Coromandel Express Accident | করমণ্ডল দুর্ঘটনায় মৃত্যু প্রায় ৩০০ জনের! কী কারণে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা? জানালেন রেলমন্ত্রী!

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

বালেশ্বরে করমন্ডল ট্রেন দুর্ঘটনায় মৃত্যু সংখ্যা ছুঁয়েছে প্রায় ৩০০। আহত অসংখ্য যাত্রী। দুর্ঘটনার কারণ জানালেন রেলমন্ত্রী। ট্রেন দুর্ঘটনায় আহতদের নিয়ে ফেরা রাজ্যের বাসও দুর্ঘটনার কবলে।


শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেসের (Coromandel Express) মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। যশবন্তপুর এক্সপ্রেসকে (Yesvantpur Express) ধাক্কা মেরে মালগাড়ির ওপর উঠে যায় শালিমার-চেন্নাই করমন্ডল এক্সপ্রেস। ওড়িশার বালেশ্বরের কাছে বাহানাগা বাজারের (Bahanaga Bazar) কাছে, এই মর্মান্তিক ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ৩০০ জনের। দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন শতাধিক যাত্রী। বর্তমানে উদ্ধার কাজ শেষ হলেও, দুর্ঘটনাস্থলে এখনও রয়েছে ভারতীয় রেলের আরও এক কালো দিনের একাধিক ছাপ। এই দুর্ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকার (Central Government) ও রেলমন্ত্রীর (Railway Minister) কাছে বারবার প্রশ্ন, কীভাবে ঘটল এই মর্মান্তিক ঘটনা? রেল যাত্রীদের সুরক্ষা নিয়ে কী দায়িত্ব পালন করছে ভারত সরকার?

করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু প্রায় ৩০০ জনের
করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু প্রায় ৩০০ জনের

রবিবার সকালে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার (Coromandel Express Accident) কারণ চিহ্নিত করে ব্যাখ্যা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। তিনি জানান ভুল লাইনে ঢুকে পড়েছিল আপ ১৩৮৪১ শালিমার চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেস। জানা গিয়েছে, বাহানগা বাজার স্টেশন অতিক্রম করার পর লুপলাইনে ঢুকে পড়েছিল চেন্নাই গামী এক্সপ্রেস ট্রেনটি।

Trending Updates
কী কারণে দুর্ঘটনা জানালেন রেলমন্ত্রী
কী কারণে দুর্ঘটনা জানালেন রেলমন্ত্রী

অন্যদিকে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ (Kunal Ghosh) এই দুর্ঘটনার কারণ সম্পর্কিত একটি অডিও ক্লিপ (Audio Clip) টুইট করেন। যার পরে বেড়ে যায় আরও জল্পনা। এই অডিও ক্লিপে দুজন রেলকর্তার কথোপকথন শোনা যায়। তাতে এক রেলকর্তা আরেক রেলকর্তাকে জানান, চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসকে বিভ্রান্তিকর ইঙ্গিত দেওয়া হয়েছিল। সিগন্যাল দেওয়া হয়েছিল মেইন লাইনের (Main Line) দিকে, আর পয়েন্টার ছিল লুপ লাইনের (Loop Line) দিকে। ফলে প্রশ্ন এমনটা কীভাবে হওয়া সম্ভব?

দুই রেলকর্তার মধ্যে কথোপকথনের অডিও টুইট কুণাল ঘোষের
দুই রেলকর্তার মধ্যে কথোপকথনের অডিও টুইট কুণাল ঘোষের

রেলের আধিকারিকদের থেকে সূত্র মারফত পাওয়া খবর বলছে, চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস যে লাইন দিয়ে যাচ্ছিল, ঠিক তার পাশেই লুপ লাইনে দাঁড়িয়ে ছিল মালগাড়ি। কোনও ভাবে পয়েন্টার বা সিগন্যালিংয়ের (Pointer or Signaling) গণ্ডগোলের ফলে লুপ লাইনে চলে যায় করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনটি পিছন থেকে সজোরে ধাক্কা মারে মালগাড়িটিকে। মালগাড়ির ওয়াগনের উপরে উঠে আসে করমণ্ডলের ইঞ্জিন।

বালেশ্বর রেল দুর্ঘটনার কারণ খুঁজতে পূর্ণ তদন্ত শুরু
বালেশ্বর রেল দুর্ঘটনার কারণ খুঁজতে পূর্ণ তদন্ত শুরু

অডিও ক্লিপ টুইট করার পর করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানান কুনাল ঘোষ। এদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও জানান, রেলওয়ে নিরাপত্তা কমিশনার (Railway Protection Force) শীঘ্রই তদন্ত রিপোর্ট জমা দেবে। শনিবার দুর্ঘটনাস্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) পৌঁছেও দুর্ঘটনার পূর্ণ তদন্ত করা হবে বলে জানান। পাশাপাশি তিনি বলেন, যার জন্য এই বড় দুর্ঘটনা হয়েছে তাকে শাস্তি দেওয়া হবে, কোনও রেহাত দেওয়া হবে না।

রেলওয়ে নিরাপত্তা কমিশন শীঘ্রই রিপোর্ট দেবে বলে জানালেন রেলমন্ত্রী
রেলওয়ে নিরাপত্তা কমিশন শীঘ্রই রিপোর্ট দেবে বলে জানালেন রেলমন্ত্রী

উল্লেখ্য, দুর্ঘটনার পরে দিনই অর্থাৎ শনিবার দুর্ঘটনাস্থলে পৌঁছন রেলমন্ত্রী, প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), ওড়িশার মুখ্যমন্ত্রীও (Odisha's Chief Minister)। করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনস্থল পরিদর্শন করে হাসপাতালে ভর্তি আহতদের সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী। আশ্বাস দেন, সব রকম সাহায্যর সঙ্গে আর্থিক সাহায্যও। পাশাপাশি আহতদের যাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের ফিরিয়ে আনা যাবে তাদের জন্য ব্যবস্থা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্ঘটনাস্থলে পৌঁছন প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, পশ্চিমবঙ্গের ও ওড়িশার মুখ্যমন্ত্রী
দুর্ঘটনাস্থলে পৌঁছন প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, পশ্চিমবঙ্গের ও ওড়িশার মুখ্যমন্ত্রী

একটি বেসরকরি বাসে করে কয়েকজন রেলযাত্রীকে রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু সেই বাসও পরে দুর্ঘটনার কবলে। শনিবার মেদিনীপুরের (Medinipur) কাছে সেই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তড়িঘড়ি যাত্রীদের বাস থেকে নামিয়ে হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে, বাসে থাকা যাত্রীদের মধ্যে কেউই গুরুতর ভাবে আহত হননি। তবে অনেককেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিত্‍সার জন্য। করমন্ডল দুর্ঘটনার জেরে এমনিতেই মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েছিলেন যাত্রীরা। তারই মধ্যে বাড়ি ফেরার পথে ফের বাস দুর্ঘটনার কবলে পড়ায় অনেকেই আরও ভেঙে পড়েছেন।

করমন্ডল রেল দুর্ঘটনায় আহতদের রাজ্যে ফিরিয়ে আনা বাসও দুর্ঘটনার কবলে
করমন্ডল রেল দুর্ঘটনায় আহতদের রাজ্যে ফিরিয়ে আনা বাসও দুর্ঘটনার কবলে

রেল দুর্ঘটনার কবলে পড়া পশ্চিমবঙ্গবাসীদের জন্য রাজ্য সরকার প্রায় ৪০ জন চিকিত্‍সক পাঠিয়েছিল বালাসোরে। সঙ্গে ৭০টি অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করা হয়েছিল। নবান্নের তরফে জানানো হয়, ওড়িশার রেল দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বঙ্গের ৫৪৪ জন আহত হয়েছেন। ওড়িশার হাসপাতালে ভরতি আছেন পশ্চিমবঙ্গের ২৫ জন। পশ্চিমবঙ্গের হাসপাতালে ভরতি আছেন ১১ জন।

মর্মান্তিক এই দুর্ঘটনায় বঙ্গের প্রায় ৩১ জনের মৃত্যু
মর্মান্তিক এই দুর্ঘটনায় বঙ্গের প্রায় ৩১ জনের মৃত্যু

প্রসঙ্গত, বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বিগত তিন দিন ধরে ক্রমাগত বাতিল হচ্ছে একের পর এক ট্রেন। আজ অর্থাৎ রবিবারও বাতিল হয়েছে কমপক্ষে ১৬ টি ট্রেন। যার ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এবার তাদের কথা ভেবেই বড় ঘোষণা করলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Naveen Patnaik)। রবিবার তিনি ঘোষণা করেন, পুরি (Puri), কটক (Cuttack), ও ভুবনেশ্বর (Bhubaneswar) থেকে কলকাতা (Kolkata) পর্যন্ত চালু করা হচ্ছে বিশেষ বাস পরিষেবা। যাতে সম্পূর্ণ নিখরচায় যাতায়াত করতে পারবেন সাধারণ মানুষ। প্রতিদিন এই বাস চলবে ৫০টি করে। জানা গিয়েছে, যতদিন না অবদি বালেশ্বর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত চালু থাকবে এই বাস পরিষেবা।

ওড়িশা সরকারের তরফ থেকে খরচহীন বাস পরিষেবার ব্যবস্থা
ওড়িশা সরকারের তরফ থেকে খরচহীন বাস পরিষেবার ব্যবস্থা

করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর থেকে ক্রমাগত বাতিল হচ্ছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে (South-Eastern Railway) শাখার একাধিক ট্রেন। রবিবারও নতুন করে বাতিল করা হয়েছে কমপক্ষে ১৬টি ট্রেন।

রবিবার, ৪ঠা মে যে ট্রেনগুলি বাতিল করা হল, সেগুলি হল-

হাওড়া – ফলকনামা এক্সপ্রেস

হাওড়া – বেঙ্গালুরু এসএমভি

এক্সপ্রেস শালিমার – হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস

সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস

শালিমার -চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস

দীঘা-পুরী এক্সপ্রেস শালিমার-পুরী এক্সপ্রেস

খড়গপুর – জাজপুর কেওনঝড়

রোড এক্সপ্রেস হাওড়া – ভদ্রক

এক্সপ্রেস পুরী – জলেশ্বর মেমু পুরী – বাংরিপসি সুপারফাস্ট

খড়গপুর-খুরদা রোড এক্সপ্রেস

ভুবনেশ্বর-বালাসর মেমু পুরী-হাওড়া

সুপারফাস্ট পুরী – নন্দনকানন

এক্সপ্রেস পুরী-শালিমার এক্সপ্রেস

করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ক্রমাগত বাতিল দক্ষিণ - পূর্ব শাখার একাধিক ট্রেন
করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ক্রমাগত বাতিল দক্ষিণ - পূর্ব শাখার একাধিক ট্রেন

উল্লেখ্য, গতকাল অর্থাৎ শনিবারও একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হয়েছিল। পাশাপাশি বহু ট্রেনের রুটও বদল করে দেওয়া হয়েছে। বালেশ্বরের পরিবর্তে টাটানগর (Tatanagar) দিয়ে ঘুরিয়ে চালানো হচ্ছে একাধিক ট্রেন।

বালেশ্বরের বদলে রুট বদলে টাটানগর থেকে চালানো হচ্ছে একাধিন ট্রেন
বালেশ্বরের বদলে রুট বদলে টাটানগর থেকে চালানো হচ্ছে একাধিন ট্রেন

দুর্ঘটনার কারণে চালু করা হেল্পলাইন নম্বর গুলি হল-

হাওড়া স্টেশনের হেল্পলাইন নম্বর - ০৩৩-২৬৩৮২২১৭

খড়গপুরের হেল্পলাইন নম্বর - ৮৯৭২০৭৩৯২৫ , ৯৩৩২৩৯২৩৩৯

বালেশ্বরের হেল্পলাইন নম্বর- ৮২৪৯৫৯১৫৫৯ , ৭৯৭৮৪১৮৩২২

শালিমার স্টেশনের হেল্পলাইন নম্বর - ৯৯০৩৩৭০৭৪৬

পশ্চিমবঙ্গের হেল্পলাইন নম্বরগুলি হল- ০৩২২২২২৬৯২৪ এবং ০৩২২২২২৮০৪৪

এই নম্বরগুলিতে ফোন করে দুর্ঘটনা সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File