Twitter New CEO | টুইটারের সিইও-র পদ ছাড়লেন মাস্ক! দায়িত্বে আসবেন এক মহিলা!

Friday, May 12 2023, 10:17 am
highlightKey Highlights

টুইটারের সিইও পদত্যাগ এলন মাস্কের। নতুন সিইও হবেন এক মহিলা। টুইট করে ইঙ্গিত দিলেন এলন।


টুইটারের সিইও-র পদ ছাড়লেন এলন মাস্ক (Elon Musk)। মালিকানা পাওয়ার ১ বছর পূর্ণ হওয়ার আগেই টুইটারের (Twitter) সিইও পদ থেকে সরে আসার বার্তা দিলেন মাস্ক। সেই পদেই আসতে চলেছেন এক মহিলা। শুক্রবার পদত্যাগের কথা নিজেই টুইট করে ঘোষণা করলেন এলন।

টুইটারের সিইও-র পদ ছাড়লেন এলন মাস্ক
টুইটারের সিইও-র পদ ছাড়লেন এলন মাস্ক

১২ই মে শুক্রবার টুইটের মাধ্যমে এলন মাস্ক ঘোষণা করেন, টুইটারের সিইও (CEO) পদ ছাড়ছেন তিনি। সেই পদে নিয়োগ করা হয়েছে অন্য একজনকে। মাস্কের কথা অনুযায়ী, টুইটারের নতুন সিইও হতে চলেছেন এক মহিলা। এলনের ইঙ্গিত, আগামী ৬ সপ্তাহের মধ্যেই কাজ শুরু করবেন নতুন সিইও।

Trending Updates
আগামী ৬ সপ্তাহের মধ্যেই কাজ শুরু করবেন নতুন সিইও
আগামী ৬ সপ্তাহের মধ্যেই কাজ শুরু করবেন নতুন সিইও

আনন্দের সঙ্গে জানাচ্ছি আমি টুইটারের জন্য নতুন সিইও নিয়োগ করছি। তিনি আগামী ৬ সপ্তাহের মধ্যে কাজ শুরু করবেন। আমার পদ হবে এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং সিটিও।

এলন মাস্ক
টুইটের মাধ্যমে পদত্যাগের বার্তা দিলেন মাস্ক
টুইটের মাধ্যমে পদত্যাগের বার্তা দিলেন মাস্ক

টুইটার কর্তার পদত্যাগের কথার ওপর ভিত্তি করে নেটিজেনদের ধারণা, টুইটারের সিইও-র দায়িত্ব পেতে চলেছেন লিন্ডা ইয়াসারিনো (Linda Yaccarino)। তথ্যপ্রযুক্তি এবং প্রচার মাধ্যমের বাজারে (IT and Media Market) খুব পরিচিত লিন্ডা। জানা গিয়েছে, এনবিসিইউ ইউনিভার্সাল (NBCUniversal) নামক একটি মিডিয়ার বিজ্ঞাপন বিভাগের এগজিকিউটিভ (Executive) হিসেবে প্রায় ২০ বছর ধরে কাজ করছেন তিনি।

নতুন সিইও হতে পারেন  লিন্ডা ইয়াসারিনো
নতুন সিইও হতে পারেন লিন্ডা ইয়াসারিনো

উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২২-এর এপ্রিলে ৪ হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটার কিনে নেন এলন মাস্ক। টুইটারের মালিকানা পাওয়ার পর এতদিন সংস্থার সিইও হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর টুইটার নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেন মাস্ক, যা নিয়ে রীতিমতো শোরগোল পরে যায় নেট দুনিয়ায়। এছাড়াও টুইটারের প্রায় ৭৫ শতাংশ কর্মীকে ছেঁটে ফেলেন টুইটার কর্তা।

প্রসঙ্গত, সিইও হিসেবে দায়িত্ব গ্রহণের পরেই মাস্ক জানিয়েছিলেন যে, তিনি একটি নির্দিষ্ট সময় অবধি টুইটারের সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন। টুইটারের উন্নতির জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনার পরেই সিইও পদ থেকে সরে যাবেন মাস্ক। এমনকি সম্প্রতি, একটি নেট পোলিং (Net Polling)-এর মাধ্যমে এই সংক্রান্ত বিষয় জানতে চাইলে, তার ফলাফল হিসেবে ৫৭ শতাংশেরও বেশি ভোট পরে মাস্কের সিইও পদ থেকে সরে যাওয়ার পক্ষে।

নেট পোলিং-এ বেশি ভোট পরে মাস্কের সিইও পদ থেকে সরে যাওয়ার পক্ষে
নেট পোলিং-এ বেশি ভোট পরে মাস্কের সিইও পদ থেকে সরে যাওয়ার পক্ষে

 এরপর ১২ই মে, শুক্রবার টুইটারের সিইও পদ থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করেন এলন। পরবর্তী টুইটার সিইও কে হবেন তা পাকাপাকিভাবে না জানানোর ফলে ইতিমধ্যেই নেট দুনিয়ায় শুরু হয়ে গিয়েছে চাঞ্চল্য। তবে মাস্কের টুইট দ্বারা জানা গিয়েছে, নতুন সিইও হবেন এক মহিলা। এছাড়াও জানা গিয়েছে,  টুইটারের সিইও পদ ছেড়ে দিলেও এগজিকিউটিভ (Executive) চেয়ার ও টিফ টেকনোলজি অফিসার বা সিটিও-র (CTO) পদে বসবেন এলন মাস্ক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File