Budget 2024 | ১লা ফেব্রুয়ারি ষষ্ঠবারের জন্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন! বাজেট থেকে কী কী প্রত্যাশা বিশেষজ্ঞদের?

Tuesday, January 30 2024, 2:32 pm
highlightKey Highlights

১লা ফেব্রুয়ারি, ২০২৪ পেশ হতে চলেছে বাজেট। এই নিয়ে ষষ্ঠবারের জন্য বাজেট পেশ করতে চলেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দেখুন ইউনিয়ন বাজেটের প্রত্যাশার তালিকায় কী কী থাকতে পারে বলে আশা বিশেষজ্ঞদের।


১লা ফেব্রুয়ারি, ২০২৪ (2024), বৃহস্পতিবার পেশ হবে অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট। টানা ষষ্ঠবারের জন্য বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Finance Minister Nirmala Sitharaman)। ইউনিয়ন বাজেট ২০২৪-২৫(Union Budget 2024-25) এর জন্য প্রতীক্ষার প্রহর গুনছে গোটা দেশ। লোকসভা ভোটের আগে এটাই দ্বিতীয় নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের শেষ বাজেট হওয়ায় চড়ছে প্রত্যাশার পারদ। বিশেষজ্ঞদের দাবি, ভোটের মুখে কল্পতরু হতে পারে কেন্দ্র। নির্মলার বাজেটে শ্রমজীবী ও মধ্যবিত্তদের জন্য বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের। পাশাপাশি ষষ্ঠবারের জন্য বাজেট পেশ করে নজির গড়তে চলেছেন নির্মলা সীতারামনও। 

বাজেট পাশে নির্মলা সীতারামনের নজির :

Trending Updates

২০২৪ (2024) সালের ১লা ফেব্রুয়ারি ষষ্ঠবারের জন্য বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ষষ্ঠবার বাজেট পেশ করে তিনি ছাপিয়ে যাবেন অরুণ জেটলি, মনমোহন সিংহ, পি চিদম্বরম, যশবন্ত সিন্‌হার মতো প্রাক্তন অর্থমন্ত্রীদের। এনারা প্রত্যেকেই টানা পাঁচটি বাজেট পেশ করেছিলেন। তবে সীতারামন ষষ্ঠবারের জন্য বাজেট পেশ করবেন।  ফলে নির্মলা ঠাঁই পাবেন প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের পাশে। দু’দফায় অর্থমন্ত্রী থাকার সময়ে মোট ১০টি বাজেট পেশ করেছিলেন দেশাই। এর মধ্যে ১৯৫৯ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত টানা ছ’বার। যেগুলির পাঁচটি ছিল পূর্ণাঙ্গ বাজেট এবং একটি অন্তর্বর্তী বাজেট।

ইতিমধ্যেই অন্তর্বর্তী বাজেট উপলক্ষে গত বুধবার রাজধানীতে নর্থব্লকে অর্থ মন্ত্রকের দফতরে হয়েছে হালুয়া উৎসব। নিয়ম অনুসারে, মন্ত্রকের কর্তা এবং বাজেট তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্যে হালুয়া বিতরণের পরেই মন্ত্রকের ভূগর্ভের প্রিন্টিং প্রেসে শুরু হয় বাজেট বই ছাপার কাজ। এর পরে বাজেট পেশ না হওয়া পর্যন্ত বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করতে পারেন না তাঁরা। থাকতে হয় মন্ত্রকের নির্দিষ্ট ঘরেই। তবে গত কয়েক বছরের মতো এ বারও বৈদ্যুতিন মাধ্যমে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। যা পাওয়া যাবে সংশ্লিষ্ট মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটে। ফলে ‘মন্ত্রকে থাকার’ সময়ও আগের থেকে কমেছে অনেকটাই।

ইউনিয়ন বাজেট ২০২৪ নিয়ে প্রত্যাশা :

এবারের বাজেট ঘিরে একাধিক প্রত্যাশা রয়েছে চাকুরিজীবী থেকে শুরু করে মধ্যবিত্তের। পাশাপাশি কৃষক, মহিলারাও এবারের বাজেটের দিকে নজর রেখেছেন। আয়কর ছাড়ের প্রত্যাশা করছেন চাকুরিজীবীরা। পিএম কিষান যোজনার আওতায় টাকার অঙ্ক বৃদ্ধি করা হতে পারে বলে জানা গিয়েছে। দেখে নিন এই বছরের ইউনিয়ন বাজেটের প্রত্যাশা (Union Budget Expectations) তালিকায় কী কী আছে-

  • আসন্ন বাজেটে ৪০০ থেকে ৫০০ টি হাই স্পিড এক্সপ্রেস ট্রেনের ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী। এরমধ্যে যেমন থাকবে বেশ কয়েকটি বন্দে ভারত এক্সপ্রেস, তেমনই কয়েকটি থাকবে অমৃত ভারত। বিশেষ করে উত্তর- পূর্ব ভারতের রাজ্যগুলোতে বন্দে ভারত চালানোর বিষয়ে জোর দিতে পারেন অর্থমন্ত্রী।
  •  এবারের বাজেট থেকে মধ্যবিত্তের জন্য বিরাট আশা রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। একদিকে করছাড়ের যেমন প্রত্যাশা রয়েছে, তেমনই মুদ্রাস্ফীতি রুখতেও সরকার দাওয়াই দিক - এমনটাই চাইছেন মধ্যবিত্ত শ্রেণি।
  • ২০২৪ এর বাজেটের দিকে সকলেরই চোখ। এই বাজেট লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের মন জয় করতেও বিশাল বড় হাতিয়ার কেন্দ্রের। ফলে সামাজিক সুরক্ষার স্কিমগুলোতে মোদি সরকার বরাদ বৃদ্ধি করতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। পাশাপাশি দরিদ্রদের কথা ভেবে বেশ কয়েকটি স্কিমও সামনে আনা হতে পারে।
  • বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নির্বাচনের আগে মোদি সরকারের এই বাজেটের ফোকাসে থাকতে পারে গ্রামীণ ভারত। একদিকে যেমন পিএম কিষান যোজনার আওতায় টাকা বৃদ্ধি করা হতে পারে। অন্যদিকে গ্রামীণ ভারত ভিত্তিক যোজনাগুলোতেও টাকা বৃদ্ধি করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
  •  আত্মনির্ভর ভারত যোজনা নিয়েও বড় সিদ্ধান্ত নিতে পারে মোদি সরকার। এই স্কিমটি প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়ে ভর্তুকি দিয়ে চাকরি তৈরি করতে উদ্যোগগুলিকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই প্রকল্পের মেয়াদ রয়েছে ৩১মার্চ ২০২৪ পর্যন্ত।
  • আসন্ন কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেটে মহিলাদের জন্য ঘোষণা করতে পারেন বলে বিশেষজ্ঞদের একাংশের  দাবি। মহিলাদের সুরক্ষা ও অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তোলার জন্য কোনও সামাজিক সুরক্ষার স্কিমের ঘোষণা করা হতে পারে। একইসঙ্গে নজর দেওয়া হতে ভারে স্ব-নির্ভর গোষ্ঠী ও স্কিল ট্রেনিংয়ের দিকে। এক্ষেত্রে কলেজ ও স্কুল পাশ করা মেয়েদের স্কিল ট্রেনিংয়ের জন্য কোনও উদ্যোগ নিতে পারে অর্থমন্ত্রক।
  • অন্যদিকে, ২০২৪ এর ইউনিয়ন বাজেটের প্রত্যাশা (Union Budget Expectations) তালিকায় রয়েছে চাকুরিজীবীরাও।  বাড়িভাড়া ভাতা হিসেবে বর্তমানে চাকুরিজীবীরা বেশ কিছুটা টাকা পান। বিশেষ করে যে ব্যক্তিরা বেসরকারি চাকুরির জন্য দিল্লি, মুম্বই, কলকাতা বা চেন্নাইয়ের মতো শহরে থাকেন তাঁরা এইচআরএ (HRA) হিসেবে এই ভাতা পান। তবে এই শহরের নির্দিষ্ট সীমা রয়েছে। যেভাবে দিনের পর দিন শহর বড় হচ্ছে, তাতে এই বাজেটে এইচআরএ (HRA)-তে ট্যাক্স ছাড়ের বিষয়ে আরও শহরকে অন্তর্ভুক্ত করতে পারে।
  •  চাকুরিজীবীরা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছ থেকে এবারও কর ছাড়ের প্রত্যাশা করছেন। মধ্যবিত্ত শ্রেণির জন্য আয়কর একটি বড় বোঝা। ফলে তাঁর থেকে অব্যাহতি পেতে, ছাড়ের সীমা বৃদ্ধি পাওয়ার আর্জি রয়েছে সীতারমনের কাছে। পাশাপাশি, নতুন কর ব্যবস্থায় যে করছাড়গুলো বাদ পড়েছে, সেগুলো কেন্দ্র অন্তর্ভুক্ত করে কিনা, সেদিকেও নজর রয়েছে আমজনতার।
  • ২০২৪ এর বাজেটে কর ব্যবস্থা নিয়ে বড় সিদ্দান্ত নিতে পারে মোদি সরকার। বিশেষজ্ঞদের মত, ট্যাক্স স্ল্যাব প্রসারিত করে এবং করের হার কমিয়ে নতুন কর ব্যবস্থাকে আকর্ষণীয় করে তোলার দিকে নজর রাখতে পারে মোদি সরকার। পাশাপাশি নতুন কর ব্যবস্থায় ছাড় ফেরানোর দাবিকে আংশিক ভাবে মান্যতা দেওয়া হতে পারে।
  • কোভিডের পর থেকে মেডিক্যাল ইনস্যুরেন্সের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় ইনস্যুরেন্স সেক্টরের দাবি মেডিক্যাল প্রিমিয়ামে কর ছাড়ের সীমা বৃদ্ধি করা হোক। বর্তমানে এর সীমা রয়েছে ২৫ হাজার টাকা। এই সীমাই বাড়িয়ে ৫০,০০০ টাকা করার দাবি তোলা হয়েছে।

উল্লেখ্য, বাজেট পাশের দিন সাধারণত সকাল ১১টা থেকে বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী। এই বক্তৃতা প্রায় এক ঘন্টা স্থায়ী হয় বা কম বা বেশি হতে পারে। এবারের বাজেট অন্তর্বতীকালীন হওয়ায় দ্রুত বাজেট পেশ সম্পন্ন হতে পারে বলে মনে করা হচ্ছে। বাজেটের আগে প্রতি বছর আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করা হলেও এবার এই সমীক্ষা পেশ করবে না সরকার। এর মূল কারণ হল, অন্তর্বর্তী বাজেটের আগে আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করা হয় না। নির্বাচনী বছর হওয়ায় এবার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হবে। অর্থমন্ত্রক জানিয়েছে, সাধারণ নির্বাচনের পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করার আগে সমীক্ষা রিপোর্ট প্রকাশ করা হবে। ইউনিয়ন বাজেট ২০২৪-২৫(Union Budget 2024-25) পেশ লাইভ দেখা যাবে  দূরদর্শন, সংসদ টিভি, অর্থ মন্ত্রণালয়ের চ্যানেল, পিআইবির টুইটার হ্যান্ডেলে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File