Key Highlightsভাইরাল ভিডিও। ভিডিয়োয় দেখা যাচ্ছে, উজ্জ্বল হলুদ রঙের গ্যাসের কুণ্ডলী ছড়িয়ে পড়ছে চারপাশে। জাহাজের ডেকে কর্মীদের হাঁসফাঁস করতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।
জর্ডনের আকাবা শহরের লাগোয়া বন্দরে একটি জাহাজে রাসায়নিকের ট্যাঙ্ক বোঝাই করা হচ্ছিল। ক্রেনে করে বন্দর থেকে একে একে ক্লোরিন গ্যাসে ভর্তি ট্যাঙ্ক নামিয়ে দেওয়া হচ্ছিল ডেকের উপরে। আচমকাই একটি প্রমাণ আকৃতির ট্যাঙ্ক ক্রেনের লোহার হাত ফসকে পড়ে গেল নীচে!
মুহূর্তের মধ্যে উজ্জ্বল এক হলুদ বিষাক্ত ধোঁয়া বেরিয়ে এল জাহাজের ডেক থেকে। সেই ধোঁয়া মেঘের মতো বিশাল আকৃতি নিয়ে ধীরে ধীরে ঢেকে ফেলল চারপাশ। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জন মারা গিয়েছেন। বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ছেন অন্তত ২৫০ জন। তাঁদের মধ্যে প্রায় ২০০ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। অনেকই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ (জর্ডনের স্থানীয় সময় সোমবার দুপুর সোয়া তিনটে) ঘটনাটি ঘটে।

ঘটনাটি দুর্ঘটনা, না কি এর নেপথ্যে অন্য কিছু রয়েছে তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন জর্ডনের প্রধানমন্ত্রী বিশের আল খাসাওনে। সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়েছে। ঘটনাটির ভিডিয়োটি টুইটারেও ছড়িয়ে পড়েছে।
-  Related topics - 
 - আন্তর্জাতিক
 - গ্যাস লিক
 - জাহাজ
 








 