আন্তর্জাতিক

ফুরোচ্ছে অক্সিজেন, ইউক্রেন নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিশ্ব-স্বাস্থ্য-সংস্থা

ফুরোচ্ছে অক্সিজেন, ইউক্রেন নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিশ্ব-স্বাস্থ্য-সংস্থা
Key Highlights

আর মাত্র ২৪ ঘন্টা, তার মধ্যে ইউক্রেনে অক্সিজেনের ভান্ডার ফুরোবে; এমতাবস্থায় ইউক্রেন নিয়ে উদ্বেগ প্রকাশ করল 'হু'।

গত এক মাস ধরেই ইউক্রেনে অন্যান্য দুরারোগ্য ব্যাধির পাশাপাশি করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। এরকম পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সতর্ক করে জানিয়েছে, আর মাত্র ২৪ ঘণ্টা পরই ফুরোবে ইউক্রেনের সমস্ত হাসপাতালগুলির অক্সিজেনের সরবরাহ।

ইউক্রেনে অক্সিজেন সরবরাহ নিয়ে পরিস্থিতি খুবই উদ্বেগজনক। বেশির ভাগ হাসপাতালেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে মজুত থাকা অক্সিজেন ফুরোবে। কিছু হাসপাতালে ইতিমধ্যেই অক্সিজেন ফুরিয়েছে। এর ফলে ভর্তি হাজারো মানুষের প্রাণ সংশয়ের আশঙ্কা আছে।

হু-র ডিরেক্টর জেনারেল টেড্রোস ঘাব্রেয়েসাস এবং ইউরোপের আঞ্চলিক ডিরেক্টর হান্স ক্লুগে একটি যৌথ বিবৃতিতে জানিয়েছেন 

রাষ্ট্রপুঞ্জের বিবৃত রিপোর্ট অনুযায়ী, গত এক মাস ধরেই ইউক্রেনে করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। তার মধ্যে অন্যান্য দুরারোগ্য ব্যাধি তো রয়েইছে। আর এই পরিস্থতিতে রোগীদের প্রাণ বাঁচাতে মেডিক্যাল অক্সিজেনের ব্যবহার অপরিহার্য। কিন্তু গত পাঁচ দিন ধরে রাশিয়ার মুহুর্মুহু আঘাতে ইউক্রেন বিপর্যস্ত। যুদ্ধের কারণে পথে নামতে পারছে না প্লান্ট থেকে হাসপাতালে অক্সিজেন সরবরাহকারী ট্রাকগুলিও। ফলেই মেডিক্যাল অক্সিজেন সরবরাহের সমস্ত পথ বন্ধ।

হু জানিয়েছে যে, তারা ইতিমধ্যেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে প্রতিবেশী পোলান্ড দেশের মাধ্যমে বেশিমাত্রায় মেডিক্যাল অক্সিজেন সরবরাহের উপায় খুঁজছে।

এ ছাড়াও বিদ্যুৎ এবং জল সরবরাহের ঘাটতির কারণে মানুষ ব্যাপক ভাবে সমস্যার মুখে পড়েছেন। পাশাপাশি প্রায় ৫ লক্ষ মানুষ ইতিমধ্যেই ইউক্রেন ছেড়ে চলে গেছেন।


OTT Platform | ‘সফট পর্ন কনটেন্ট’ দেখানোর অভিযোগে নিষিদ্ধ Ullu, ALTT, Desiflix-সহ একাধিক ওটিটি প্ল্যাটফর্ম!
Ahmedabad Plane Crash | DNA পরীক্ষা করতেই চক্ষু চড়কগাছ! 'ভুল দেহ পাঠানো হয়েছে'-বিস্ফোরক দাবি ব্রিটেনের পরিবারের
Newtown | নিউটাউনের গেস্ট হাউস থেকে উদ্ধার যুবতীর দেহ! বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে খুন করলো স্বামী!
Azizul Haque | প্রয়াত দেশের নকশাল আন্দোলনে প্রথম সারির নেতা আজিজুল হক!
EMU Local Train | ট্রেন যাত্রীদের জন্য সুখবর! ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চলবে অতিরিক্ত ৫টি ট্রেন!
Uttar Pradesh | বিয়ের দু’সপ্তাহের মাথায় সুপারি কিলার ভাড়া করে স্বামীকে খুন! নেপথ্যে স্ত্রীর বিবাহ-পূর্ব প্রেম!
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo