আন্তর্জাতিক

মাঝ আকাশে ভয়ঙ্কর ঝড়ের মধ্যে এয়ারবাস A320! বিমানের মধ্যের ভিডিও শিউরে তুলবে

মাঝ আকাশে ভয়ঙ্কর ঝড়ের মধ্যে এয়ারবাস A320! বিমানের মধ্যের ভিডিও শিউরে তুলবে
Key Highlights

চিলি-র রাজধানী স্যান্টিয়াগোর আকাশে চাঞ্চল্যকর ঘটনা! মাঝ আকাশে ভয়ঙ্কর ঝড়ের কবলে বিমান। এরপর কী হল আসুন জেনে নেওয়া যাক

মাঝ আকাশে চাঞ্চল্যকর ঘটনা! মাঝ আকাশে ভয়ঙ্কর ঝড়ের মধ্যে পড়ল বিমান। আর তাতে বিমানটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। আর এই ঘটনার ভয়াবহ একটি ভিডিও সামনে এসেছে। আর তাতে রীতিমত চমকে উঠছেন মানুষজন। বলা হচ্ছে এই ঘটনা গত ২৬ অক্টোবর ঘটেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, LATAM এয়ারবাস A320 (LA1325, LATAM Airlines) উড়ে যেতেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির মধ্যে পড়ে যান। আর তাতে বিমানের ইঞ্জিন, windshield এবং সহ বিমানের অংশে ব্যাপক ক্ষতি হয়েছে।

মাঝ আকাশে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত বিমান, তবে সকল যাত্রী সুরক্ষিত রয়েছে বলে জানা যাচ্ছে

LATAM এয়ারবাস A320 (LA1325, LATAM Airlines) বিমানটি চিলি (Chile)-র রাজধানী স্যান্টিয়াগোর (Santiago) থেকে প্যারাগুয়ের আসানসিওনের ( Asuncion) দিকে রওনা হয়েছিল। বিমানটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন। খবরে প্রকাশিত খবর অনুযায়ী, মাঝ আকাশে বিমানটি ব্যাপক ঝড় বৃষ্টির মধ্যে পড়ে যায়। আর এরপরেই সেটিকে পাইলট ফের ফিরিয়ে আনার চেষ্টা করেন। এই অবস্থায় বিমানটিকে সুরক্ষিত নামিয়ে আনাটা চ্যালেঞ্জের ছিল পাইলটের কাছে। ফোজ ডি ইগুয়াকুতে সেটিকে নামানোর চেষ্টা করা হয়। প্রায় তিন ঘিন্টা ধরে বিমানটি আটকে ছিল বলে খবর।

মাঝ আকাশে বিমানটি একেবারে ভয়ঙ্কর ঝড়ের মধ্যে পড়ে যায়। প্রকাশিত খবর অনুযায়ী, ভয়ঙ্কর ঝড়ের মধ্যে পড়ে বিমানটির ব্যাপক ক্ষতি হয়। বিমানের ইঞ্জিন, windshield এবং সহ বিমানের অংশ ভেঙে পড়ে বলে জানা যায়। তবে বিমানটিকে সুরক্ষিত ভাবে নামানোর চেষ্টা করলেও রীতিমত চ্যালেঞ্জের ছিল। অন্তত পাঁচ ঘন্টা ধরে বিভিন্ন অংশে বিমানটি উড়ে বেড়ায় বলে দাবি একাধিক সংবাদমাধ্যমের। আর সেই সময় বিমানে থাকা যাত্রীদের একেবারে ভয়ঙ্কর অবস্থা।

ভয়ঙ্কর ঝড়ের মধ্যে পড়লেও বিমানে থাকা সমস্ত যাত্রী সুরক্ষিত ছিলেন বলে জানা যাচ্ছে। এমনকি বিমানে থাকা সমস্ত ক্রু এবং পাইলটরাও সুরক্ষিত ছিল বলে জানা যাচ্ছে। তবে ঝড় বৃষ্টির মধ্যে বিমানটি কীভাবে উড়ল তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। বলে রাখা প্রয়োজন, ২০১৯ সালে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটে। জানা যায়, একটি বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। চিলির একটি আবাসনের উপর সেটি ভেঙে পড়ে। আর এই ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। সেই ঘটনার কয়েক বছর পর ফের একই ঘটনার পুনরাবৃত্তি। তবে ঝড়ের কবলে পড়লেও বড় কোনও দুঘটনা ঘটেনি।



Uttarakhand | ১৫টি জায়গার নাম বদল করলো উত্তরাখণ্ড সরকার! তালিকায় রয়েছে হরিদ্বার, দেরাদুন, নৈনিতালের মতো জায়গা!
MI vs KKR | ঘরের মাঠে দুর্দান্ত কামব্যাক! চলতি আইপিএলে প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স! ২ উইকেটে পরাজিত নাইটরা!
Kolkata Traffic | ঈদ উপলক্ষে শহরের একাধিক রাস্তায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি! বন্ধ পণ্যবাহী গাড়ির প্রবেশেও
Weather Update | তাপমাত্রার পারদ চড়চড় করে চড়ছে, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo