বিনোদন

জ্যোতি বসুর বায়োপিক এবার টলিউডে, এমটাই জানালেন ছবির পরিচালক

জ্যোতি বসুর বায়োপিক এবার টলিউডে, এমটাই জানালেন ছবির পরিচালক
Key Highlights

টলিউড এবং বলিউডে এতদিন বিনোদন জগৎ থেকে শুরু করে ক্রীড়াজগতেও বহু ব্যক্তিত্বেরই বায়োপিক তৈরি করা হয়েছে । বর্তমানে সেই তালিকায় যুক্ত হতে চলেছে রাজনৈতিক জগৎও।

প্রয়াত রাজনীতিবিদ জ্যোতি বসুর বায়োপিকে চিত্রনাট্য লেখার কাজ করার ইচ্ছাপ্রকাশ করছিলেন বাংলা সিনেমার সংলাপ লেখক ও চিত্রনাট্যকার এন কে সলিল। সেই মতোই এবার পরিচালক এন কে সলিলের পরিচালনায় টলিউডে জ্যোতি বসুর বায়োপিক তৈরি হতে চলেছে।

টলিউডে আসছে জ্যোতি বসুর বায়োপিক! প্রস্তুতি নিচ্ছেন বিখ্যাত চিত্রনাট্যকার এন কে সলিল

এর আগে ‘এমএলএ ফাটাকেষ্ট’ থেকে শুরু করে ‘চ্যালেঞ্জ’, ‘পাগলু’-এর মতো বহু সিনেমার চিত্রনাট্য লিখেছেন এন কে সলিল। বহু পরিচালকের সঙ্গে কাজও করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে উক্ত পরিচালক প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বায়োপিকে চিত্রনাট্য লেখার ইচ্ছাপ্রকাশ করেন। তিনি বলেন, "আমি জ্যোতি বসুর বায়োপিকে চিত্রনাট্য লিখতে চাই, কারণ মানুষটার মধ্যে আলাদাই এক প্রতিভা রয়েছে। তিনি নিজে এত বছর ক্ষমতায় থেকেছেন দল পরিচালনা করেছেন। তবে আমি এটা অবশ্যই বলতে চাই আজকের দিনে রাজনীতি কিন্তু অনেকটাই বামপন্থা ঘেঁষা।  এমন এক মানুষের একটি বায়োপিক যদি করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করতে পারব। "

তবে এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে নানা বায়োপিক হয়েছে যেমন সুভাষ চন্দ্র বোস কে নিয়ে তৈরি হয় 'বোস দ্য ফরগটেন হিরো'। সম্প্রতি দক্ষিণ ভারতের জনপ্রিয় নেত্রী জয়ললিতাকে নিয়ে তৈরি হয়েছে 'থালাইভি'।