খেলাধুলা

UEFA Euro 2024 । শুক্রর রাত থেকে শুরু ইউরো কাপ! কবে কোন দলের সঙ্গে রয়েছে কার ম্যাচ? রইলো ভারতীয় সময় অনুযায়ী পূর্ণ সূচি!

UEFA Euro 2024 । শুক্রর রাত থেকে শুরু ইউরো কাপ! কবে কোন দলের সঙ্গে রয়েছে কার ম্যাচ? রইলো ভারতীয় সময় অনুযায়ী পূর্ণ সূচি!
Key Highlights

শুক্রবার ১৪ই জুন থেকে ফুটবল প্রেমীদের রাত জাগার পর্ব শুরু। কারণ এদিন থেকে শুরু হতে চলেছে উয়েফা ইউরো ২০২৪ (UEFA Euro 2024)। এদিন উয়েফা ইউরোর প্রথম ম্যাচ হবে স্কটল্যান্ড বনাম জার্মানি (scotland vs germany) এর মধ্যে। উল্লেখ্য, এবারের উইরোর আয়োজক দেশ জার্মানি। মোট ২৪টি দল প্রতিযোগিতার মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে। এবারের টুর্নামেন্টের জন্য ২৪টি দেশকে মোট ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে ৪টি করে দেশ।

আজ, শুক্রবার ১৪ই জুন থেকে ফুটবল প্রেমীদের রাত জাগার পর্ব শুরু। কারণ এদিন থেকে শুরু হতে চলেছে উয়েফা ইউরো ২০২৪ (UEFA Euro 2024)। এদিন  উয়েফা ইউরোর প্রথম ম্যাচ হবে স্কটল্যান্ড বনাম জার্মানি (scotland vs germany) এর মধ্যে। উল্লেখ্য, এবারের উইরোর আয়োজক দেশ জার্মানি। মোট ২৪টি দল প্রতিযোগিতার মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে। এবারের টুর্নামেন্টের জন্য ২৪টি দেশকে মোট ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে ৪টি করে দেশ।

জার্মানি এর আগে ইউরো কাপ আয়োজন করেছিল ২০০৬ সালে। ১৮ বছর আগের সেই অভিজ্ঞতাই ফিরিয়ে আনতে চাইছে তারা।বার্লিন দেওয়াল পতনের পর, পূর্ব ও পশ্চিম দুই জার্মানি একাত্ম হওয়ার পর, এই প্রথম ইউরো-মহাযজ্ঞ বসছে এ দেশে। লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই জড়ো হয়েছে সে দেশে। মিউনিখে প্রথম ম্যাচে অর্থাৎ আজ ইউরো কাপের ম্যাচ (today match euro cup) হতে চলেছে স্কটল্যান্ড বনাম জার্মানি (scotland vs germany) এর মধ্যে। 

ইউরো কাপ ২০২৪-এ কোন গ্রূপে থাকছে কোন দল?

গ্রুপ এ (Group A): জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড

গ্রুপ বি (Group B): স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া

গ্রুপ সি (Group C): স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড

গ্রুপ ডি (Group D): পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স

গ্রুপ ই (Group E): বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, ইউক্রেন

গ্রুপ এফ (Group F): তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র

 ইউরো কাপ প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের খেলায় ৬টি গ্রুপ থেকে প্রথম দুটি করে দেশ যোগ্যতা অর্জন করবে শেষ ষোল রাউন্ডে। আর ৬টি গ্রুপের তৃতীয় স্থানে শেষ করা দেশগুলির মধ্যে ৪টি দেশ পয়েন্ট ও গোল পার্থক্যের বিচারে নকআউটে পৌঁছবে। শেষ ষোলোর পরে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হবে।

ভারতীয় সময় অনুযায়ী ইউরো কাপ ২০২৪-এর  সূচি : 

আজ ইউরো কাপের ম্যাচ (today match euro cup) হবে জার্মানি বনাম স্কটল্যান্ডের মধ্যে। ভারতীয় সময় অনুযায়ী এই খেলা হবে ১৫ জুন রাত ১২.৩০ (শুক্রবার রাত)।

  • ১৫ জুন - সন্ধে ৬.৩০টায় ম্যাচ হবে হাঙ্গেরি বনাম স্যুইৎজারল্যান্ডের মধ্যে।

               রাত ৯.৩০ ম্যাচ হবে স্পেন বনাম ক্রোয়েশিয়ার মধ্যে।

  • ১৬ জুন- শনিবার রাত ১২.৩০টায় ইতালি বনাম আলবানিয়া ম্যাচ।

              সন্ধে ৬.৩০ টায় পোল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচ।

              রাত ৯.৩০টায় স্লোভেনিয়া বনাম ডেনমার্ক ম্যাচ।

  •  ১৭ জুন - রবিবার রাত ১২.৩০টায় সার্বিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ।

                সন্ধে ৬.৩০ টায় রোমানিয়া বনাম ইউক্রেন ম্যাচ।

                রাত ৯.৩০ টায় বেলজিয়াম বনাম স্লোভাকিয়া ম্যাচ।

  •  ১৮ জুন - সোমবার রাত ১২.৩০টায় অস্ট্রিয়া বনাম ফ্রান্স ম্যাচ।

                রাত ৯.৩০ টায় তুরস্ক বনাম জর্জিয়া ম্যাচ।

  • ১৯ জুন - মঙ্গলবার রাত ১২.৩০টায় পর্তুগাল বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ।

                সন্ধে ৬.৩০ টায় ক্রোয়েশিয়া বনাম আলবানিয়া ম্যাচ।

                রাত ৯.৩০ টায় জার্মানি বনাম হাঙ্গেরি ম্যাচ।

  • ২০ জুন - বুধবার রাত ১২.৩০টায় স্কটল্যান্ড বনাম স্যুইৎজারল্যান্ড ম্যাচ।

               সন্ধে ৬.৩০টায় স্লোভেনিয়া বনাম সার্বিয়া ম্যাচ।

               রাত ৯.৩০ টায় ডেনমার্ক বনাম ইংল্যান্ড ম্যাচ।

  • ২১ জুন - বৃহস্পতিবার রাত ১২.৩০টায় স্পেন বনাম ইতালি ম্যাচ।

                সন্ধে ৬.৩০ টায় স্লোভাকিয়া বনাম ইউক্রেন ম্যাচ।

                রাত ৯.৩০ টায় পোল্যান্ড বনাম অস্ট্রিয়া ম্যাচ।

  • ২২ জুন - শুক্রবার রাত ১২.৩০টায় নেদারল্য়ান্ড বনাম ফ্রান্স ম্যাচ।

                সন্ধে ৬.৩০ টায় জর্জিয়া বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ।

                রাত ৯.৩০ টায় তুরস্ক বনাম পর্তুগাল ম্যাচ।

  • ২৩ জুন- শনিবার রাত ১২.৩০টায় বেলজিয়াম বনাম রোমানিয়া ম্যাচ।
  • ২৪ জুন - রবিবার রাত ১২.৩০টায় স্যুইৎজারল্যান্ড বনাম জার্মানি ম্যাচ।

               রবিবার রাত ১২.৩০টায় স্কটল্যান্ড বনাম হাঙ্গেরি ম্যাচ।

  • ২৫ জুন -সোমবার রাত ১২.৩০ টায় আলবেনিয়া বনাম স্পেন ম্যাচ।

             সোমবার রাত  ১২.৩০ টায় ক্রোয়েশিয়া বনাম ইতালি ম্যাচ।

              রাত ৯.৩০ টায় ফ্রান্স বনাম পোল্যান্ড ম্যাচ।

               রাত ৯.৩০ টায় নেদারল্য়ান্ডস বনাম অস্ট্রিয়া ম্যাচ।

  • ২৬ জুন - মঙ্গলবার রাত ১২.৩০ টায় ইংল্যান্ড বনাম স্লোভেনিয়া ম্যাচ।

               রাত ৯.৩০ টায় স্লোভাকিয়া বনাম রোমানিয়া ম্যাচ।

  •  ২৭ জুন - বুধবার রাত  ১২.৩০টায় জর্জিয়া বনাম পর্তুগাল ম্যাচ।

               বুধবার রাত  ১২.৩০টায় চেক প্রজাতন্ত্র বনাম তুরস্ক ম্যাচ।

এছাড়া ২৯ জুন থেকে ২ জুলাই পর্যন্ত শেষ ষোলোর খেলা হবে। এরপর  ৫ জুলাই ও ৬ জুলাই কোয়ার্টার ফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হবে। ৯ জুলাই ও ১০ জুলাই সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে- রাত ১২.৩০। ১৪ জুলাই রবিবার রাত ১২.৩০ মিনিটে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, চলতি ইউরো কাপে ৩১ দিন ধরে ৫১-টা ম্যাচ হবে। দশটা স্টেডিয়াম জুড়ে চব্বিশটা টিম খেলবে। সাতাশ লক্ষ লোক সর্বমোট থাকতে চলেছেন বিভিন্ন স্টেডিয়াম জুড়ে। ‘ফ্যান জোন’-এই থাকবেন এক কোটি কুড়ি লক্ষের কাছাকাছি। ধরে রাখা হচ্ছে, টিভিতে ফাইনাল দেখবেন তিনশো মিলিয়ন লোক। 


Taj Mahal Bomb Threat | তাজমহলে বোমাতঙ্ক! স্থাপত্য চত্বরে তড়িঘড়ি পৌঁছায় বম্ব স্কোয়াড
Kolkata Metro | আর ৫টাকা নয়, মেট্রোতে উঠলেই নূন্যতম ভাড়া পড়বে ১৫টাকা! কোন রুটে, কবে থেকে লাগু হবে নিয়ম?
Devendra Fadnavis | মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবীশের নাম ঘোষণা! উপমুখ্যমন্ত্রী পদ পেয়ে ক্ষুব্ধ একনাথ শিন্ডে?
Champions Trophy | অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কাটতে চলেছে জট! ঠিক হলো ভারত পাকিস্তান মহারণের দিনক্ষণও
Weather Update । একনজরে শহর কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Kolkata Metro | মার্চেই শুরু হবে নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটে মেট্রো সার্ভিস! ডিসেম্বরেই শুরু ট্রায়াল
'অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | Biography of Sarat Chandra Chattopadhyay