লাইফস্টাইল

Vastu For Home | পুজোর আগে ঘর সাজান বাস্তু মেনে! আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি

Vastu For Home | পুজোর আগে ঘর সাজান বাস্তু মেনে! আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি
Key Highlights

বাড়ির সাজসজ্জা (Home Decor) ঠিক থাকলে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে এবং মনটাও ভাল থাকে। তবে এক্ষেত্রে যদি বাস্তুমতে বাড়ি সাজানো যায়, তাহলে শুভশক্তির আগমন অবশ্যই ঘটবে।

আগামীকাল বাদে পরশু দিনই ২০২৪ দুর্গা পূজা (2024 Durga Puja) এর মহালয়া। অর্থাৎ পুজোর ঢাক বেজে গেল বলাই চলে। সকলেই মেতে উঠছেন পুজোর আনন্দে। জোরকদমে চলছে কেনাকাটাও। কেবল জামা জুতোই নয়, কেনাকাটা চলছে বাড়ির সাজসজ্জা (Home Decor) এর জন্যও। পুজোর আগে অনেকেই ঘর পরিষ্কার করে গুছিয়ে রাখেন। তবে এক্ষেত্রে বাস্তুমতে ঘর সাজালে তা সুখ, শান্তি, সমৃদ্ধি আনতে পারে আপনার জীবনে। দেখে নিন পুজোর আগে কীভাবে বাস্তুশাস্ত্র মেনে ঘর সাজাবেন।

বাড়ির জন্য বাস্তু । Vastu For Home : 

  •  পুজো আসার আগে বাড়িতে থাকা সমস্ত অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দিন। দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয় না এমন জিনিসপত্র সরিয়ে ফেলুন। এগুলো ঘরে ইতিবাচক শক্তি সঞ্চারে বাধা হয়ে দাঁড়ায়।
  • বাস্তুশাস্ত্রে এমন কিছু নিয়ম রয়েছে, যা অনুসারে বাড়িতে এমন কিছু জায়গা আছে যেখানে আবর্জনা রাখা উচিত নয়, তা না হলে বাড়িতে আর্থিক সংকট দেখা দিতে পারে। যেমন,  মন্দিরের নিচে ডাস্টবিন যেন না থাকে। এছাড়াও, পুজোর ঘর যে ঘরে আছে সেখানেও ডাস্টবিন রাখাও এড়িয়ে চলুন। বাড়ির কখনই উত্তর-পশ্চিম দিকে ডাস্টবিন রাখা উচিত নয়। দেবী লক্ষ্মী উত্তর-পশ্চিম দিকে অবস্থান করেন বলে মনে করা হয়। বাড়ির মূল প্রবেশপথেও ডাস্টবিন রাখবেন না। মূল প্রবেশপথে ডাস্টবিন রাখলে ঘরে আর্থিক সংকট দেখা দিতে পারে।
  • বাড়ির উত্তর-পূর্ব কোণে তুলসী গাছ বসান। বাড়ির জন্য বাস্তু (Vastu For Home) মতে , তুলসী গাছ বাড়িতে শান্তি ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে।
  • বাড়িতে রোজ সন্ধেবেলা ধুনো জ্বালান। ধুনোর ধোঁয়া বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চার হয়। পাশাপাশি ঘরের সমস্ত দুর্গন্ধ দূর হয়ে যান।
  • বাস্তুতে, দক্ষিণ-পূর্ব দিককে আগুনের স্থান হিসাবে বিবেচনা করা হয়। তাই রান্নাঘরের উনুন বা গ্যাস সবসময় দক্ষিণ-পূর্ব কোণে রাখা উচিত।
  • বাস্তু অনুসারে, বাড়ির এমন জায়গায় কখনওই ঝাড়ু রাখবেন না, যেখানে আসা-যাওয়ার পথে লোকজন দেখতে পায় বা কারও পায়ে লেগে যায়। ঝাড়ু সবসময় ঘরে কোণে রাখতে হবে। এতে বাড়ির সাজসজ্জার (Home Decor) ক্ষেত্রেও সৌন্দর্যতার প্রকাশ ঘটে।
  •  বাস্তু অনুসারে জুতো ও চটি শনি গ্রহের সঙ্গে সম্পর্কিত। যা সবসময় বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে রাখা উচিত। বাস্তু অনুসারে, জুতো ও চটি কখনওই বাড়ির মূল দরজায় বা যেখানে-সেখানে রাখা উচিত নয়। কারণ এটি বাস্তুর একটি বড় ত্রুটি হিসাবে বিবেচিত হয়।

দোরগোড়ায় কড়া নাড়ছে ২০২৪ দুর্গা পূজা (2024 Durga Puja)। পুজোর কেনাকাটার মধ্যেই প্রায় সকলেরই একটা বড় কাজ হলো উৎসবের আমেজে বাড়িকেও সাজিয়ে তোলা। পুজো আসার আগে বাড়িঘর সাজিয়ে তোলার চল বহু পুরনো। এই সময় অপ্রয়োজনীয় ফেলে দেওয়া হয়। অপরিষ্কার জায়গা পরিষ্কার করা হয়। ঘর গুছিয়ে রাখা হয়। এই রীতি কেবল সৌন্দর্যের জন্যই নয়, এর পেছনে রয়েছে বাড়ির জন্য বাস্তু (Vastu For Home) শাস্ত্র মতে উপরকারিতাও। বাড়ির সাজসজ্জা (Home Decor) ঠিক থাকলে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে এবং মনটাও ভাল থাকে। তবে এক্ষেত্রে যদি বাস্তুমতে বাড়ি সাজানো যায়, তাহলে শুভশক্তির আগমন অবশ্যই ঘটবে।


Stray Dog Case | 'বিষয়টি খতিয়ে দেখা হবে', দিল্লির পথকুকুরদের নিয়ে বিতর্কের মাঝে বড় মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির!
Noida | ১৫ মাসের দুধের শিশুকে কামড়, মুখে ঘুষি! নারকীয় নির্যাতন ডে কেয়ারের পরিচারিকার!
Weather Update | তৈরি হচ্ছে নিম্নচাপ! শনিবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা দক্ষিণের জেলাগুলিতে!
Bibhas Adhikari | ভুয়ো ‘ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো’র অফিস খুলে বসেছিলেন! গ্রেপ্তার নিয়োগ কেলেঙ্কারির আসামী বিভাস অধিকারী
Maa Sarada | মা সরদার ১১৭তম জন্মবার্ষিকীতে পড়ুন সারদা দেবীর অমর বাণী এবং জীবনী!
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo