প্লাস্টিক আটকে বন্ধ হয়ে যাচ্ছে নর্দমা-পাম্পের মুখ, খানিক বৃষ্টিপাতের ফলেই জলমগ্ন কলকাতা

Friday, May 20 2022, 8:58 am
highlightKey Highlights

কেবলমাত্র নালা, নর্দমায় নয় পাম্পেও আটকে যাচ্ছে প্লাস্টিক। এর ফলে খারাপ হচ্ছে পাম্প। স্বাভাবিকভাবেই জল বের করতে গিয়ে বেগ পেতে হচ্ছে পুরকর্মীদের।


‘অশনি’ আছড়ে পড়ার আগেই একনাগাড়ে বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়েছে কলকাতার বহু এলাকা। পর্ণশ্রী, সায়েন্সসিটি, সেক্টর ফাইভ, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট প্রভৃতি এলাকায় জল জমতে দেখা গিয়েছে। প্লাস্টিকের কারণেই শহরের রাস্তা এভাবে জলমগ্ন হয়েছে বলে পুরসভা সূত্রের জানা গিয়েছে।

‘অশনি’র জেরে রাজ্যে তিনদিন ধরে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস। সেই কারণে শহরে জল জমা রুখতে ইতিমধ্যেই সবকটা পাম্পিং স্টেশন অ্যালার্ট রেখেছে কলকাতা পুরসভা। এ বিষয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘খুব বেশি বৃষ্টি হলে ৪ থেকে ৫ ঘণ্টার মধ্যে জল নেমে যাবে।' 

এদিকে পুরসভায় প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। সেই সঙ্গে প্লাস্টিক ব্যবহারের জন্য ৫০ থেকে ৫০০ টাকা জরিমানা ঠিক করা হয়েছে। যার ফলে সম্প্রতি হাওড়া পুরসভায় প্লাস্টিকের ব্যবহার কমেছে। এখন কলকাতা পুরসভাও এই উদ্যোগ নেয় কিনা তাই দেখার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File