Andhra Train Accident | বিশাখাপত্তনম ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩! আহত অন্তত ৫০! 'মানুষের গাফিলতিতেই দুর্ঘটনা', বক্তব্য রেলের!

Monday, October 30 2023, 7:24 am
highlightKey Highlights

করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি উস্কে দিলো রবিবারের বিশাখাপত্তনমে ট্রেন দুর্ঘটনা। দুটি প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে বাড়ছে মৃত্যু ও আহতের সংখ্যা। মানুষের গাফিলতির কারণেই এই রেল দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।


ফের শিরোনামে রেল দুর্ঘটনা (Railway Accident)! বালেশ্বরের স্মৃতি উস্কে বিশাখাপত্তনমে ২টি প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষ! ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Train Accident)এ ক্রমেই বেড়ে চলেছে মৃত ও আহতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিশাখাপত্তনমের এই রেল দুর্ঘটনা (Railway Accident)তে মৃত্যু হয়েছে ১৩জনের এবং আহত অন্ততপক্ষে ৫০জন। ঠিক কীভাবে হলো এই দুর্ঘটনা? সিগনালিং ব্যবস্থার গোলযোগ নাকি রয়েছে ষড়যন্ত্র?

করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি উস্কে দিলো রবিবারের বিশাখাপত্তনমে ট্রেন দুর্ঘটনা
করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি উস্কে দিলো রবিবারের বিশাখাপত্তনমে ট্রেন দুর্ঘটনা

কীভাবে হলো বিশাখাপত্তনমের ট্রেন দুর্ঘটনা?

Trending Updates

২৯সে অক্টোবর, রবিবার রাতে অন্ধ্রপ্রদেশের ভিজিনাগারাম জেলায় আলমান্দা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় বিশাখাপত্তনম-রায়াগাদা প্যাসেঞ্জার ট্রেন (Visakhapatnam-Rayagada passenger train)। জানা গিয়েছে, একটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কার জেরেই প্যাসেঞ্জার ট্রেনটির ৩টি কোচ লাইনচ্যুত হয়ে যায়। রেলের তরফে জানানো হয়েছে, বিশাখাপত্তনম থেকে ৪০ কিলোমিটার দূরে কান্তাকাপল্লির কাছে মুখোমুখি সংঘর্ষের জেরে বিশাখাপত্তনম-পলাসা প্যাসেঞ্জার ট্রেনটির দু'টি কামরা এবং বিশাখাপত্তনম-রায়গড়ের লোকো পাইলটের কোচটি লাইনচ্যুত হয়।

হতাহতের খবর :

ট্রেন দুর্ঘটনা (Train Accident)তে আক্রান্ত দুটি অভিশপ্ত ট্রেনে ছিলেন প্রায় ১০০ জন যাত্রী। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। গুরুতর আহতদের  নিকতবর্তী নানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভিজিয়ানগরমের জেলাশাসক জানিয়েছেন, ৩২ জনকে ভিজিয়ানগরম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন ভর্তি বিশাখা এনআরআই হাসপাতালে। দু'জন রয়েছেন মেডিকভার হাসপাতালে। চারজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যেক আহতই অন্ধ্র প্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যু ও আহতের সংখ্যা। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত ১৩ জনের মৃত্যুর ও অন্তত ৫০ জনের আহতের খবর পাওয়া গিয়েছে।

বিশাখাপত্তনমে ২টি প্যাসেঞ্জার ট্রেনের  দুর্ঘটনায় ক্রমেই বেড়ে চলেছে মৃত ও আহতের সংখ্যা
বিশাখাপত্তনমে ২টি প্যাসেঞ্জার ট্রেনের দুর্ঘটনায় ক্রমেই বেড়ে চলেছে মৃত ও আহতের সংখ্যা

উল্লেখ্য, ঘটনার দিনই উদ্বেগ প্রকাশ করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister Ashwini Vaishnav)। তাঁর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Prime Minister Narendra Modi)। ইতিমধ্যেই দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, নিহতদের পরিবারকে ১০ লক্ষ, গুরুতর আহতদের ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা সাহায্যের ঘোষণা করা হয়েছে রেলের তরফ থেকে।

কার গাফিলতিতে বিশাখাপত্তনম ট্রেন দুর্ঘটনা?

 ২রা জুন সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের বাহানাগাবাজার স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express) ও যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ও একটি মালগাড়ি। দুর্ঘটনায় অন্তত ৩০০ যাত্রীর মৃত্যু হয়, আহত হন প্রায় ১ হাজার জন। করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express) দুর্ঘটনার ক্ষত আজও মেটেনি দেশবাসীর মন থেকে। তারপরও একের পর এক রেল দুর্ঘটনা। বালাসোরে রেল দুর্ঘটনার খবর (Balasore Railway Accident News) আজও উঠে আসে বারংবার। করমণ্ডল রেল দুর্ঘটনার নেপথ্যে ছিল সিগনালিং ব্যবস্থার গোলযোগ,তেমনটাই জানিয়েছিল রেল। কিন্তু সাম্প্রতিক ট্রেন দুর্ঘটনার খবর (Recent Train Accident News) অনুযায়ী, বিশাখাপত্তনম রেল দুর্ঘটনার নেপথ্যেও রয়েছে একই কারণ।

মানুষের গাফিলতির জন্যই বিশাখাপত্তনম রেল দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ 
মানুষের গাফিলতির জন্যই বিশাখাপত্তনম রেল দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ 

বালাসোরে রেল দুর্ঘটনার খবর (Balasore Railway Accident News) আজও এক দুঃস্বপ্নের মতো রয়েছে দেশবাসীর মনে। কিন্তু সেই রেশ না কাটতেই আবারও একই কারণের জেরে রেল দুর্ঘটনা। রেল সূত্রে খবর, কণ্টকাপল্লির কাছে রায়গড়া প্যাসেঞ্জারের পিছনে সজোরে ধাক্কা মারে বিশাখাপত্তনম-পলাসা প্যাসেঞ্জার ট্রেন। ইস্ট কোস্ট রেলওয়ের তরফে রবিবার রাতেই জানানো হয়, মানব পরিচালিত গাফিলতির জেরেই অন্ধ্র প্রদেশের এই দুই প্যালেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। একদিকে, বিশাখাপত্তনম-পলাসা প্যাসেঞ্জার ট্রেন এবং অপরদিকে ছিল বিশাখাপত্তনম-রায়গড় স্পেশ্যাল। ইস্ট কোস্ট রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক বিশ্বজিৎ সাহু বলেন মানুষের গাফিলতির জন্যই গন্তব্য ছাড়িয়ে দ্রুতগতিতে ছুটে বেলাইন হয়ে যায় বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার স্পেশ্যাল ট্রেনটি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিশাখাপত্তনম-রায়গড়া প্যাসেঞ্জার সিগন্যাল না মেনেই এগিয়ে গিয়েছিল।

রবিবারের ট্রেন দুর্ঘটনার জেরে বাতিল হয়েছে একাধিক ট্রেন 
রবিবারের ট্রেন দুর্ঘটনার জেরে বাতিল হয়েছে একাধিক ট্রেন 

প্রসঙ্গত, এই দুর্ঘটনায় অবিলম্বে উদ্ধার কাজ ও তদন্তের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। অন্যদিকে, রবিবার রাতেই দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিশাখাপত্তনম-পলাসা ট্রেনটির ১১টি বগি এবং বিশাখাপত্তনম-রায়গড় ট্রেনের ৯টি বগি। বাকি যে বগিগুলি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি এখনও ঘটনাস্থল থেকে সরানো যায়নি। উল্লেখ্য, রবিবার বিশাখাপত্তনমে রেল দুর্ঘটনার জেরে বাতিল হয়েছে একাধিক ট্রেন। বদলাতে দেওয়া হয়েছে বেশ কিছু ট্রেনের রুটও। রেল সূত্রে খবর, ০৮৫২৭ রায়পুর-বিশাখাপত্তনম প্যাসেঞ্জার স্পেশ্যাল এবং ৮৫২৮ বিশাখাপত্তনম-রায়পুর প্যাসেঞ্জার স্পেশ্যাল বাতিল ঘোষণা করা হয়েছে। রুট বদল করা হয়েছে ০৩৩৫৭ কোয়েম্বাটোর স্পেশ্যাল ফেয়ার, ১৮১৮৯ এরনাকুলাম এক্সপ্রেস, ১১০২০ কোনারক এক্সপ্রেস, ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস এবং ১২২৪৫ হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেসের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File