আবহাওয়া আপডেট

অতিভারী বৃষ্টিতে ভাসবে দুই জেলা, ৭ জেলায় ভারী বর্ষণ! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

অতিভারী বৃষ্টিতে ভাসবে দুই জেলা, ৭ জেলায় ভারী বর্ষণ! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
Key Highlights

দক্ষিণবঙ্গের কাছাকাছি কোনও নিম্নচাপ কিংবা মৌসুমী অক্ষরেখা আপাতত নেই। সেই কারণে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাসও নেই।

আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া আপাতত চলতে থাকবে। তবে উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলক আলাদা। সেখানকার জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যা পরবর্তী ৩-৪ দিন চলতে থাকবে। কেননা মৌসুমী অক্ষরেখার পূর্ব দিকের অংশ হিমালয়ের পাদদেশে অবস্থান করছে।

উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ অগাস্ট বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে গিনের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ অগাস্ট বুধবার সকালের মধ্যে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

কলকাতায় মেঘাচ্ছন্ন আকাশ

আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কোনও কোনও জায়গায়।

সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ।


Khaleda Zia | খালেদা জিয়ার 'জানাজা'য় লোকে লোকারণ্য, মায়ের জন্যে ‘দোয়া’ চাইলেন ছেলে তারেক
Rice Producer | বছর শেষে সাফল্য! চাল উৎপাদনে চিনের একাধিপত্য ভেঙে বিশ্ব সেরা হল ভারত!
Madhya Pradesh | পাইপলাইনের ছিদ্র দিয়ে ঢুকেছে নোংরা, দূষিত জল পান করে মৃত ৩, অসুস্থ শতাধিক!
Satadru Dutta | ২৩ কোটির দুর্নীতি, ২০ লক্ষ টাকা আত্মসাৎ! রবিতেও জামিন খারিজ শতদ্রুর
Abhishek Banerjee | এসআইআর ইস্যুতে 'দিল্লি চলো'-র ঘোষণা অভিষেকের! বাংলাদেশি-রোহিঙ্গাদের তালিকা প্রকাশের দাবি তাঁর
Rajganj BDO | ব্যবসায়ী অপহরণ খুনে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি বিধাননগর কমিশনারেটের!
Messi in YuvaBharati | মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়াম 'লুট' সমর্থকদের, কেউ নিলেন কার্পেট, কেউ বা তুললেন আস্ত চেয়ার!