Uber Shuttle | অফিস যাত্রীদের স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য কলকাতায় আসছে উবার শাটল পরিষেবা! বাণিজ্য সম্মেলনে রাজ্য সরকারের সঙ্গে চুক্তি উবারের!

Friday, December 15 2023, 11:27 am
highlightKey Highlights

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে কলকাতায় শাটল বাস পরিষেবা চালু করার ঘোষণা করলো উবার। আগামী বছরই চালু হবে পরিষেবা।


অফিস যাত্রীদের দৈনন্দিন দিনের সবথেকে বড় সমস্যা হলো যাতায়াত। ভিড় বাস বা ট্রেনে ঘন্টার পর ঘন্টা পরিবহণ করতে করতে নাজেহাল অধিকাংশ। তবে এই সমস্যা দূর করতে চলেছে উবের (Uber)। ২২ সে নভেম্বর শেষ হয়েছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার (Biswa Bangla Convention Center) এ আয়োজিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২৩। আর সেখানেই ক্যাব অ্যাপ সংস্থা জানিয়েছে, তারা শীঘ্রই অফিস যাত্রীদের জন্য কলকাতা বাস (Kolkata Bus)পরিষেবা চালু করতে চায়।

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার-এ আয়োজিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২৩ এ উবারের সঙ্গে চুক্তি করলো রাজ্য সরকার  
বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার-এ আয়োজিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২৩ এ উবারের সঙ্গে চুক্তি করলো রাজ্য সরকার  

বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে (BGBS) রাজ্য পরিবহণ দফতরের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর করেছে উবার। এরপর বুধবার অ্যাপ নির্ভর এই ক্যাব সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, শীঘ্রই কলকাতায় চালু হবে উবারের শাটল বাস পরিষেবা (Shuttle Bus Service)। কোম্পানি জানিয়েছে। বুকিংকারীরা একবারে ৭ দিনের জন্য বাসের সিট বুকিং করতে পারবেন। এই সংস্থার অন্য পরিষেবার মতো, এক্ষেত্রেও গাড়ির লাইভ লোকেশন, রুট ট্র্যাক ও কতক্ষণে পিক আপ লোকেশনে গাড়ি আসছে এবং কতক্ষণে গন্তব্যে পৌঁছবে তা দেখা যাবে। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে উবার শাটল (Uber Shuttle)।

Trending Updates

কবে চালু হবে উবার শাটল ?

উবার ইন্ডিয়া ও সাউথ এশিয়ার ডিরেক্টর অব অপারেশনস শিব শৈলেন্দ্রন তাদের শাটল বাস পরিষেবা (Shuttle Bus Service) প্রসঙ্গে জানিয়েছেন, লাবে। যা কলকাতা সংলগ্ন জেলাগুলিকে শহরের সঙ্গে যুক্ত করবে। তিনি আরও জানান, এই পার্টনারশিপ বাসের ক্ষেত্রেও উবার রাইডের সুবিধা এবং নির্ভরযোগ্যতা নিয়ে আসবে। উবারের কাছে বাস পরিষেবা এখন ফোকাসে রয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, উবার ২০২৫ সালের মধ্যে রাজ্যে ১০মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। যা পরবর্তী পাঁচ বছরে প্রায় ৫০,০০০ কর্মসংস্থান তৈরি করবে।

 শীঘ্রই কলকাতায় অফিস যাত্রীদের জন্য উবার শাটল বাস পরিষেবা চালু করতে চায় উবার
 শীঘ্রই কলকাতায় অফিস যাত্রীদের জন্য উবার শাটল বাস পরিষেবা চালু করতে চায় উবার

উল্লেখ্য, সম্প্রতি কলকাতার বুকে শাটলের জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে। একদিকে করোনাকালের পর বন্ধ হয়ে গিয়েছে একাধিক কলকাতার বাস রুট (Kolkata Bus Route)। অন্যদিকে হলুদ ট্যাক্সিও কমেছে শহরে। ফলে স্বচ্ছন্দ্যে যাতায়াত করার ক্ষেত্রে শাটলের চাহিদা থাকে তুঙ্গে। সবথেকে বেশি জনপ্রিয়তা রয়েছে অফিস যাত্রীদের মধ্যে। সকালে ও সন্ধ্যায় এই শাটলের চাহিদা ভালোই থাকে। ট্যাক্সির থেকে কম ভাড়ায় স্বচ্ছন্দ্যে অফিস যেতে অনেকেই আজকাল বেছে নিচ্ছেন এই শাটলগুলি। এই প্রসঙ্গে রাজ্যের পরিবহণ সচিব সৌমিত্র মোহন জানিয়েছেন, পশ্চিমবঙ্গ পাবলিক ট্রান্সপোর্ট পরিষেবাগুলি উন্নত করতে এবং যাতায়াতকে ঝামেলামুক্ত করার জন্য নানা বিকল্প অপশনগুলোকে আরও প্রসারিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। উবারের সঙ্গে এই পার্টনারশিপ তেমনই একটি উদ্যোগ।

সূত্রের খবর, উবার শাটল (Uber Shuttle) পরিষেবায় বাসের মালিকানা থাকবে সরকারে হাতেই। কিন্ত উবের প্রযু্ক্তি সহায়তায় মানুষ আরও উন্নত পরিষেবা দেওয়া যাবে। শুধু তাই নয়, কম সংখ্যক গাড়িতে যাতায়াত করতে পারবেন বেশি সংখ্যক ছাত্রী। স্রেফ যানজট নয়, কলকাতায় কমবে দূষণ'ও। পাশাপাশি শাটল যাত্রীরা এই পরিষেবায় ক্যাশলেস সুবিধা পাবেন। অর্থাৎ অনলাইনে পেমেন্ট করতে পারবেন যাত্রীরা। এই বাসগুলোতে ২৪ ঘণ্টা থাকবে সিকিউরিটি সহায়তা। জানা গিয়েছে, প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত কলকাতার রাস্তায় এই এসি বাসগুলো চলবে।

উবার শাটল পরিষেবায় বাসগুলোতে ২৪ ঘণ্টা থাকবে সিকিউরিটি সহায়তা
উবার শাটল পরিষেবায় বাসগুলোতে ২৪ ঘণ্টা থাকবে সিকিউরিটি সহায়তা

প্রসঙ্গত, ২১সে নভেম্বর ও ২২সে নভেম্বর এই দু'দিন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার (Biswa Bangla Convention Center), বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গন ও ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২৩। এই দু'দিন রাজ্যে উপস্থিত হন রিলায়েন্স গ্রুপের কর্তা মুকেশ আম্বানি, আদানি গ্রুপের প্রতিনিধি দল-সহ প্রায় ৩৫ জন শিল্পপতি। এই সম্মেলনে মোট ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। পাশাপাশি এই সম্মেলনে মোট ১৮৮ মউ সাক্ষর হয়েছে। যার মধ্যে একটি এই উবারের শাটল পরিষেবা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File