'পরেরবার ভোটের টিকিট কনফার্ম!' মমতাকে জড়িয়ে ছবি দেওয়ায় এবার ট্রোলডের শিকার অভিনেত্রী অপরাজিতা
Key Highlightsসকলের মনের অনেক কাছের হয়েও, এবার ট্রোলডের মুখে পড়লেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। প্রায় দু'দশকের বেশি সময় ধরে তিনি যুক্ত রয়েছেন অভিনয়ের সঙ্গে।
সকলের প্রিয় 'লক্ষ্মী কাকিমা'! অন্যান্য একাধিক পরিচয় থাকলেও, বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে তিনি বর্তমানে লক্ষ্মী নামেই বেশি পরিচিত। দু'দশকের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। সকলের মনের অনেক কাছের হয়েও, কেন ট্রোলড হতে হল তাঁকে আসুন তা জেনে নেওয়া যাক।
ঠিক কী ঘটেছিল? এবার ট্রোলড হলেন অভিনেত্রী অপরাজিতা আঠ্য, সোশ্যাল পেজে তাঁকে কটূকথা শোনাতে ছাড়লেন না নেটিজেনরা
বুধবার তারকাদের নিয়ে ইকো পার্কে বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হাজির ছিলেন টলি ও টেলিপাড়ার বহু তারকারা। এমনকি তৃণমূল নেত্রীকে ধন্যবাদ জানিয়ে অনেকে ছবিও শেয়ার করেছেন। বাদ যাননি, অপরাজিতা আঢ্যও। মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ছবি তুলেছেন তিনি। আর সেই ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "স্বর্ণালী সন্ধ্যা"। আর এতেই চটেছেন নেটিজনদের একাংশ। কমেন্ট বক্সে তারা ক্ষোভ উগড়ে দিয়েছেন।
এক নেটিজেন লিখেছেন, "পরের বারের ভোটের টিকিট কনফার্ম। রাজ্যের শিক্ষার এই বেহাল দশা একজনের জন্য তার সাথেই এইসব । বাহ ভালো ভাবতাম । শিক্ষিত ভাবতাম আগে।" অন্য আরেকজন লিখেছেন, "সবকিছু ঠিক আছে।। কিন্তু ছবির প্রথমে চটি কেন চাটলেন...।" এক নেটাগরিক আবার লিখেছেন, "একটা সন্ধ্যা যদি ওখানেও কাটাতেন যেখানে চাকরিপ্রার্থীরা ৫৭৮ দিন ধরে ধর্ণা দিচ্ছে..."
- Related topics -
- সেলিব্রিটি
- অপরাজিতা আঢ্য
- টলিউড
- মমতা ব্যানার্জী








