটিন ২০২৪ (Madhyamik Routine 2024) অনুযায়ী, এবার পরীক্ষা শুরু হবে সকাল ৯.৪৫ মিনিট থেকে হবে পরীক্ষা। পরীক্ষা শেষ হবে দুপুর ১ টায়। মাধ্যমিক রুটিন ২০২৪ (Madhyamik Routine 2024) অনুযায়ী যে দিন যে পরীক্ষা হবে -

  • ২ ফেব্রুয়ারি প্রথম ভাষা
  • ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা
  • ৫ ফেব্রুয়ারি ইতিহাস
  • ৬ ফেব্রুয়ারি ভূগোল
  • ৮ ফেব্রুয়ারি গণিত
  • ৯ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান
  • ১০ ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান
  • ১২ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয় 

মাধ্যমিক ২০২৪ এর নিয়ম : 

মাধ্যমিক ২০২৪ শুরু হওয়ার আগে অভিভাবকদের প্রতি মধ্যশিক্ষা পর্ষদের তরফে এসেছে একটি খোলা চিঠি। সেখানে পরীক্ষা সংক্রান্ত নিয়মগুলি উল্লেখ করা হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক কী কী নিয়ম মানতে হবে-

  • পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রের ভিতর অ্যাডমিট কার্ড, স্বচ্ছ বোর্ড ও কলম সহকারে প্রবেশ করতে হবে।
  • পরীক্ষার্থীরা যদি পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে আসেন, তাহলে কড়া পদক্ষেপ করা হবে পরীক্ষার্থীর বিরুদ্ধে। পরীক্ষা বাতিলের মতো সিদ্ধান্ত নেওয়া হবে।
  • শুধু যে মোবাইল ফোন তা নয়। পরীক্ষার হল-এ নিষিদ্ধ কোনও জিনিসই আনা যাবে না। 
  • ৯.৪৫ মিনিট থেকে প্রশ্নপত্র বিলি হলেও, ১০ টা থেকে হবে পরীক্ষায় উত্তর লেখার সময় শুরু।
  •  প্রশ্নপত্রের উপর লেখা থাকবে সিরিয়াল কোড। সেই সিরিয়াল কোডই উত্তরপত্রে লিখতে হবে। অ্যাটেনডেন্স শিটেও দেখে নিয়ে লিখতে হবে সমস্ত তথ্য। 

বোর্ড পরীক্ষা ২০২৪ এর জন্য বিশেষ পরিবহণ ব্যবস্থা :

২রা ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষার জন্য কলকাতা শহর জুড়ে পর্যাপ্ত বাস, ট্রেন, মেট্রো, ফেরি, ভেসেল পরিষেবা সচল রাখতে তৎপর হয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। যে কোনও গণ পরিবহণ ব্যবস্থায় যাতে কোনও খামতি না থাকে, সেই ব্যবস্থা করা হয়েছে রাজ্যের পরিবহণ দফতরের তরফে। বাস থেকে ট্রেন, মেট্রো সব ক্ষেত্রেই থাকবে বিশেষ পরিষেবা। দেখে নিন কোন ক্ষেত্রে কী পরিষেবা পাওয়া যাবে-

বাসের বিশেষ ব্যবস্থা :

রাজ্যের পরিবহণ দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও ডব্লুবিটিসি তিনটি বাস পরিবহণ সংস্থাকেই অতিরিক্ত বাস নামানোর জন্য বলে দেওয়া হয়েছে। ২রা ফেব্রুয়ারি, শুক্রবার ভোর পাঁচটা থেকে রাস্তায় অতিরিক্ত বাস নামানো হবে। রাজ্য জুড়ে পরীক্ষার দিনগুলিতে প্রায় তিন হাজার অতিরিক্ত সরকারি বাস রাস্তায় নামবে। সাধারণ যাত্রীদের পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই কারণে নামানো হচ্ছে অতিরিক্ত বাস। যেখান থেকে বাসের পরিষেবা পাওয়া যাবে-

  • বালিগঞ্জ স্টেশন থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ২টি বাস
  • ঠাকুরপুকুর থেকে শিয়ালদহ পর্যন্ত ১টি বাস
  • কুঁদঘাট থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ১টি বাস
  • গড়িয়া থেকে হাওড়া স্টেশন (দেশপ্রিয় পার্ক) পর্যন্ত ২টি বাস 
  • সরশুনা থেকে হাওড়া স্টেশ পর্যন্ত ২টি বাস
  •  দক্ষিণেশ্বর-এসপ্ল্যানে়ড-১ টি বাস
  •  ডানলপ-বালিগঞ্জ- ১টি বাস 
  • চেতলা থেকে পাইকপাড়া-১টি বাস
  •  কাকুড়গাছি থেকে বেহালা-২টি বাস
  • গড়িয়া থেক হাওড়া পর্যন্ত ২টি বাস
  • যাদবপুর থেকে হাওড়া স্টেশন পর্যন্ত ১টি বাস
  •  বারাকপুর থেকে হাওড়া স্টেশন-১টি বাস
  •  দমদম বিমানবন্দর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ১টি বাস
  • নিউটাউন থেকে শিয়ালদহ-২টি বাস চলবে।

জানা গিয়েছে, প্রত্যেক বাসের সামনে মাধ্যমিক স্পেশাল বলে লেখা থাকবে। বাসে আগে পরীক্ষার্থীদের পরে জায়গা থাকলে অভিভাবকদের জায়গা দেওয়া হবে। বাসগুলোতে যাওয়ার জন্য কোনও ভাড়া নেওয়া হবে না। পরীক্ষার শুরু এবং শেষের সময় এই বাস চালানো হবে।

ট্রেনের বিশেষ ব্যবস্থা :

রেলের তরফেও কিছু ট্রেন বাড়তি স্টপেজ দেবে বলে জানানো হয়েছে রেলের তরফে। শিয়ালদা ডিভিশনে সকাল ৮টা থেকে পৌনে ১০টা এবং দুপুর ১টা থেকে ২টো ৩০ মিনিট পর্যন্ত একাধিক স্টেশনে বাড়তি সময় ট্রেন দাঁড়াবে। রেলের তরফে জানানো হয়েছে, পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা, জালানখালি হল্ট স্টেশনে ট্রেন দাঁড়াবে। সকাল ৮ টা ২২ তে পলতায় যে ট্রেনটি দাঁড়াবে,সকাল ৮ টা ২৯ এ জগদ্দল, কাঁকিনাড়ায়-এই প্রত্যেকটা জায়গায় দাঁড়াতে দাঁড়াতে আসবে ট্রেনগুলো। একইরকম ভাবে উল্টো দিক থেকে পলতা, জগদ্দল থেকে ৮ টা ১৫, ৮ টা ১৭, ৮ টা ২৫ এর লোকালটাও যাবে।

মেট্রোর বিশেষ ব্যবস্থা :

কলকাতা মেট্রোর খবর (Kolkata Metro News) অনুযায়ী, মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বিশেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে  নর্থ-সাউথ করিডরে। তবে বিশেষ পরিষেবা পাওয়া যাবে না ইস্ট ওয়েস্ট মেট্রো কলকাতা (East West Metro Kolkata) রুটে। জানা গিয়েছে, পরীক্ষার দিন কবি সুভাষ থেকে সকাল ৬টা ৫৫ মিনিটে প্রথম মেট্রো, একই ভাবে দক্ষিণেশ্বর থেকে সকাল ৭টায় প্রথম মেট্রো যাত্রা শুরু করবে। পাশাপাশি সাধারণভাবে ১০ মিনিট অন্তর মেট্রো চললেও পরীক্ষার দিনগুলিতে দু’টি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান ১০ মিনিট থেকে কমিয়ে ৬ মিনিট করার কথা মেট্রো রেল। এমনকি একইসঙ্গে সমস্ত মেট্রো স্টেশনে বাড়তি কাউন্টার খোলা হবে বলেও কলকাতা মেট্রোর খবর (Kolkata Metro News)।

তবে কেবল মাধ্যমিকের জন্যই নয়, উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষার জন্যও বিশেষ মেট্রো চলবে কলকাতায়। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, শনিবার করে আটটি বিশেষ মেট্রো চালানো হবে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষার সময় প্রতি শনিবার বাড়তি আটটি মেট্রো চালানো হবে। সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় চারটি মেট্রো চলবে। আর পরীক্ষা দিয়ে যাতে পড়ুয়া ও অভিভাবকরা সহজেই বাড়ি ফিরতে পারেন, সেজন্য দুপুরে আরও চারটি মেট্রো চালানো হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে ইস্ট ওয়েস্ট মেট্রো কলকাতা (East West Metro Kolkata) রুটে এই বিশেষ পরিষেবা মিলবে না। জানা গিয়েছে, সকাল ৮ টা ২০ মিনিট থেকে সকাল ৯ টা পর্যন্ত চারটি বিশেষ মেট্রো চালানো হবে। দুটি আপ অভিমুখে চলবে। দুটি মেট্রো চলবে ডাউন অভিমুখে। অন্যদিকে, দুপুর ১ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত আরও চারটি মেট্রো (দুটি আপ এবং দুটি ডাউন) চালানো হবে।

প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক পরীক্ষার তারিখ ২০২৪ (Higher Secondary Exam Date 2024) অনুযায়ী, ১৬ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। যা চলবে ২৯ সে ফেব্রুয়ারি পর্যন্ত। তারইমধ্যে মাদ্রাসা বোর্ডের আলিম, ফাজিল, হাইমাদ্রাসার পরীক্ষা চলবে। ফলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার তারিখ ২০২৪ (Higher Secondary Exam Date 2024) ও মাদ্রাসা বোর্ডের তারিখ দেখে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শনিবারও (৩ ফেব্রুয়ারি, ১০ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারি এবং ২৪ ফেব্রুয়ারি) বিশেষ মেট্রো পরিষেবা  মিলবে। । 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File