Dadasaheb Phalke Award 2023 | ইচ্ছা থাকলেও পড়তে পারেননি ডাক্তারি! বলিউড কাঁপানো সেই ওয়াহিদা রহমানই পাচ্ছেন দাদাসাহেব ফালকে পুরস্কার!

Tuesday, September 26 2023, 1:59 pm
highlightKey Highlights

দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২৩ পাচ্ছেন ওয়াহিদা রহমান। সত্তরের দশক থেকে বলিউড কাঁপিয়েছেন ওয়াহিদা। দেব আনন্দের ১০০ তম জন্মবার্ষিকীতে এই সম্মান পেয়ে খুশি বর্ষীয়ান অভিনেত্রী।


দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২৩ (Dadasaheb Phalke Award 2023)  পাবেন সত্তরের দশকের দাপুটে অভিনেত্রী ওয়াহিদা রহমান (Waheeda Rehman)। ২৬সে সেপ্টেম্বর এমনটাই ঘোষণা করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর (Information and Broadcasting Minister Anurag Thakur)।  কখনও  দেব আনন্দের বিপরীতে, কখনও গুরু দত্তের বিপরীতে নজর কাড়া অভিনয় করে সময়ের পর সময় ধরে মন জিতেছেন ওয়াহিদা রহমান (Waheeda Rehman)। এক্স-হ্যান্ডেলে( টুইটার) একটি পোস্টে, অনুরাগ ঠাকুর এদিন লেখেন, ভারতীয় সিনেমার প্রতি তাঁর কৃতিত্বের জন্য ওয়াহিদা রহমানজির হাতে দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২৩ (Dadasaheb Phalke Award 2023) লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে। এই খবর সোশ্যাল মাধ্যমে প্রচার হতেই খুশির উচ্ছাস গোটা বলিউড জুড়ে।

দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২৩  পাবেন সত্তরের দশকের দাপুটে অভিনেত্রী ওয়াহিদা রহমান 
দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২৩  পাবেন সত্তরের দশকের দাপুটে অভিনেত্রী ওয়াহিদা রহমান 

১৯৩৮ সালে ৩ রাফেব্রুয়ারি দক্ষিণ ভারতের চেঙ্গালপট্টুতে (Chengalpattu) জন্মগ্রহণ করেন ওয়াহিদা রহমান (Waheeda Rehman)। বাবা মহম্মদ আব্দুল রহমানকে কর্মসূত্রে প্রায়ই দেশের বিভিন্ন শহরে যেতে হত। তাই বাবার সঙ্গেই ছোট থেকেই ভারতের বিভিন্ন জায়গায় গিয়েছেন ওয়াহিদা। চার ভাইবোনের সংসারে সর্বকনিষ্টতম হওয়ায় বড্ডো আদর ভালোবাসায় বড়ো হয়েছেন তিনি। তবে ১৯৫১ সালে বাবার মৃত্যুর পরই ওয়াহিদার জীবন অন্য খাতে বয়ে যায়। টানাটানি সংসারে বন্ধ হয়ে যায় ওয়াহিদার পড়াশোনা। তাঁর ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার। কিন্তু তৎকালীন পরিস্থিতে ঠিক করেন সিনেমায় অভিনয় করবেন ওয়াহিদা। তাঁর নাচের প্রতিভা থেকেই চলচ্চিত্রের অফার আসে তাঁর কাছে। নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে রেহমানের প্রথম অভিনয় ছিল ব্রহ্মপুরের গঞ্জাম কালা পরিষদে। দক্ষিণী ছবি দিয়ে সিনেমার জীবন শুরু করেন তিনি।

তাঁর ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার কিন্তু তৎকালীন পরিস্থিতে ঠিক করেন সিনেমায় অভিনয় করবেন ওয়াহিদা
তাঁর ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার কিন্তু তৎকালীন পরিস্থিতে ঠিক করেন সিনেমায় অভিনয় করবেন ওয়াহিদা

ওয়াহিদা রহমানের বলিউডে আগমন । Waheeda Rehman's Arrival in Bollywood : 

দক্ষিণী ছবি করতে করতেই পরিচালক-প্রযোজক গুরু দত্তের (Guru Dutt) সুনজরে পড়েন ওয়াহিদা রহমান (Waheeda Rehman)। ১৯৫৬ সালে গুরু দত্তের ‘সিআইডি’ ছবি দিয়েই বলিউডে পা রাখেন তিনি। ইন্ডাস্ট্রিতে প্রথম থেকেই অনেক বাধাবিঘ্ন আসে, কিন্তু তার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে ওয়াহিদাকে। একের পর এক ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় শুরু করেন ওয়াহিদা। দেব আনন্দের (Dev Anand) সঙ্গে জুটি বেঁধে 'ষোলওয়া সাল’, ‘কালা বাজার’-এর মতো ছবিতে অভিনয় করেন তিনি। সত্যজিৎ রায়ের ‘অভিযান’ ছবিতেও দেখা গিয়েছিল এই বলিউড সুন্দরীকে।

১৯৫৬ সালে গুরু দত্তের ‘সিআইডি’ ছবি দিয়েই বলিউডে পা রাখেন তিনি
১৯৫৬ সালে গুরু দত্তের ‘সিআইডি’ ছবি দিয়েই বলিউডে পা রাখেন তিনি

 একজন নেতৃস্থানীয় মহিলা হিসাবে, তিনি হিন্দি সিনেমার অনেক পরিচিত মুখের বিপরীতে অভিনয় করেছিলেন। উল্লেখযোগ্যভাবে, এরমধ্যে রয়েছে সুনীল দত্ত- বিপরীতে 'মুঝে জিনে দো' , নিরূপা রায়ের বিপরীতে 'কৌন আপনা কৌন পরায়', বিশ্বজিৎ-র বিপরীতে 'কোহরা'। ১৯৫৯ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত তিনি হয়ে হিন্দি চলচ্চিত্রে তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। সঙ্গে তাঁর জনপ্রিয়তাও বহুগুনে বৃদ্ধি পায়।

তিনি হিন্দি সিনেমার অনেক পরিচিত মুখের বিপরীতে অভিনয় করেছিলেন
তিনি হিন্দি সিনেমার অনেক পরিচিত মুখের বিপরীতে অভিনয় করেছিলেন

 ১৯৫৬ থেকে ১৯৭০ পর্যন্ত বলিউডে দাপিয়ে অভিনয়ন করেন ওয়াহিদা। সাতের দশকের পর থেকেই আর নায়িকা নয়, অন্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় তাঁকে। যদিও মাঝে বেশ কয়েকবছর চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরে যান। ১৯৭৪ সালে ওয়াহিদা বিয়ে করেন সহঅভিনেতা শশী রেখি ওরফে কমলজিৎকে।

১৯৫৬ থেকে ১৯৭০ পর্যন্ত বলিউডে দাপিয়ে অভিনয়ন করেন ওয়াহিদা
১৯৫৬ থেকে ১৯৭০ পর্যন্ত বলিউডে দাপিয়ে অভিনয়ন করেন ওয়াহিদা

ওয়াহিদা রহমানের সম্মাননা ও প্রাপ্তি । Honors and Achievements of Wahida Rahman:

রেহমান ১৯৬৭ এবং ১৯৬৮ সালে বক্স অফিস ইন্ডিয়ার " শীর্ষ অভিনেত্রীদের" তালিকায় স্থান লাভ করেন। তাঁর অসাধারণ অভিনয়ের জন্য  'সিআইডি'কে "সেরা বলিউড অভিষেক" বলে বিবেচিত করা হয়। ২০১১ সালে নার্গিস , স্মিতা পাতিল , নূতন এবং মীনা কুমারীর পরে সর্বকালের পঞ্চম-শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তালিকাভুক্ত করা হয় ওয়াহিদা রহমানকে। ২০১১ সালে তিনি ভূষিত হন ‘পদ্মবিভূষণ’ (Padma Vibhushan) সম্মানে। এবার ওয়াহিদা রহমান পাচ্ছেন ভারতীয় চলচ্চিত্র জগতে সর্বোচ্চ সম্মান।

২০১১ সালে তিনি ভূষিত হন ‘পদ্মবিভূষণ’  সম্মানে
২০১১ সালে তিনি ভূষিত হন ‘পদ্মবিভূষণ’  সম্মানে

৮৫ বছর বয়সে জীবনকৃতি দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২৩ (Dadasaheb Phalke Award 2023) সম্মানে সম্মানিত হতে চলেছেন বর্ষীয়ান অভিনেত্রী। তবে শুধু সিনেমা নয়, নানা সমাজসেবার সঙ্গেও যুক্ত থাকেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেত্রী। উল্লেখ্য, এদিন দেব আনন্দের ১০০ তম জন্মবার্ষিকী। দাদাসাহেব ফালকে সম্মান পাওয়ার খবর পেয়ে, বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমান বলেন, তাঁর প্রিয় সহ-অভিনেতা প্রয়াত দেব আনন্দ-এর জন্ম শতবর্ষে এই স্বীকৃতি তাঁর কাছে আসায় খুবই কৃতজ্ঞ। সমগ্র চলচ্চিত্র জগৎ এবং ভক্তদেরও ধন্যবাদ জানান অভিনেত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File