কম্পিউটারের বিবিধ ব্যবহার | Miscellaneous computer usage
বর্তমানে কম্পিউটার মানুষের অত্যন্ত আগ্রহের একটি বিষয়। কিন্তু কী কী ক্ষেত্রে ব্যবহার হয় কম্পিউটার, আসুন জেনে নেওয়া যাক ...
কম্পিউটার আবিষ্কারের ফলে বিজ্ঞানের একটি নতুন ক্ষেত্র সংযোজিত হয়েছে। বিজ্ঞানের প্রযুক্তিগত দিক থেকে অন্যান্য শাখার তুলনায় কম্পিউটারের অগ্রগতি এবং প্রসার অল্প সময়ে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। কম্পিউটারের এই অগ্রগতির পেছনে রয়েছে বিজ্ঞানী এবং গবেষকদের অক্লান্ত প্রচেষ্ঠা।
কম্পিউটার কী? | What is a computer?
কম্পিউটার হল বিভিন্ন গাণিতিক এবং যুক্তিম লক সমস্যা সমাধানের জন্য তৈরী একটি ইলেকট্রনিক যন্ত্র। এটি যোগ, বিয়োগ, গুন্, ভাগ থেকে শুরু করে যেকোনো গাণিতিক এবং গুরুত্বপূর্ণ কাজও নির্ভরতার সাথে করতে পারে। কম্পিউটারের নিজস্ব কোনো চিন্তা, চেতনা, শক্তি বা বুদ্ধি নেই।
কম্পিউটার কে আবিষ্কার করেন? | Who invented the computer?
চার্লস ব্যাবেজ ছিলেন ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক। তিনি ১৮৩৩ সালে জটিল হিসাবের জন্য একটি হিসাবকারী যন্ত্র তৈরির কাজে আত্মনিয়োগ করেন।
তিনি আধুনিক কম্পিউটারের মত গাণিতিক অংশ, স্মৃতি অংশ-সহ অন্যান্য উন্নত বৈশিষ্ট্য সম্বলিত একটি মেকানিক্যাল কম্পিউটারের পরিকল্পনা করেন এবং নাম দেন 'এনালাইটিক্যাল ইঞ্জিন'।
চার্লস ব্যাবেজ-কে কম্পিউটারের জনক বলা হয়।
কম্পিউটারের বিভিন্ন ব্যবহার | Uses of Computer:
বর্তমান সময়ে কম্পিউটারের বিবিধ ব্যবহার রয়েছে। নিম্নে সেগুলি আলোচিত হল:
শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার | Usage of computer in education:
- সময়ের সাথে তাল মিলিয়ে বর্তমান শিক্ষাক্ষেত্রে পাঠদান পদ্ধতি পূর্বের তুলনায় অনেক আধুনিক এবং এই আধুনিক শিক্ষা পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে "কম্পিউটার" (Computer)।
- বর্তমানে অনলাইন ভিত্তিক বহু পথ আছে।
- অনলাইনে পরীক্ষা, উত্তর মূল্যায়ন, পরীক্ষার ফলাফল বা রেজাল্ট তৈরী হয়।
- কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার বিকাশ সম্ভব হয়েছে।
চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার | Use of computer in medical field:
সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এমআরআই (MRI)-এর পাশাপাশি অস্ত্রোপচারের সময় মাইক্রো সার্জারি, বাইপাস সার্জারি প্রভৃতির ক্ষেত্রে দ্রুত কার্যসম্পাদনের জন্য কম্পিউটার পরিচালিত যন্ত্রের ব্যবহার হয়।
সংবাদমাধ্যমে কম্পিউটারের ব্যবহার | Computer use in the media:
দেশ-বিদেশে বিপুল সংখ্যক মানুষের কাছে নিমেষের মধ্যে যেকোনো খবর পৌঁছে দিতে কম্পিউটারের কোনো দ্বিতীয় বিকল্প নেই।
বর্তমান যুগে সময়ের অভাবে অনেকেই নিয়মিত সংবাদপত্র বা খবরের কাগজ (newspaper) পড়তে পারেন না। এই বিষয়টিকে মাথায় রেখে, বর্তমানে কম্পিউটারের সাহায্য নিয়ে সংবাদসংস্থাগুলি 'ই-পেপার' শুরু করেছে। ফলে মোবাইল বা কম্পিউটার মারফত যখন যেখানে খুশি খবরের পাতায় চোখ বুলিয়ে নেওয়া সম্ভবপর হয়ে উঠেছে।
গবেষণার কাজে কম্পিউটারের ব্যবহার | Use of computer in research work:
গবেষণার কাজে সর্বাধুনিক এবং সর্বোত্তম মাধ্যম হলো কম্পিউটার।
প্রকাশনায় কম্পিউটারের ব্যবহার | Use of computer in publishing:
বর্তমানে টাইপ রাইটারের বিকল্প হিসেবে কম্পিউটারের ব্যবহার লক্ষণীয়। এমনকি বিভিন্ন প্রকাশনার কাজে পুরাতন মুদ্রণ পদ্ধতি বদলে গিয়ে এখন ডেস্কটপ পাবলিশিং (DTP)-এর ব্যবহার দেখা যায়।
অনলাইন ব্যবসা-বাণিজ্যে কম্পিউটারের ব্যবহার | The use of computers in online business:
বর্তমানে অনেকেই কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন ব্যবসা খুলেছে। ফলে, সেইসব ব্যবসা সামলানোর জন্য অনেকের কর্মক্ষেত্র তৈরী হয়েছে। বর্তমান যুগে বিভিন্ন মানুষ ঘরে বসেই কম্পিউটারের সাহায্যে রোজগার করছেন।
আবহাওয়ার পূর্বাভাসে কম্পিউটারের ব্যবহার | Use of computer in weather forecasting:
আবহাওয়ার পূর্বাভাসে ব্যবহার হয় সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটার নিয়ন্ত্রণ করে মহাকাশে পাঠানো কৃত্রিম উপগ্রহ এবং স্যাটেলাইট-এর মাধ্যমে নির্ভুল পূর্বাভাস পাওয়া যায়।
বিনোদনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার | Use of computer in entertainment:
টেলিভিশন থাকলেও কম্পিউটারে এখন গান শোনা, নাচ দেখা থেকে শুরু করে অ্যানিমেশন এবং বিভিন্ন কম্পিউটার গেমস খেলা হয়। কম্পিউটারের মাধ্যমে রেলের টিকিট ,সিনেমার টিকিট বুক করা যায় সেই পয়েন্টটিও উল্লেখ করা প্রয়োজনীয়।
প্রকৃতপক্ষেই মানবজাতির কাছে কম্পিউটারের অবদান অপরিসীম। তাই এটি আমাদের প্রতিদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে । কম্পিউটার ছাড়া আমরা এককথায় প্রায় অচল ।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিনোদন
- প্রযুক্তি
- লাইফস্টাইল