খেলাধুলা

বিরাট-সূর্যর গড়া ভিতে ফিনিশ করলেন হার্দিক, অস্ট্রেলিয়াকে টি ২০ সিরিজে হারিয়ে বিশ্বরেকর্ড ভারতের

বিরাট-সূর্যর গড়া ভিতে ফিনিশ করলেন হার্দিক, অস্ট্রেলিয়াকে টি ২০ সিরিজে হারিয়ে বিশ্বরেকর্ড ভারতের
Key Highlights

মোহালিতে প্রথম টি ২০ আন্তর্জাতিকে হেরে গিয়েছিল ভারত। নাগপুরে বৃষ্টিবিঘ্নিত ৮ ওভারের ম্যাচে রান তাড়া করে জিতে সিরিজে সমতা ফেরায় মেন ইন ব্লু।

আজ হায়দরাবাদে তৃতীয় টি ২০ আন্তর্জাতিকে অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ফের পরাস্ত করে সিরিজ জয় নিশ্চিত করে ফেলল রোহিত শর্মার ভারত। হার্দিক পাণ্ডিয়ার শট বাউন্ডারি পেরোতেই ১ বল বাকি থাকতে ভারত ম্যাচ জিতল ৬ উইকেটে।

জয়ের জন্য টার্গেট ছিল ১৮৭ রানের। ৩.৪ ওভারে ৩০ রানে দুই ওপেনারকে হারায় ভারত। এরপরই জয়ের ভিত গড়েন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। তাঁদের জুটিতে ওঠে ৬২ বলে ১০৪ রান। যার মধ্যে সূর্যর অবদান ৩৬ বলে ৬৯, বিরাটের ২৬ বলে ৩৪। ১৪তম ওভারের শেষ বলে সূর্যকুমার যাদব ৩৬ বলে ৬৯ রানে আউট হন। তাঁর ইনিংসে রয়েছে ৫টি করে চার ও ছয়। সূর্য ফেরার পর ভারতকে জয়ের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন বিরাট কোহলি ও হার্দিক পাণ্ডিয়া।

ভারত পাওয়ারপ্লে-র ৬ ওভারে তুলেছিল ২ উইকেটে ৫০। ১০ ওভারে স্কোর ছিল ২ উইকেটে ৯১। ১১তম ওভারের শেষ বলে আসে ১০০ রান। সূর্য ২৯ বলে পান হাফ সেঞ্চুরি। বিরাটের অর্ধশতরান আসে ৩৭ বলে। শেষ ওভারে জেতার জন্য দরকার ছিল ১১। ড্যানিয়েল স্যামসের প্রথম বলেই ছক্কা হাঁকান কোহলি। তবে পরের বলেই তিনি ফিঞ্চের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। বিরাট ৪৮ বলে ৬৩ রান করেন। তাঁর ইনিংসে রয়েছে তিনটি চার ও চারটি ছয়।


AR Rahman | সঙ্গীতশিল্পী এ আর রহমানের বিবাহ বিচ্ছেদ! দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতির ঘোষণা করলেন সায়রা বানু
India vs Malaysia | আজ মুখোমুখি ভারত ও মালয়েশিয়া! কেন গুরুত্বপূর্ণ ফিফা ফ্রেন্ডলির এই ফুটবল ম্যাচ?
Uma Dasgupta | প্রয়াত ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’! অভিনেত্রী উমা দাশগুপ্তের প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ
Alipurduar | গোপনাঙ্গ কেটে ঢুকিয়ে দেওয়া হয় মুখে! আলিপুরদুয়ারে উদ্ধার শিক্ষকের দেহ
IND vs SA । পরপর ৩ বার জয়ের মুকুট ভারতের মাথায়, অর্শদীপ বরুন হার্দিক ঝড়ে উড়ে গেলো দক্ষিণ আফ্রিকা
India’s First Hydrogen Train | এবার জল দিয়েই চলবে ট্রেন! ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন চলবে ডিসেম্বরেই
‘বিদ্রোহী কবি’ ~ কাজী নজরুল ইসলাম | Biography of Kazi Nazrul Islam